বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার খাম চুরি, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার খাম চুরি, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুন, ২০২৫ | ৯:৪৩ 57 ভিউ
সিঙ্গাপুরে বিয়ের অনুষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থসহ খাম চুরির দায়ে এক ব্যক্তিকে মঙ্গলবার সাজা দেওয়া হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৫০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার মূল্যমানের একটি লাল খাম চুরি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ৭১ হাজার টাকা। এ ঘটনার আকস্মিকতায় ফিকে হয়ে যায় নবদম্পতির আনন্দ। অভিযুক্ত লি ই উইকে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। পাশাপাশি ওই দম্পতিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দেন আদালত। ক্ষতিপূরণ না দিলে তাকে আরো ১০০ দিন কারাদণ্ড ভোগ করতে হবে। শুনানিতে বলা হয়, যেই হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল, ৩৬ বছর বয়সী লি মূলত

সেখানে খাবার পরিবেশনের কাজ করতেন। বিবিসির তথ্য অনুসারে, এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উপহারের পরিবর্তে লাল খামে অর্থ দিয়ে নবদম্পতিকে শুভ কামনা জানান। এই লাল খামগুলো মূলত অনুষ্ঠানের প্রবেশস্থলে টেবিলে রাখা একটি বড় বাক্সের মধ্যে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। গত এপ্রিলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যখন সবাই ব্যস্ত ছিল তখন অভিযুক্ত লি এ রকমই দুটি বাক্স সরিয়ে ফেলেন। অবশ্য লি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন না। বাক্স দুটি নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারার পর অনুষ্ঠানের আয়োজকরা পুলিশের কাছে অভিযোগ জানান। শুনানিতে জানানো হয়, লি খুব দ্রুতই কয়েক শ ডলার নিজের কাপড় কেনার জন্য ব্যয় করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ১২ হাজার ২০০

সিঙ্গাপুরিয়ান ডলার জুয়া খেলে খরচ করেন। এরপর তিনি চুরি করা অর্থের বেশির ভাগ দিয়ে অনলাইনে জুয়ার ক্রেডিট কেনেন এবং তিন দিনের মধ্যেই ১৯৫টি বাজি ধরেন। এর কয়েক দিন পর তাকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে তিন হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জব্দ করে। প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে নবদম্পতিদের শুভ কামনা জানিয়ে লাল খাম দেওয়ার প্রচলন বেড়েছে। তবে বর্তমানে এটি একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা নবদম্পতিদের বিয়ের খরচ ফিরে পাওয়ার সহযোগিতা হিসেবে ধরা হয়। এ ছাড়া অনলাইনে খুব সহজেই বিয়ের অনুষ্ঠান কোথায় ও কখন হবে সেই অনুযায়ী কত পরিমাণ অর্থ দেওয়া উচিত, তা জানা যায়। এসব তথ্য আবার প্রতিবছর পরিবর্তিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমর্থন ফিরে পাচ্ছে হাসিনার দল, গোয়েন্দা রিপোর্ট নিয়ে ঢাকায় নিরাপত্তা বৈঠকে আলোচনা, উদ্বেগ ছাত্র-শিক্ষক রাজনীতিতে ধ্বংস হচ্ছে শিক্ষাব্যবস্থা: বদিউল আলম সার্কিট ব্রেকারের শীর্ষে চার কোম্পানির শেয়ার নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৬ মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন গাজায় ইসরায়েলের জাতিগত নিধন অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ইসরাইলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা: পুলিশ ভারি বৃষ্টিপাতে প্লাবিত হতে পারে ৯ জেলার নিম্নাঞ্চল টাইফয়েডের টিকা পাবে ৪ কোটি ৯০ লাখ শিশু, দিবে যেদিন থেকে মেগাসিরিয়াল ‘খুশবু’র আইটেম গানে মাহি মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার