রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স – ইউ এস বাংলা নিউজ




রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? জবাবের অপেক্ষায় ফ্রান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 17 ভিউ
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘আমেরিকানদের ক্ষোভের একমাত্র যিনি প্রাপ্য, তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন’। একই সঙ্গে তিনি রুশ প্রেসিডেন্টকে একজন ‘মিথ্যাবাদী’ বলেও ‍অভিহিত করেন। ম্যাক্রোঁ বলেন, ‘যখন পুতিন মার্কিন আলোচকদের সঙ্গে আলাপ করেন, তখন তিনি বলেন, ‘আমি শান্তি চাই’। আবার যখন তিনি বিশ্বের সামনে কথা বলেন, তখনো বলেন, ‘আমি শান্তি চাই’। কিন্তু বাস্তবে তিনি ইউক্রেনে বোমা ফেলছেন, মানুষ হত্যা করছেন’। বৃহস্পতিবার মাদাগাস্কার সফর শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি রাশিয়াকে ‘আক্রমণকারী’ উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘মিথ্যা বলা বন্ধ করার’ আহ্বান জানান। ম্যাক্রোঁ বলেন, ‘ফ্রান্স শুধু একটি জবাবের অপেক্ষায় আছে—রাশিয়া কি নিঃশর্ত যুদ্ধবিরতির পক্ষে? যদি তিনি ‘হ্যাঁ’ বলেন,

তাহলে আগামীকালই যুদ্ধবিরতি হতে পারে’। এই ইস্যুতে তিনি আবারও ফ্রান্সের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ইউক্রেনের জনগণের আন্তর্জাতিক স্বীকৃত সীমান্তের মধ্যে শান্তিতে বসবাসের অধিকার রক্ষা করা ফ্রান্সের নীতিগত অঙ্গীকার। এ সময় তিনি রাশিয়ার ‘আক্রমণাত্মক যুদ্ধের’ও তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি শান্তি আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ‘কূটনৈতিক প্রচেষ্টাকে’ সাধুবাদ জানান। ম্যাক্রোঁ বলেন, ‘আমরা জাতিগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার পক্ষে—আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের অবস্থান সর্বদা এক ও অবিচল’। এর আগে, দক্ষিণ-পশ্চিম ভারত মহাসাগরীয় অঞ্চলে এক কূটনৈতিক সফরের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী বুধবার মাদাগাস্কারে পৌঁছান। অবশ্য সফরটি শুরু হয় সোমবার, মায়োত্ত দ্বীপ থেকে। বৃহস্পতিবার মাদাগাস্কারের রাজধানী অ্যানতানানারিভোতে অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় কমিশনের

(IOC) রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে তিনি মায়োত্তের এই সংস্থায় অন্তর্ভুক্তির পক্ষে সমর্থন জানান। সফরের শেষ ধাপে মরিশাস যাওয়ার কথা থাকলেও পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ম্যাক্রোঁ সেই পরিকল্পনা বাতিল করেছেন। পোপের শেষকৃত্য ভ্যাটিকানে শনিবার অনুষ্ঠিত হবে। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাপানের কাছে বাজেট সহায়তা চাইল বাংলাদেশ ফিলিস্তিনিদের ৬০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত পুতিনের সঙ্গে আমার সাক্ষাৎ না হলে ইউক্রেন ইস্যুর অগ্রগতি হবে না: ট্রাম্প ৩২৬৭ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান তাসকিন ৯ বছর আগে কলেজছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা চট্টগ্রাম কারাগারে কেএনএফ সদস্যের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় কুরবানির জন্য দেড় লাখ পশু প্রস্তুত পারমাণবিক উপাদান পাচারের আঁতুড়ঘর ভারত কোষ্ঠকাঠিন্য দূর ও ওজন নিয়ন্ত্রণ করে তালশাঁস ইসরাইলি বিমান হামলায় ৬২ জন নিহত জবি শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীতে তীব্র যানজট ঢাবিতে ছাত্রদলের সমাবেশে সাংবাদিকদের হেনস্তা ও মারধরের হুমকি দাবি আদায় না হওয়া পর্যন্ত জবি ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা ঢাবির অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিল ছাত্রদল গ্রেনেড হামলা মামলায় খালাসের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানি ২৬ মে ‘বোতল নিক্ষেপের ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না’ পরিবারের সবার পক্ষে একটি পশু কুরবানি করা যাবে? ছেলেদের সঙ্গে ফোনালাপের অনুমতি পেলেন ইমরান খান