বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪
     ১২:০৭ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৪ | ১২:০৭ 115 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে শাখা ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মারুফুল ইসলাম শাকিল ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের ‘বাংলার মুখ’ (বিএম) গ্রুপের নেতা। রোববার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান। মামলার এজহারে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিবাদীর সঙ্গে আমার পরিচয় হয়। পরিচয়ের সুবাদে কথাবার্তা এবং চলাফেরার একপর্যায়ে যখন আমি জানতে পারি সে ছাত্রলীগের রাজনীতির করে এবং একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তখন আমি

সম্পর্ক ছিন্ন করতে চাইলে সে তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আমাকে প্রেমের সম্পর্কে যেতে বাধ্য করে। এজহারে আরও উল্লেখ করা হয়, আমার সরলতার সুযোগ নিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে সে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার হুমকি দেয়। এর আগে ভুক্তভোগী ওই ছাত্রী প্রক্টর বরাবর লিখিত অভিযোগে উল্লেখ করেন, মারুফুল ইসলাম শাকিলের সঙ্গে আমার পাঁচ বছরের একটি সম্পর্ক ছিল। সে রাজনীতির ভয় দেখিয়ে আমাকে সম্পর্কে জড়াতে বাধ্য করে। আমি যতবার এ থেকে বের হয়ে আসতে চেয়েছি ততবার সে আমার গায়ে হাত তোলে এবং মানসিক নির্যাতন করে। এ ছাড়াও বিয়ের প্রলোভন দেখিয়ে সে আমাকে জোর

করে হাত-পা বেঁধে শারীরিক সম্পর্ক করে। আমাকে প্রতিনিয়ত যৌন হেনস্তা করে এবং আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে। আমি ছাড়াও আরও অনেক মেয়েদের সঙ্গে সে পাঁচ-ছয় বছরের সম্পর্কে জড়িত এবং তাদের থেকেও একইভাবে ছবি, ভিডিও নিয়ে শারীরিক সম্পর্ক করে। বর্তমানে সে আমাকে পারিবাবিক এবং সামাজিকভাবে হেনস্তা করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ছাত্রী গণমাধ্যমকে জানান, মারুফুলের সঙ্গে প্রথমে ফেসবুকের মাধ্যমে সম্পর্কে জড়াই। আমার কিছু ছবি সে গোপনে ধারণ করে এবং এগুলো পরিবারের কাছে পাঠিয়ে দেবে বলে আমাকে ব্ল্যাকমেইল করে। সে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেনস্তা করে। আমাকে বিয়ের কথা বলে জোর করে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে ও ধর্ষণ

করে। পাশাপাশি গায়ে হাত তোলে নির্যাতন ও টাকার জন্য হেনস্তা করেছে। অভিযুক্ত মারুফুল ইসলাম শাকিল এ ব্যাপারে বলেন, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। সে বেশকিছু সমস্যার মধ্যে ছিল আমি তাকে সাহায্য করেছি। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলোর কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানো হচ্ছে। চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের কাছে এক শিক্ষার্থী অভিযোগ জানিয়েছিল যে তার সঙ্গে আরেকজন শিক্ষার্থী বছরের পর বছর ধরে অনৈতিক সম্পর্ক করে আসছে। সে অভিযোগের যাবতীয় প্রমাণ আমাদের কাছে দিয়েছে। বিষয়টি হাটহাজারী থানার ওসিকেও জানিয়েছিলেন। রোববার ওই অভিযুক্ত শিক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ছেলেটিকে

আটক দেখিয়ে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে। হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান বলেন, চবি ছাত্রীর মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী সোমবার (৪ নভেম্বর) আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাড়ি নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা দাবি যুবদল কর্মীদের, প্রতিবাদ করায় প্রবাসীকে পিটুনি মেট্রোরেলের রক্ষণাবেক্ষণে নেই বরাদ্দ, দুর্ঘটনার দায় ঠিকাদারদের ঘাড়ে চাপালেন এমডি নিরাপত্তাহীনতার কারণে একে একে বাতিল হচ্ছে ক্রয়াদেশ, আরও অসংখ্য কারখানা বন্ধের শঙ্কা ট্রাম্পের নির্দেশ: নাইজেরিয়ায় ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতির আহ্বান রাজনৈতিক কৌশলে পরাজিত বিএনপি কি জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটবে! প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে পদোন্নতির নামে স্বাস্থ্য উপদেষ্টার কোরামপ্রীতি: বঞ্চিত ৮৭৯ চিকিৎসক দেশে হিন্দু ৩ কোটি হলেও বিএনপির মনোনয়ন পেলেন মাত্র ২ জন, বাদ পড়লেন অনেক হিন্দু নেতা বিএনপির নয়নকে ‘বুড়িগঙ্গার পানি’ দিয়ে ধোয়ার মন্তব্যে ঝড়, এনসিপির পাটোয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা জামায়াত কি আদৌ মওদুদীর ‘বিকৃত আকিদা’ ঝেড়ে ফেলতে পেরেছে? নাকি আগের পথেই আছে? মহিলা পরিষদ: অক্টোবরে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতন-সহিংসতার শিকার জেলহত্যা দিবস: শেখ হাসিনার বাণীতে কলঙ্কমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা তুলসি গ্যাবার্ডের ঘোষনা ‘ওয়াশিংটনের পুরানো রেজিম চেঞ্জের যুগ শেষ’ অপসো স্যালাইনের প্রায় ৬শ শ্রমিক ছাঁটাই: পোশাক খাতের পর খড়গ এবার ওষুধ শিল্পের ওপর বাংলাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি ১ কোটি টাকায় বিক্রি হতে পারে সরকারি চাকরি: নতুন প্রশ্ন ফাঁস সিন্ডিকেটের উত্থানে তীব্র উদ্বেগ, প্রতিবাদে নামার আহ্বান হাসান জাহিদের প্রশ্নফাঁস ইস্যুতে সরকারকে কড়া সমালোচনা, যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্যতার দাবি মালয়েশিয়ায় কর্মী রফতানিতে চরম ধস: শেখ হাসিনার আমলে ৩.৫ লাখের বিপরীতে ইউনুসের সময়ে গেলেন মাত্র ২,৬৭০ জন পর্দার আড়ালে দরকষাকষি: শর্ত নতুন সংবিধান প্রণয়ন জাতীয় চার নেতার অবদান ও জেলহত্যা দিবস নিয়ে স্মৃতিচারণ বিটিএমএ সভাপতি: প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল উন্মাদের মতো কথা বলেন