ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা – ইউ এস বাংলা নিউজ




ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ৭:০৯ 12 ভিউ
ইরানের ওপর "সর্বোচ্চ অর্থনৈতিক চাপ" প্রয়োগের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ভারতের ৯টি প্রতিষ্ঠান এবং ৮ জন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি তেল, পেট্রোলিয়ামজাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্র এই সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো ঘোষণা করে। এর মধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় ৪০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যদিকে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেইন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে।

এই তালিকায় চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা ৮টি ভারতীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান হলো: মুম্বাইভিত্তিক সিজে শাহ অ্যান্ড কো, কেমোভিক, মোডি কেম, পারিকেম রিসোর্সেস, ইনডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম, শিভ টেক্সকেম। দিল্লিভিত্তিক বিকে সেলস করপোরেশন। পররাষ্ট্র দপ্তর দাবি করেছে, গত কয়েক বছরে এই ভারতীয় কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাধীন ইরানি উৎস থেকে শত শত মিলিয়ন ডলার মূল্যের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে। পররাষ্ট্র দপ্তরের তালিকায় পাঁচজন ভারতীয় নাগরিকের নাম রয়েছে। তারা হলেন, কেমোভিকের পরিচালক পিয়ূষ মাগনলাল জাভিয়া। ইনডিসল মার্কেটিংয়ের পরিচালক নীতি উনমেশ ভাট। হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুনাল কাসাত ও পুনম কাসাত। এছাড়াও, ওএফএসির কালো

তালিকায় আরও তিন ভারতীয়—বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে, যাদের বিরুদ্ধে ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সাথে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ওএফএসি জানিয়েছে, সোনিয়া শ্রেষ্ঠার মালিকানাধীন মুম্বাইভিত্তিক শিপিং প্রতিষ্ঠান ‘ভেগা স্টার শিপ ম্যানেজমেন্ট’-এর মালিকানাধীন ‘নেপটা’ নামের কমোরোস পতাকাবাহী জাহাজটি ইরানি উৎসের এলপিজি পাকিস্তানে পরিবহন করেছে। ওএফএসির পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান সরকারের জ্বালানি রপ্তানি কাঠামো ভেঙে দিয়ে তাদের নগদ অর্থের প্রবাহ দুর্বল করা হচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে হুমকি দেওয়া "সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে" অর্থায়ন করতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের