ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কর বৃদ্ধির সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী-বৈষম্যবিরোধী সংস্কার পরিষদ
সালমানের ৬৮০০ কোটি টাকার শেয়ার জব্দ
আবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল
দরপত্রে বেড়েছে তদবির
ব্যাংকে কর্মরত ২ লক্ষ মানুষ চাকরি হারাতে পারেন
আমদানি করা চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে
টিসিবি’র চাল বিক্রি বন্ধ: বিপাকে কোটি পরিবার
যেসব বিলাসী পণ্য আমদানিতে লাগবে শতভাগ মার্জিন
ডলার সংকট কাটাতে সোনা, প্রসাধনী, প্রক্রিয়াজাত খাদ্য, সফট ড্রিংকস, চামড়াজাতসহ ১৪ বিলাসী পণ্য আমদানিতে শতভাগ নগদ মার্জিন দিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা অধিকতর সুসংহত রাখার লক্ষ্যে আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণসংক্রান্ত নির্দেশনা দেওয়া হলো। বিলাসজাতীয় পণ্য এবং অভ্যন্তরীণভাবে উৎপাদিত আমদানি বিকল্প পণ্যগুলোর আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণ করতে হবে।
যেসব পণ্য আমদানিতে লাগবে শতভাগ নগদ মার্জিন : মোটরকার, ইলেকট্রনিক্স হোম বা অফিস অ্যাপ্লায়েন্স,
স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদি, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক, তামাকজাত বা এর বিকল্প পণ্য। নির্ধারিত ১৪ বিলাসী পণ্যের বাইরে সব ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারিত হবে।
স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাবপত্র ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অ-শস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত (ক্যান) খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিংকস ইত্যাদি, অ্যালকোহল জাতীয় পানীয় এবং তামাক, তামাকজাত বা এর বিকল্প পণ্য। নির্ধারিত ১৪ বিলাসী পণ্যের বাইরে সব ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারিত হবে।