ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:২৩ অপরাহ্ণ

ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:২৩ 46 ভিউ
পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)–এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেছেন, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে সেনাবাহিনী, চরমপন্থি রাজনৈতিক মতাদর্শে চালিত হচ্ছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। সম্প্রতি এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান-ভারতের চলমান বিরোধের মূল কারণ কাশ্মীর সমস্যা, ভারতের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ এবং হিন্দুত্ববাদী উগ্র চিন্তাধারার উত্থান। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের অহংকার ও অযৌক্তিক কৌশল মেনে নেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোকে অবশ্যই হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করতে হবে।’ ‘পাকিস্তানে বিদ্রোহ নয়, সন্ত্রাস’ পাকিস্তান আইএসপিআর প্রধানের দাবি, পাকিস্তানে বিদ্রোহ নয়, বরং নিখুঁত সন্ত্রাস চালানো হচ্ছে। তিনি বলেন, ‘বেলুচিস্তান হোক বা

খাইবার পাখতুনখাওয়া—সব জায়গায় ঘটনার পেছনে ভারতের মদদ স্পষ্ট। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত পাকিস্তান অন্তত ছয়টি ডসিয়ার আন্তর্জাতিক মহলে পেশ করেছে, যাতে ভারতের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।’ চলতি বছর পাকিস্তানজুড়ে প্রায় ৪৭ হাজার ৯০০ গোয়েন্দা অভিযানে এক হাজারের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে এবং ৭৬২ জন প্রাণ হারিয়েছেন—যার মধ্যে প্রায় ৩০০ সাধারণ নাগরিক। তিনি বলেন, ‘যদি এগুলো দেশীয় সমর্থনেই সীমিত থাকত, এতদিনে শেষ হয়ে যেত। ভারতের বাহ্যিক সমর্থন ছাড়া এসব সম্ভব নয়।’ আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের দাবি, ভারত আফগানিস্তানকে ঘাঁটি বানিয়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে এবং বিএলএ ও টিটিপি–কে ব্যবহার করছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়নি। ‘আমরা

বিশ্বাস করি, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই—মুসলিম, হিন্দু বা খ্রিস্টান—সব সন্ত্রাসী একই।’ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পাকিস্তান সেনার মুখপাত্র জানান, ওয়াশিংটন অতীতে পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা রেখেছে। ইসলামাবাদ যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। ‘আমরা সম্পর্ককে কখনো ‘অথবা-অথবা’ হিসেবে দেখি না,’ মন্তব্য করেন তিনি। এছাড়া আফগানিস্তান থেকে পশ্চিমা সেনাদের ফেলে যাওয়া ৭.২ বিলিয়ন ডলারেরও বেশি অস্ত্রশস্ত্র এখন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছেছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের ভেতরের সমস্যা বাইরে চাপানো ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের ওপর দমন-পীড়নের কথাও উল্লেখ করেন আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, ‘কাশ্মীরে ১০ লাখেরও বেশি ভারতীয় সেনা রয়েছে। ঘরে ঘরে তল্লাশি চলে। অথচ দোষ চাপানো হয় পাকিস্তানের ওপর।

এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যাকে বাইরের দিকে ঠেলে দেওয়ার কৌশল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির ‘জ্যোতিই এখন সর্বেসর্বা’ ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যবসা দখলে সক্রিয় সিন্ডিকেট রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’