ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা হয়নি: জয়সওয়াল
৪০০ বছর পর চিঠি বিলি বন্ধ করছে ড্যানিশ পোস্ট অফিস
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, নিহত ১০
নজিরবিহীন অস্ত্র বিক্রি করেছে ইসরায়েল, শীর্ষ ক্রেতা কারা
দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ
ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য
বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ
বিয়ের অনুষ্ঠান থেকে প্রায় অর্ধকোটি টাকার খাম চুরি, অতঃপর…
সিঙ্গাপুরে বিয়ের অনুষ্ঠান থেকে বিপুল পরিমাণ অর্থসহ খাম চুরির দায়ে এক ব্যক্তিকে মঙ্গলবার সাজা দেওয়া হয়েছে। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত এপ্রিলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ৫০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার মূল্যমানের একটি লাল খাম চুরি হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৭ লাখ ৭১ হাজার টাকা। এ ঘটনার আকস্মিকতায় ফিকে হয়ে যায় নবদম্পতির আনন্দ।
অভিযুক্ত লি ই উইকে মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দেন দেশটির আদালত। পাশাপাশি ওই দম্পতিকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশও দেন আদালত। ক্ষতিপূরণ না দিলে তাকে আরো ১০০ দিন কারাদণ্ড ভোগ করতে হবে।
শুনানিতে বলা হয়, যেই হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল, ৩৬ বছর বয়সী লি মূলত
সেখানে খাবার পরিবেশনের কাজ করতেন। বিবিসির তথ্য অনুসারে, এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উপহারের পরিবর্তে লাল খামে অর্থ দিয়ে নবদম্পতিকে শুভ কামনা জানান। এই লাল খামগুলো মূলত অনুষ্ঠানের প্রবেশস্থলে টেবিলে রাখা একটি বড় বাক্সের মধ্যে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। গত এপ্রিলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যখন সবাই ব্যস্ত ছিল তখন অভিযুক্ত লি এ রকমই দুটি বাক্স সরিয়ে ফেলেন। অবশ্য লি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন না। বাক্স দুটি নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারার পর অনুষ্ঠানের আয়োজকরা পুলিশের কাছে অভিযোগ জানান। শুনানিতে জানানো হয়, লি খুব দ্রুতই কয়েক শ ডলার নিজের কাপড় কেনার জন্য ব্যয় করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ১২ হাজার ২০০
সিঙ্গাপুরিয়ান ডলার জুয়া খেলে খরচ করেন। এরপর তিনি চুরি করা অর্থের বেশির ভাগ দিয়ে অনলাইনে জুয়ার ক্রেডিট কেনেন এবং তিন দিনের মধ্যেই ১৯৫টি বাজি ধরেন। এর কয়েক দিন পর তাকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে তিন হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জব্দ করে। প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে নবদম্পতিদের শুভ কামনা জানিয়ে লাল খাম দেওয়ার প্রচলন বেড়েছে। তবে বর্তমানে এটি একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা নবদম্পতিদের বিয়ের খরচ ফিরে পাওয়ার সহযোগিতা হিসেবে ধরা হয়। এ ছাড়া অনলাইনে খুব সহজেই বিয়ের অনুষ্ঠান কোথায় ও কখন হবে সেই অনুযায়ী কত পরিমাণ অর্থ দেওয়া উচিত, তা জানা যায়। এসব তথ্য আবার প্রতিবছর পরিবর্তিত হয়।
সেখানে খাবার পরিবেশনের কাজ করতেন। বিবিসির তথ্য অনুসারে, এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে বিয়েতে আমন্ত্রিত অতিথিরা উপহারের পরিবর্তে লাল খামে অর্থ দিয়ে নবদম্পতিকে শুভ কামনা জানান। এই লাল খামগুলো মূলত অনুষ্ঠানের প্রবেশস্থলে টেবিলে রাখা একটি বড় বাক্সের মধ্যে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। গত এপ্রিলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে যখন সবাই ব্যস্ত ছিল তখন অভিযুক্ত লি এ রকমই দুটি বাক্স সরিয়ে ফেলেন। অবশ্য লি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন না। বাক্স দুটি নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পারার পর অনুষ্ঠানের আয়োজকরা পুলিশের কাছে অভিযোগ জানান। শুনানিতে জানানো হয়, লি খুব দ্রুতই কয়েক শ ডলার নিজের কাপড় কেনার জন্য ব্যয় করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে ১২ হাজার ২০০
সিঙ্গাপুরিয়ান ডলার জুয়া খেলে খরচ করেন। এরপর তিনি চুরি করা অর্থের বেশির ভাগ দিয়ে অনলাইনে জুয়ার ক্রেডিট কেনেন এবং তিন দিনের মধ্যেই ১৯৫টি বাজি ধরেন। এর কয়েক দিন পর তাকে গ্রেপ্তারের সময় পুলিশ তার কাছ থেকে তিন হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জব্দ করে। প্রতিবেদন থেকে জানা যায়, সিঙ্গাপুরে নবদম্পতিদের শুভ কামনা জানিয়ে লাল খাম দেওয়ার প্রচলন বেড়েছে। তবে বর্তমানে এটি একপ্রকার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যা নবদম্পতিদের বিয়ের খরচ ফিরে পাওয়ার সহযোগিতা হিসেবে ধরা হয়। এ ছাড়া অনলাইনে খুব সহজেই বিয়ের অনুষ্ঠান কোথায় ও কখন হবে সেই অনুযায়ী কত পরিমাণ অর্থ দেওয়া উচিত, তা জানা যায়। এসব তথ্য আবার প্রতিবছর পরিবর্তিত হয়।



