রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 42 ভিউ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমেরিকানদের ক্ষোভের একমাত্র যিনি প্রাপ্য, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন’। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্টকে একজন ‘মিথ্যাবাদী’ বলেও ‍অভিহিত করেন। ম্যাক্রোঁ বলেন, ‘যখন পুতিন মার্কিন আলোচকদের সঙ্গে আলাপ করেন, তখন তিনি বলেন, ‘আমি শান্তি চাই’। আবার যখন তিনি বিশ্বের সামনে কথা বলেন, তখনো বলেন, ‘আমি শান্তি চাই’। কিন্তু বাস্তবে তিনি ইউক্রেনে বোমা ফেলছেন, মানুষ হত্যা করছেন’। বৃহস্পতিবার মাদাগাস্কার সফর শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি রাশিয়াকে ‘আক্রমণকারী’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মিথ্যা বলা বন্ধ করার’ আহ্বান জানান। ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স শুধু একটি জবাবের অপেক্ষায় আছে—রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? যদি তিনি ‘হ্যাঁ’ বলেন,

তাহলে আগামীকালই যুদ্ধবিরতি হতে পারে’। এই ইস্যুতে তিনি আবারও ফ্রান্সের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের জনগণের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তিতে বসবাসের অধিকার রক্ষা করা ফ্রান্সের নীতিগত অঙ্গীকার। এ সময় তিনি রাশিয়ার ‘আক্রমণাত্মক যুদ্ধের’ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি শান্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ‘কূটনৈতিক প্রচেষ্টাকে’ সাধুবাদ জানান। ম্যাক্রোঁ বলেন, ‘আমরা জাতিগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে—আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের অবস্থান সর্বদা এক ও অবিচল’। এর আগে, দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে এক কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী বুধবার মাদাগাস্কারে পৌঁছান। অবশ্য সফরটি শুরু হয় সোমবার, মায়োত্ত দ্বীপ থেকে। বৃহস্পতিবার মাদাগাস্কারের রাজধানী অ্যানতানানারিভোতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় কমিশনের

(IOC) রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি মায়োত্তের এই সংস্থায় অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানান। সফরের শেষ ধাপে মরিশাস যাওয়ার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ম্যাক্রোঁ সেই পরিকল্পনা বাতিল করেছেন। পোপের শেষকৃত্য ভ্যাটিকানে শনিবার অনুষ্ঠিত হবে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরাকে মুক্তি পেল ৩৩ হাজারের বেশি বন্দি টিসিবির তালিকা থেকে বাদ পড়লেন বিধবা-প্রতিবন্ধীরা সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি নিজের মৃত্যুর খবর নিয়ে কথা বললেন ট্রাম্প প্রশিক্ষিতদের ছাঁটাই আর অযোগ্যদের নিয়োগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শঙ্কায় ডাকসুর প্রার্থীরা রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি ০৩ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে প্রকৃতি বিনষ্ট হলে সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনা অসম্ভব বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত? নতুন সিনেমায় মৌরী মাহদী এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৪০০ ছাড়াল কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা কারাগারে রাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থার সমাধান হবে: শিক্ষা উপদেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং চার বছরের জন্য কৌশলগত চুক্তি করল তাস ও সিনহুয়া