মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




মালয়েশিয়ায় ১০৭ বাংলাদেশিসহ ১৬২ অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ৯:৫৮ 158 ভিউ
মালয়েশিয়া থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়নে ইমিগ্রেশনের ব্যাপক অভিযান চলছে। রাজধানী শহর থেকে শুরু করে রাজ্যে রাজ্যে চলছে বিভিন্ন নামে ইমিগ্রেশনের অভিযান। বুধবার মালয়েশিয়াজুড়ে টার্গেটেড স্ট্রাইক নামে অপারেশনে ১০৭ বাংলাদেশিসহ ১৬২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেন, বুধবার কুয়ালালামপুর জালান কুচিংয়ের একটি কনডোমিনিয়ামের নির্মাণ স্থানে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে ২০০ জন বিদেশি কর্মীকে তল্লাশি ও তাদের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে ৬০ জন বিদেশিকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান,

মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন। ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এ অভিযানে কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ করেছিলেন। ২৫ থেকে ৫০ বছরের গ্রেফতারকৃত অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে বুধবার সেলাঙ্গ রাজ্যের সাইবারজায়ায় একটি নির্মাণ স্থানে অভিযান চালিয়ে ১০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। জেআইএমের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, বৈধ কাগজপত্র না থাকা এবং দেশে অতিরিক্ত সময় অবস্থান করায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিবাসীরা মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার নাগরিক। এছাড়াও গ্রেফতারদের মধ্যে কয়েকজন ইউএনসিএইচআর কার্ডধারী। গ্রেফতারদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে

কেএলআইএ ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর। একই দিনে পেরাক রাজ্যের ইপোহ এলাকার বার্চামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে ইমিগ্রেশন। এর পরিচালক জেমস লি বলেন, জনসাধারণের অভিযোগ পাওয়ার পর এবং গোয়েন্দা ও অপারেশন ইউনিটের তদারকি ও গোয়েন্দা তথ্যের ফলে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ অভিযানে ১৪১ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২ জন বিদেশি ছিলেন যারা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৯২ জন বিদেশির মধ্যে ৬৬ জন বাংলাদেশি, বাকিরা নেপালি (৯), মিয়ানমার (৪), ইন্দোনেশিয়ান

(১২) এবং (১) পাকিস্তানি নাগরিক। তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের তিন ভাইয়ের ‘নিয়ন্ত্রণে’মোহাম্মদপুর-আদাবর এক হয়েছে পাঁচ গ্যাং ‘মব জাস্টিস’ প্রতিহত করতে কড়া বার্তা ৫১ বছর বয়সে রাকসুতে লড়ছেন মোর্শেদ আট বছর পর এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ ১৯৮৮ সালের পর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, নিহত ৩০ ইলিয়ানার কাছে মাতৃত্বই এখন প্রাধান্য স্বর্ণের সর্বোচ্চ দামে ভাঙল সব রেকর্ড ‘রাজনীতি শুধু পুরুষের কাজ, এই ধারণা ভাঙতে চাই’ ডাকসু নির্বাচনে ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত রাশিয়া-চীনের বলয়ে ভারত, কী হতে যাচ্ছে বিশ্বে? ভারতকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র সরবরাহের পথে রাশিয়া