
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫

পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান

সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০

ফিলপস প্রদর্শন করলো ডিজিটাল ব্যাংকিং উদ্ভাবন

‘পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস

পশ্চিমতীরে আরও বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের
লিংকনের দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা এক জোড়া চামড়ার দস্তানা নিলামে উঠেছে। পরে তা ১৫ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়েছে যা বাংলা টাকাই প্রায় সাড়ে ১৮ কোটি টাকা।
সম্প্রতি ওই দস্তানা যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যানস-হিন্ডম্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান।
জানা গেছে, ১৮৬৫ সালের ১৪ এপ্রিল ওয়াশিংটনে থিয়েটার দেখতে গিয়েছিলেন প্রেসিডেন্ট লিংকন। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার মাথার পেছনে গুলি করা হয়েছিল। সেই গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন।
সেই অভিশপ্ত দিনে লিংকনের রক্তমাখা চামড়ার দস্তানাজোড়া নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (প্রায় সাড়ে ১৮ কোটি টাকা) বিক্রি হয়।
থিয়েটার দেখতে যাওয়ার সময় তার পকেটে ছিল দস্তানা জোড়া। ওই দস্তানাসহ লিংকনের ব্যবহার
করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে অবশ্য ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানার পর লিংকনের ব্যবহার করা একটি রুমালের সর্বোচ্চ দাম উঠেছে। রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিও সেই হামলার দিন প্রেসিডেন্ট লিংকনের পকেটে ছিল। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন আব্রাহাম লিংকন।
করা আরও ১৪৪টি জিনিস নিলামে তোলা হয়। এর মধ্যে অবশ্য ১৩৬টি বিক্রি হয়েছে। দস্তানার পর লিংকনের ব্যবহার করা একটি রুমালের সর্বোচ্চ দাম উঠেছে। রুমালটি ৮ লাখ ২৬ হাজার ডলারে (১০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিও সেই হামলার দিন প্রেসিডেন্ট লিংকনের পকেটে ছিল। উল্লেখ্য, ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর হত্যার শিকার হওয়ার আগপর্যন্ত দায়িত্ব পালন করেন আব্রাহাম লিংকন।