
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

পাকিস্তান সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প!

ইসরাইলের ৩ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

গাজায় ত্রাণ বিতরণকেন্দ্রে পদদলিত হয়ে নিহত ২১

ফিলিপাইনে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে এআই ও ভুয়া তথ্য

সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ভারতের
লিংকনের দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে উঠেছে। পরে তা ১৫ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে যা বাংলা টাকাই প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।
সম্প্রতি ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।
জানা গেছে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট লিংকন। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন।
সেই অভিশপ্ত দিনে লিংকনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়।
থিয়েটার দেখতে যাওয়ার সময় তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ লিংকনের ব্যবহার
করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে অবশ্য ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানার পর লিংকনের ব্যবহার করা একটি রুমালের সর্বোচ্চ দাম উঠেছে। রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিও সেই হামলার দিন প্রেসিডেন্ট লিংকনের পকেটে ছিল। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন আব্রাহাম লিংকন।
করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে অবশ্য ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানার পর লিংকনের ব্যবহার করা একটি রুমালের সর্বোচ্চ দাম উঠেছে। রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিও সেই হামলার দিন প্রেসিডেন্ট লিংকনের পকেটে ছিল। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন আব্রাহাম লিংকন।