যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্রে গবেষণা খাতে সংকট: বৈজ্ঞানিক অগ্রগতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৮:১১ 44 ভিউ
প্রায় দুই হাজার বিজ্ঞানী, প্রকৌশলী ও গবেষক এক খোলা চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিজ্ঞানবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। এই চিঠিতে ন্যাশনাল একাডেমিস অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং এবং মেডিসিনের নির্বাচিত সদস্যরা স্বাক্ষর করেছেন। চিঠিতে গবেষকরা উল্লেখ করেন যে, তারা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করছেন এবং এই মতামত ন্যাশনাল একাডেমিস বা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নয়। তারা সতর্ক করে বলেন, "আমরা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হলেও, গবেষণার স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। আমরা এই মুহূর্তে প্রকৃত বিপদের সম্মুখীন। জাতীয় বিজ্ঞান কাঠামো ধ্বংসের পথে এগিয়ে চলেছে।" গবেষকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন গবেষণা অর্থায়ন বন্ধ করা, বিজ্ঞানীদের বরখাস্ত করা এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সরিয়ে

ফেলার মতো পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ) বিভিন্ন গবেষণা অনুদান বাতিল করেছে, বিশেষত লেজবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এবং কুইয়ার বিষয়ক ও বৈচিত্র্য, সাম্যতা এবং অন্তর্ভুক্তিমূলক গবেষণাগুলোর ক্ষেত্রে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এসব গবেষণা প্রশাসনের "অগ্রাধিকারের মধ্যে পড়ে না" বলেই অনুদান বাতিল করা হয়েছে। এছাড়া, সরকারের ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস) হাজারো কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সেন্টার্স ফর ডিজিসেস কন্ট্রোল এন্ড প্রিভেনশন) এবং খাদ্য ও ওষুধ প্রশাসন (ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন) এর মতো গুরুত্বপূর্ণ

সংস্থাগুলো ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে যা অপরিবর্তনীয় ক্ষতির আশঙ্কা। গবেষকদের মতে, প্রশাসনের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক অগ্রগতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। চিঠিতে বলা হয়েছে, "যদি আমাদের গবেষণা ক্ষেত্র ভেঙে পড়ে, তাহলে আমরা আমাদের বৈজ্ঞানিক শ্রেষ্ঠত্ব হারাবো। অন্যান্য দেশ নতুন রোগের চিকিৎসা, পরিচ্ছন্ন জ্বালানি এবং ভবিষ্যতের প্রযুক্তির বিকাশে নেতৃত্ব দেবে। তাদের অর্থনীতি উন্নত হবে, এবং তারা ব্যবসা, প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পরিবেশ পর্যবেক্ষণে আমাদের ছাড়িয়ে যাবে।" এই ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, গবেষকদের আশঙ্কা, যদি এই নীতিগুলো অব্যাহত থাকে, তাহলে দেশের বৈজ্ঞানিক কাঠামো পুনরুদ্ধার করতে কয়েক দশক লেগে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ভোট বর্জন করে পুনর্নির্বাচনের দাবি ৪ প্যানেলের জাকসুতে কত শতাংশ ভোট পড়েছে, জানাল কমিশন ‘চাকসুতে অংশ নেবে কিনা ভেবে দেখছে ছাত্রদল’ জাকসু নির্বাচন বর্জনের কারণ জানাল ছাত্রদল এশিয়া কাপ : টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ স্বর্ণের দাম এখনো রেকর্ডের কাছাকাছি দাম কমলো জেট ফুয়েলের ‘পিটার হাসের কোম্পানি’ থেকে ১ লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার এনসিপি নেতার চাঁদাবাজি, মবসন্ত্রাস ও দখলবাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা, মানববন্ধনে নিন্দা ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত দেশ: বন্ধ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র নেপালে এখনো আটকা বাংলাদেশ ফুটবল দল ও সাংবাদিকরা ইউনূস সরকারের অধীনে জঙ্গিবাদের উত্থান, দেশে বেড়েছে সংখ্যালঘু নির্যাতন সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি ৩৩ বছর পর জাকসু নির্বাচন আজ ফরিদা পারভীন লাইফ সাপোর্টে সেন্টমার্টিন থেকে ৪০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ২৭ বল খেলেই আমিরাতকে হারাল ভারত কত টাকায় পাওয়া যাবে আইফোন ১৭ প্রো কাতারের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা, নিহত ৯