ভিসা বিতর্কের মধ্যেই হার্ভার্ডের চীনা স্নাতকের বক্তব্য: প্রশংসা-সমালোচনার ঢেউ – ইউ এস বাংলা নিউজ




ভিসা বিতর্কের মধ্যেই হার্ভার্ডের চীনা স্নাতকের বক্তব্য: প্রশংসা-সমালোচনার ঢেউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ৪:৪১ 48 ভিউ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক চীনা স্নাতকধারীর সাম্প্রতিক বক্তৃতা আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার বক্তব্যে বিশ্বজুড়ে বিভক্ততা কাটিয়ে ঐক্যের আহ্বান জানানো হয়েছে, যা বিশেষ গুরুত্ব পাচ্ছে এমন সময়ে, যখন মার্কিন সরকার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের কঠোর নীতিমালা গ্রহণের ঘোষণা দিয়েছে। এই বক্তৃতা নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে—কেউ প্রশংসা করছেন, কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন তার পটভূমি ও উদ্দেশ্য নিয়ে। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। জিয়াং ইউরং বৃহস্পতিবার বলেন, আমরা একে অপরকে ভুল প্রমাণ করে উন্নতি লাভ করি না, আমরা উন্নতি করি একে অপরকে ছেড়ে না দিয়ে। একই দিনে একজন মার্কিন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের উপর

নিষেধাজ্ঞা স্থগিত করেন। জিয়াংয়ের এই বক্তব্য চীনের ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পায়, অনেকেই বলেছেন এটি তাদের আবেগকে স্পর্শ করেছে। তবে কেউ কেউ বলছেন তাঁর উচ্চবিত্ত পটভূমি চীনা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। যুক্তরাষ্ট্রে কিছু লোক তার সম্ভাব্য চীনা কমিউনিস্ট পার্টির (সিপিপি) সাথে সংযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করার চেষ্টা চলাকালীন মার্কিন কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে সিপিপির সঙ্গে সমন্বয়কারী হিসেবে অভিযুক্ত করেছিল। জিয়াং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক পড়াশোনা করেছেন এবং তিনি হার্ভার্ডে প্রথম চীনা নারী বক্তা ছিলেন। তার ভাষণে তিনি হার্ভার্ডের আন্তর্জাতিক শ্রেণিকক্ষের গুরুত্ব তুলে ধরেছেন, যেখানে শিক্ষার্থীরা একে অপরের সংস্কৃতির সঙ্গে ‘নৃত্য’ করতে শিখে এবং একে অপরের দুনিয়ার বোঝা বহন করে। তিনি বলেছেন, ‘যদি আমরা

এখনো একটি ভাগ করা ভবিষ্যতে বিশ্বাস করি, তবে ভুলে যাবো না: যাদের আমরা শত্রু বলি – তারা ও মানুষ। তাদের মানবতা দেখেই আমরা আমাদের মানবতা খুঁজে পাই।’ জিয়াং তার শেষ দুই বছর ওয়েলসের কার্ডিফ সিক্সথ ফর্ম কলেজে পড়েছেন এবং এরপর যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট হার্ভার্ডকে সমালোচনা করেছে, বলেছে, জিয়াং ‘সিপিপি দ্বারা অর্থায়িত এবং পর্যবেক্ষিত একটি বেসরকারি সংস্থার প্রতিনিধি’ এবং তার পিতা ওই সংস্থায় কর্মরত, যা পার্টির জন্য উপদেষ্টা হিসেবে কাজ করে। তবে চীনের সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেছেন যে জিয়াংয়ের পিতার সংস্থা আমেরিকার বড় কোম্পানি এবং ফাউন্ডেশন দ্বারা সমর্থিত। বিবিসি এই দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করেনি। চীনের

সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম উইবোতে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই কারণেই তিনি যুক্তরাজ্যে উচ্চমাধ্যমিকের জন্য স্কলারশিপ পেয়েছিলেন এবং পরবর্তীতে হার্ভার্ডে গিয়েছিলেন।’ অনেকে জিয়াংকে যুক্তরাষ্ট্রে থাকার পরামর্শ দিয়েছেন, যেমন এক মন্তব্যে লেখা, ‘এমন প্রতিভা যুক্তরাষ্ট্রের কাছে থাকা উচিত,’ আরেকজন লিখেছেন, ‘আশা করি সে বিদেশে উজ্জ্বল হয়ে আমাদের থেকে দূরে থাকবে’। তবে তার ‘ভাগ করা মানবতা’ ধারণা অনেকের মন ছুঁয়ে গেছে। চীনের আরেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেড নোটে এক ব্যবহারকারী লিখেছেন, তিনি আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে চীনা শিক্ষার্থীদের মনের কথা বলায় আমি আবেগাহত। আরেকজন সমালোচকদের জবাবে লিখেছেন, তোমরা হয়তো তাদের বদলাতে পারোনি, কিন্তু তারা তোমাদের শুনেছে... যত বেশি মানুষ তোমাদের মতো কথা বলবে, ততই তারা অন্যদের প্রভাবিত করবে। হার্ভার্ড

বিশ্ববিদ্যালয়ে প্রায় ৬,৮০০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করে, যা গত একাডেমিক বছরে মোট ভর্তি ছাত্রের ২৭% এর বেশি। তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ শিক্ষার্থী চীন থেকে, আর ৭০০ এর বেশি শিক্ষার্থী ভারত থেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড় বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশ ব্যাক অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির নতুন সিনেমায় রুনা খান ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার