বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫
     ৪:২৪ অপরাহ্ণ

বাগরাম বিমানঘাঁটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:২৪ 52 ভিউ
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পদক্ষেপ নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, ঘাঁটি পুনর্দখলে অন্তত ১০ হাজারের বেশি সেনা মোতায়েন ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। লন্ডনে এক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা সেই ঘাঁটি আবার চাই।’ তিনি দাবি করেন, চীনের কাছাকাছি অবস্থানেই ঘাঁটিটি হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ‘ওটা চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গার মাত্র এক ঘণ্টার দূরত্বে,’ মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর

প্রায় দুই দশক আফগানিস্তানে অবস্থানকালে বাগরামই ছিল মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। সেখানে ফাস্টফুড চেইন বার্গার কিং ও পিজা হাটসহ নানা দোকানপাট ছিল। বিশাল এক কারাগার কমপ্লেক্সও ছিল ঘাঁটির অংশ। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর বাগরাম ঘাঁটি দখলে নেয় তালবোন যোদ্ধারা। ২৩ সেপ্টেম্বর, ২০২১। ছবি: রয়টার্স তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র ওই ঘাঁটিও ত্যাগ করে। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগরাম পুনর্দখলের কোনো সক্রিয় পরিকল্পনা নেই। ‘এটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ হবে। এত সেনা, সরঞ্জাম ও অর্থ প্রয়োজন হবে যে কার্যত এটি একটি বিচ্ছিন্ন মার্কিন ঘাঁটিতে পরিণত হবে।’ বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটিটি সুরক্ষিত রাখা প্রাথমিকভাবে কঠিন হবে এবং এটি

পরিচালনা ও রক্ষায় বিপুল জনশক্তি লাগবে। এমনকি তালেবান সম্মতি দিলেও আইএস, আল-কায়েদা ও অন্যান্য গোষ্ঠীর হুমকি থেকে এটি রক্ষা করা কঠিন হবে। ইরান থেকেও উন্নত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকতে পারে। সাবেক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘চীনের নিকটবর্তী হলেও এর বড় কোনো সামরিক সুবিধা নেই। ঝুঁকিগুলোই এখানে বেশি।’ ২০২০ সালে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে চুক্তি হয়েছিল, সেখানে সব আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের অঙ্গীকার ছিল। অথচ এখন ট্রাম্প বাইডেনকে দোষারোপ করে বলছেন, ঘাঁটিটি ধরে রাখা উচিত ছিল। বাগরাম বিমানঘাঁটিতে মার্কিন সেনাদের ফেলে পাওয়া পরিত্যক্ত সামরিক পোশাক। ২৩ সেপ্টেম্বর, ২০২১। ছবি: রয়টার্স এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর বর্তমানে ২০২১ সালের ‘অগোছালো প্রত্যাহার’ নিয়ে পুনর্মূল্যায়ন করছে। অনেক নীতিনির্ধারকের

মতে, আফগানিস্তান এখন বড় চ্যালেঞ্জ নয়, আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চীনের সঙ্গে। এদিকে গত সপ্তাহান্তে মার্কিন কর্মকর্তারা কাবুলে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসেন সেখানে আটকে থাকা মার্কিনিদের মুক্তির বিষয়ে। আলোচনায় অংশ নেন ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ এবং বিশেষ প্রতিনিধি অ্যাডাম বয়লার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির ‘জ্যোতিই এখন সর্বেসর্বা’ ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যবসা দখলে সক্রিয় সিন্ডিকেট রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’