বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ – ইউ এস বাংলা নিউজ




বুটের শব্দে নির্ঘুম রাত পার গোপালগঞ্জবাসীর: এ যেন একাত্তরের এক যুদ্ধবিধস্থ জনপদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুলাই, ২০২৫ | ৯:১২ 122 ভিউ
গোপালগঞ্জ শহর ছিল মৃত্যু মিছিলের শহর । লক্ষ লক্ষ মানুষের মিছিল আর প্রতিবাদের নগরী । পুলিশ ও সেনাবাহিনীর নিষ্ঠুর বুলেটে শিশু , কিশোর ও তরুণের রক্তে রঞ্জিত জনপদ । সেনাবাহিনী ও পুলিশের নির্মম বুলেটে নিহত হলো অগনিত মানুষ । জানা যায় অর্ধশত মানুষের লাশ তারা গুম করেছে । এত মৃত্যুর জবাব কে দেবে আজ ? এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এটিও কি আশা করা যায় ? আজ বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন ও অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করলো , রক্তের হোলি খেলা খেললো – তা কি মেনে নেয়া যায় ? সেনাবাহিনীর নির্মম নিষ্ঠুর ও পাশবিক নির্যাতন ‘ ৭১ এর বর্রবর পাকিস্তানি হানাদার

বাহিনীর কথাই স্মরণ করিয়ে দেয় । পাকিস্তানী গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ‍্য পৃষ্ঠপোষকতায় জামাত শিবির , জংগী গোষ্ঠীর প্রকাশ্য সংগঠন তথাকথিত এনসিপি গোপালগঞ্জে আজ জংগী সভা করার ঘোষনা দেয় । শুরু হয় গত ৭ দিন ধরে নিরীহ গোপালগঞ্জবাসীর ওপর অবর্ননীয় নির্যাতন। শহরের প্রতিটি ঘরে ঘরে গভীর রাতে তল্লাশির নামে চলে লুটপাট, নির্যাতন। পাশাপাশি নির্যাতনের শিকার হয় অসংখ্য নারী । পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর চরম নির্যাতন শুরু হয় প্রতিটি ঘরে ঘরে । নারী , শিশু , আবালবৃদ্ধ বনিতা অকথ‍্য অত্যাচার ও নির্যাতনের শিকার হয় । কেঁদে ওঠে গোপালগঞ্জবাসী । কি অপরাধ ছিল সাধারন নাগরিকদের? বলুন কি অপরাধ করেছে তারা ? আজ যা ঘটেছে

তা হলো নিরীহ মানুষের ক্ষোভের বিস্ফোরণ। প্রতিবাদ । বিক্ষোভ। অপমান আর বিদ্রোহের বিস্ফোরণ। গত ৭ দিন গোপালগঞ্জের সাধারন মানুষ বাড়ি ছাড়া। সারারাত বুটের শব্দে নির্ঘুম করেছে শহরবাসীর । কিন্তু কেনো ? কাদের বিরুদ্ধে সেনাবাহিনী ট‍্যাংক নামিয়েছে? কাদের বিরুদ্ধে মেশিনগানের উদ‍্যত নল ? বারুদের ঝাজালো গন্ধ? ডিবির একজন জংগী সদস‍্য একে ফর্রটি সেভেন দিয়ে নির্বিচারে সাধারন মানুষের ওপর গুলি ছুঁড়ছে , রক্তা গড়িয়ে পড়ছে পিজঢালা পথে । এসব নরপিশাচ ঘাতকদের ছবিও আছে ক‍্যামেরাবন্দি । জেনে রেখ রক্ত ঘাতকেরা , বাংলার জমিনের সংগে বিশ্বাসঘাতকরা – জবাব তোমাদের দিতেই হবে , দিতেই হবে ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে স্মার্টফোনের ব্যাটারি ফুলে যেতে পারে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন এক সচিবকে দুদকের মামলা থেকে বাঁচাতে দেড়শ কোটি টাকার চুক্তি শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের? ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উগ্রপন্থি মতাদর্শে প্রভাবিত: পাকিস্তান সেনাবাহিনী কিছু টিভি নেটওয়ার্কের লাইসেন্স বাতিল করা উচিত: ট্রাম্প সামরিক ড্রোন তৈরিতে এআই প্রযুক্তিতে নজর কিম জং উনের জাতিগত নিধনের সব অস্ত্রই ব্যবহার করছে ইসরাইল: ইয়েমেনি নেতা যুক্তরাষ্ট্র ‘পুতুল সরকার’ বসানোর চেষ্টা করছে, অভিযোগ মাদুরোর বাবা হারালেন ‘ইত্যাদি’র জনপ্রিয় অভিনেতা নিপু আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কবে কখন? এক নজরে দেখে নিন সূচি ওষুধের দোকানে মদ বিক্রি, বাবা-ছেলেসহ আটক ৩ তিন মাসে বিদেশি ঋণ বাড়ল সাত বিলিয়ন ডলার মুমিনের জীবনে ভুল থেকে শিক্ষা অনাবাসিক শিক্ষার্থীরাই নির্ধারণ করবে চাকসুর ফল জাহেলি যুগে আরবের দীর্ঘতম যুদ্ধ সারে গ্যাসের দাম বাড়াবে পেট্রোবাংলা ৭০০ বছরের ইতিহাসের সাক্ষী পোদ্দার বাড়ি