বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর ৩০টি বাড়িঘর – ইউ এস বাংলা নিউজ




বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, ভাঙচুর ৩০টি বাড়িঘর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩৪ 23 ভিউ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জনপদে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। দীঘল গ্রামের পর এবার শুরু হয়েছে সাতগাছী গ্রামে। সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানো হারাম ঘোষণা দেওয়ার পরে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে শুক্রবার ও শনিবার সংঘর্ষ চলে আসছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়িঘর। আগুন দেওয়া হয়েছে একটি বাড়িতে। শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে শনিবার দুপুর পর্যন্ত চলে। দুই দিনে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সেনাবাহিনীসহ পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। পুলিশ ও স্থানীয়রা জানান, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুমার

নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা ফতোয়া জারি করেন। এ সময় কাশেম মোল্লা বাধা দেন। এ নিয়ে মসজিদের ভিতরেই দুটি গ্রুপের মধ্যে বাগবিতণ্ড হয়। এরই জের ধরে শুক্রবার বিকালে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হন। জানা যায়, একপক্ষ জেলা কৃষক দলের (বিএনপির) সভাপতি উসমান সর্মথক। অপর পক্ষ পৌরসভার সাবেক কমিশনার শাহিন ও আওয়ামী লীগ থেকে সদ্য বিএনপিতে যোগদান করা নজরুলের সর্মথক। ওসি মাসুম খান জানান, দিনভর চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হাঁপিয়ে উঠেছেন। তবে

সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষের লোকজন ক্লান্ত হয়নি। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আটক করা হয়েছে উভয়পক্ষের দুইজনকে। তারা হলো সাগর ও রাজ্জাক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন খুলনার বাঘদের বশ মানিয়ে জয়ের হ্যাটট্রিক বরিশালের বাবা-মা চাননি আমি পৃথিবীতে আসি: অপু বিশ্বাস এক ট্রেন থেকে লাফ দিলেও অন্য ট্রেনে কাটা পড়ে নিহত ১২ যেভাবে রাখির চ্যালেঞ্জের জবাব দিলেন হানিয়া আমির রাজশাহীতে ফুটছে আমের মুকুল, ঘন কুয়াশায় ক্ষতির শঙ্কা চাষিদের অর্থমন্ত্রীকে খুশি করতেই পশ্চিম তীরে হামলার নির্দেশ নেতানিয়াহুর যুদ্ধবিরতির মাঝেই পশ্চিম তীরে ইসরাইলের উচ্ছেদ অভিযান সীমান্তে বন্দুকযুদ্ধে দুই নারীসহ নিহত ১৪ মোদী-ট্রাম্প সমীকরণে বাংলাদেশের ভবিষ্যৎ মনে মনে কত ছবি এঁকেছি: নুসরাত ফারিয়া পলকের মেজাজ খারাপ হলেই ডাক পড়তো নুসরাত ফারিয়ার মাথার মূল্য এক কোটি টাকা! ট্রাম্পের প্রথম টার্গেট চীন, দ্বিতীয় ভারত সাবেক এমপি শাহীন চাকলাদারকে ৪ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ ইরানে সামরিক বিমান বিধ্বস্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু অমর উক্তি আজও অনুপ্রেরণার উৎস ‘কাওসার’ উপগ্রহের নতুন সংস্করণ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান পুতিনের সঙ্গে ‘খুব শিগগিরই’ যোগাযোগ করবেন ট্রাম্প