রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 32 ভিউ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমেরিকানদের ক্ষোভের একমাত্র যিনি প্রাপ্য, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন’। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্টকে একজন ‘মিথ্যাবাদী’ বলেও ‍অভিহিত করেন। ম্যাক্রোঁ বলেন, ‘যখন পুতিন মার্কিন আলোচকদের সঙ্গে আলাপ করেন, তখন তিনি বলেন, ‘আমি শান্তি চাই’। আবার যখন তিনি বিশ্বের সামনে কথা বলেন, তখনো বলেন, ‘আমি শান্তি চাই’। কিন্তু বাস্তবে তিনি ইউক্রেনে বোমা ফেলছেন, মানুষ হত্যা করছেন’। বৃহস্পতিবার মাদাগাস্কার সফর শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি রাশিয়াকে ‘আক্রমণকারী’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মিথ্যা বলা বন্ধ করার’ আহ্বান জানান। ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স শুধু একটি জবাবের অপেক্ষায় আছে—রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? যদি তিনি ‘হ্যাঁ’ বলেন,

তাহলে আগামীকালই যুদ্ধবিরতি হতে পারে’। এই ইস্যুতে তিনি আবারও ফ্রান্সের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের জনগণের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তিতে বসবাসের অধিকার রক্ষা করা ফ্রান্সের নীতিগত অঙ্গীকার। এ সময় তিনি রাশিয়ার ‘আক্রমণাত্মক যুদ্ধের’ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি শান্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ‘কূটনৈতিক প্রচেষ্টাকে’ সাধুবাদ জানান। ম্যাক্রোঁ বলেন, ‘আমরা জাতিগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে—আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের অবস্থান সর্বদা এক ও অবিচল’। এর আগে, দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে এক কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী বুধবার মাদাগাস্কারে পৌঁছান। অবশ্য সফরটি শুরু হয় সোমবার, মায়োত্ত দ্বীপ থেকে। বৃহস্পতিবার মাদাগাস্কারের রাজধানী অ্যানতানানারিভোতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় কমিশনের

(IOC) রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি মায়োত্তের এই সংস্থায় অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানান। সফরের শেষ ধাপে মরিশাস যাওয়ার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ম্যাক্রোঁ সেই পরিকল্পনা বাতিল করেছেন। পোপের শেষকৃত্য ভ্যাটিকানে শনিবার অনুষ্ঠিত হবে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিনী শুল্কনীতিতে এ বছর কমবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বাক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ভাঙনের মুখে নোয়াখালীর প্লাবিত নিম্নাঞ্চলের ঘরবাড়ি ফেসবুকে প্রেম, বিয়ের পর জানা গেল ‘নববধূ’ পুরুষ! চট্টগ্রামসহ ৪ জেলায় ফের বন্যার শঙ্কা বাবার অবহেলা ও সৎমায়ের নির্যাতনে স্কুলছাত্রীর আত্মহত্যা গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩১ ‘ব্যাংক খাত পুনর্গঠনে ৩৫ বিলিয়ন ডলার লাগবে’ গির্জায় আঘাত লাগতেই যুক্তরাষ্ট্রের হুংকার, ৫৮০ মসজিদ গুঁড়িয়ে দিলেও কেন নিশ্চুপ সৌদি রেমিট্যান্স আসা শীর্ষ ১০ দেশ এইচআইভি আক্রান্ত কিশোরীকে দুবছর ধরে ধর্ষণের অভিযোগ গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, হাতেনাতে ৫ জন গ্রেপ্তার এশিয়া কাপের সূচি প্রকাশিত, বাংলাদেশের ম্যাচ কবে? বাড়ছে নদীর পানি, কয়েক জেলায় আবারও বন্যার শঙ্কা যারা আ.লীগ সরকারের পতন ঘটিয়েছে তাদের অভিনন্দন জানাই : কাদের সিদ্দিকী চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা-কর্মী বহিষ্কার ইরানের রাস্তায় লাউডস্পিকার, আবারও ইন্টারনেট বিচ্ছিন্নে অভিনব প্রস্তুতি আবর্জনায় ছেয়ে গেছে আমেরিকার বিভিন্ন শহর, বিপর্যস্ত নগরজীবন হতাহতের সর্বশেষ তথ্য জানাল জাতীয় বার্ন ইনস্টিটিউট