মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার – ইউ এস বাংলা নিউজ




মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি মার্কিন লেখিকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৪ 64 ভিউ
বিশ্বের শীর্ষ ধনী, টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে নিজের সন্তানের বাবা হিসেবে দাবি করেছেন এক মার্কিন লেখিকা। আর এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত তোলপাড় শুরু হয়েছে। অ্যাশলে সেন্ট ক্লায়ার নামের ওই লেখিকার দাবি, পাঁচ মাস আগে তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেন। এই সন্তানের সুরক্ষা বজায় রাখতেই বিষয়টি তিনি এতোদিন গোপন রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। শনিবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলের এক পোস্ট অ্যাশলে এমনটাই দাবি করেন। সম্প্রতি মার্কিন ট্যাবলয়েড মিডিয়া মাস্ক ও অ্যাশলের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনার পরিকল্পনা করলে তিনি বিষয়টি জনসম্মুখে আনার সিদ্ধান্ত নেন। অ্যাশলে তার পোস্টে লিখেছেন, পাঁচ মাস আগে আমি একটি নতুন শিশুকে

পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। ইলন মাস্ক তার বাবা। আমি আগে এটি গোপন রেখেছিলাম আমাদের সন্তানের গোপনীয়তা এবং সুরক্ষার জন্য। কিন্তু সম্প্রতি এটা স্পষ্ট হয়েছে যে, ট্যাবলয়েড মিডিয়া বিষয়টি প্রকাশ করার পরিকল্পনা করছে, যা যেকোনো ধরনের ক্ষতি করতে পারে। অ্যাশলে ওই পোস্টে তার সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে গুরুত্বারোপ করেছেন। তিনি লিখেছেন, আমি চাই আমাদের সন্তান একটি সাধারণ এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। সে কারণে আমি মিডিয়াকে অনুরোধ করছি, আমাদের সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং অতিরিক্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং থেকে বিরত থাকতে। পেশায় লেখিকা অ্যাশলে ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ নামে শিশুদের জন্য একটি বই লিখেছেন। এছাড়া তিনি তার রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য সামাজিক মাধ্যম ও

অনলাইন জগতে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি তার শক্ত রাজনৈতিক অবস্থান এবং খোলামেলা বক্তব্যের জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন। তবে অ্যাশলের সর্বশেষ ঘোষণার পর তার অতীত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর আলোচনা-সমালোচনা হচ্ছে। মার্কিন এই লেখিকার বিরুদ্ধে আগে যৌনতাপূর্ণ কন্টেন্ট পোস্ট করার অভিযোগ করেছেন কেউ কেউ। এছাড়া কেউ কেউ দাবি করছেন, সামাজিক যোগাযোগামধ্যমে নিজের ফলোয়ারের সংখ্যা বাড়াতে অ্যাশলে নিজের সঙ্গে মাস্কের নাম জড়িয়ে থাকতে পারেন। এদিকে অ্যাশলের এই ঘোষণায় এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। এর আগে বহু নারীর সঙ্গে তার সম্পর্কের কথা প্রচলিত এবং তাদের সঙ্গে মাস্কের ১২টি সন্তানও রয়েছে। তারা হলেন-

নেভাদা, ভিভিয়ান, গ্রিফিন, কাই, স্যাকসন, ডেমিয়ান, এক্স এই এ-১২ (X Æ A-12), স্ট্রাইডার, এক্সা, অ্যাজুর, টেকনো। তবে তার সর্বশেষ অর্থাৎ ১২তম সন্তানের নাম এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া মাস্কের সম্পর্কগুলোও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার জন্ম হয় তার সাবেক স্ত্রী জাস্টিন উইলসন এবং গায়িকা গ্রাইমসের সঙ্গে সম্পর্ক নিয়ে। তাছাড়া ২০২১ সালে গোপনে নিউরালিঙ্কের নির্বাহী শিভন জিলিস যমজ সন্তানের জন্ম দেন। পরে জানা যায় এই সন্তানের জনকও ইলন মাস্ক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার