যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন রুবিও – ইউ এস বাংলা নিউজ




যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন রুবিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৯:০৬ 6 ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন মারকো রুবিও। তিনি মাইক ওয়াল্টজের স্থলাভিষিক্ত হলেন। রুবিও একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করবেন। প্রায় ৫০ বছর আগে হেনরি কিসিঞ্জারের পর আর কাউকে ওই দুই পদে একসঙ্গে দেখা যায়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াল্টজকে কার্যত পদত্যাগ করতে বাধ্য করার পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত নিযুক্ত করেন। বৃহস্পতিবার ওয়াল্টজের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলেক্স ওংও সরে দাঁড়ান। ট্রাম্প তার সামাজিক মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোস্যালে বলেন, ‘আমি ঘোষণা করছি যে, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে পরবর্তী মার্কিন দূত মনোনীত করছি। মাইক ওয়াল্টজ আমাদের জাতীয় স্বার্থকে সবার ওপরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি, তিনি তার নতুন ভূমিকাতেও তা করবেন।’ আর রুবিওর ব্যাপারে ট্রাম্প

বলেন, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের শীর্ষ কূটনীতিকের কাজও চালিয়ে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‌‘আমরা একত্রে আমেরিকা এবং বিশ্বকে আবার নিরাপদ রাখার জন্য বিরামহীন লড়াই চালিয়ে যাব।’ এই পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসনে প্রথম বড় ধরনের পরিবর্তন আনলেন। এর আগে খবর প্রকাশিত হয় যে ট্রাম্পের সঙ্গে ওয়াল্টজের সম্পর্ক অবনতি হওয়ায় তিনি তাকে সরে যেতে বাধ্য করেন। ধারণা করা হচ্ছে, ইয়েমেনে মার্কিন হামলার সঙ্গে সম্পর্কিত সিগন্যাল অ্যাপের একটি গোপনীয় চ্যাটে এক সাংবাদিককে যোগ করেছিলেন। এটি ছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভয়াবহ লঙ্ঘন। ওই সময় অবশ্য ট্রাম্প প্রকাশ্যে ওয়াল্টজকে সমর্থন করেছিলেন। অবশ্য, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাল্টানো ট্রাম্পের জন্য নতুন

কিছু নয়। তিনি তার প্রথম মেয়াদে চার বছরে চারজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছিলেন। এমনকি অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাইকেল ফ্লিন মাত্র চার সপ্তাহ দায়িত্বে ছিলেন। ওয়াল্টজ ছিলেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য। তিনি ২০১৯ সাল থেকে ফ্লোরিডার ষষ্ঠ ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছিলেন। তিনি ২০২৪ সালে তার আসনে পুনঃনির্বাচিত হন। ট্রাম্প প্রশাসনে যোগ দিতে জানুয়ারিতে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরও আগে তিনি বিশেষ বাহিনীর শাখা গ্রিন বেরেট হিসেবে মার্কিন সেনাবাহিনীতে কাজ করতেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অবশ্য জানিয়েছেন, মাইক ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ করে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলে মিডিয়ায় প্রকাশিত খবরের

নিন্দাও করেন তিনি। সূত্র : আলজাজিরা, সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নাটোরে একরাতে ১২ বৈদ্যুতিক মিটার-ট্রান্সফরমার চুরি, আটক ১ বাংলাদেশ আতঙ্কে ভারত, সীমান্তে বাড়াল নিরাপত্তা সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনাঘাঁটিতে পাক সেনাদের গুলি বর্ষণ দুই বাংলাদেশিকে নিয়ে গেল বিএসএফ, ভারতীয় দুজনকে ধরে আনলো গ্রামবাসী ধেয়ে আসছে ঘূর্ণিঝড়-কালবৈশাখী ঝড় ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতি… অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা ‘মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে’ অকটেন নাকি পেট্রোল : বাইকের জন্য কোনটি ভালো অভিনেত্রী ৩ বোনের প্রেম একই হিরোর সঙ্গে এবার হাইফা বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ‘জাতিসংঘ মহাসচিবকে এনে রোহিঙ্গা পাঠানোর কথা বলে জনগণের আইওয়াশ করা হলো’ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত ইংল্যান্ডে নারীদের ফুটবলে নিষিদ্ধ হচ্ছেন ট্রান্সজেন্ডার খেলোয়াড় পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ভারত-পাকিস্তানের ১০ বিলিয়ন ডলারের গোপন বাণিজ্য, কী প্রভাব পড়বে? বেছে বেছে জবাব দেওয়া হবে, অমিত শাহর হুঙ্কার