ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
ভোট দেন না যে গ্রামের নারীরা
অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি
দরপত্র ছাড়াই ৬১০ কোটি টাকার টিকা কেনা : স্বচ্ছতা আর জবাবদিহিহীনতার নতুন নজির
ছরে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হারিয়ে যাচ্ছে, ইউনুসের অবৈধ সরকারের কিছু যায় আসে না
রক্তাক্ত বাংলাদেশ : যে সন্ত্রাসীদের হাত ধরে ক্ষমতায় এসেছিলেন, তাদেরই দমন করবেন কীভাবে?
‘বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে’: ব্রেন স্টেম চূর্ণ, মৃত্যুর প্রহর গুনছেন শরীফ ওসমান হাদি
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির জীবন প্রদীপ নিভে আসার শঙ্কাই এখন প্রবল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার সিটি স্ক্যান রিপোর্ট বিশ্লেষণ করে চিকিৎসকরা যে তথ্য দিয়েছেন, তা অত্যন্ত ভয়াবহ। তারা স্পষ্টই জানিয়েছেন, হাদির বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে।
হাসপাতালে ভর্তির পর শরীফ ওসমান হাদির মাথার ‘থ্রি-ডি সিটি স্ক্যান’ (3D CT Scan) সম্পন্ন হয়। স্ক্যান রিপোর্টে দেখা যায়, গুলি করার কারণে তার মাথার পেছনের (Occipital) এবং কানের পেছনের (Mastoid) হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে মস্তিষ্কের ভেতরে ঢুকে গেছে (Depressed Fracture)।
চিকিৎসকরা জানান, আঘাতটি সরাসরি হাদির ‘ব্রেন
স্টেম’ (Brain Stem)-এ লেগেছে। চিকিৎসাবিজ্ঞানে এই ব্রেন স্টেমকে বলা হয় মানবদেহের ‘মেইন সুইচ’। এটিই মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সিটি স্ক্যানে দেখা গেছে, হাড় ভেঙে ব্রেন স্টেম মারাত্মকভাবে জখম হয়েছে। চিকিৎসক দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ব্রেন স্টেম ইনজুরি মানেই হলো শরীরের অটোমেটিক সিস্টেম বন্ধ হয়ে যাওয়া। এই ধরনের ইনজুরিতে রোগী সাধারণত ঘটনাস্থলেই মারা যান অথবা লাইফ সাপোর্টে কিছুক্ষণ টিকে থাকেন। হাদির ক্ষেত্রে ইনজুরি এতটাই গভীর যে, তার সারভাইভ করার বা ফিরে আসার চান্স ‘ভেরি মিনিমাল’ (Very Minimal)।" চিকিৎসকদের এমন নেতিবাচক পূর্বাভাসের খবরে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে জরুরি ভিত্তিতে ‘বি
নেগেটিভ’ (😎 রক্তের প্রয়োজন হচ্ছে। হাসপাতালের করিডোরে তার স্বজন ও অনুসারীদের আহাজারি থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা জোরদারে ঢামেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিজ্ঞানের দৃষ্টিতে হাদির ফিরে আসার পথ প্রায় বন্ধ।
স্টেম’ (Brain Stem)-এ লেগেছে। চিকিৎসাবিজ্ঞানে এই ব্রেন স্টেমকে বলা হয় মানবদেহের ‘মেইন সুইচ’। এটিই মানুষের শ্বাস-প্রশ্বাস, হৃৎস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সিটি স্ক্যানে দেখা গেছে, হাড় ভেঙে ব্রেন স্টেম মারাত্মকভাবে জখম হয়েছে। চিকিৎসক দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ব্রেন স্টেম ইনজুরি মানেই হলো শরীরের অটোমেটিক সিস্টেম বন্ধ হয়ে যাওয়া। এই ধরনের ইনজুরিতে রোগী সাধারণত ঘটনাস্থলেই মারা যান অথবা লাইফ সাপোর্টে কিছুক্ষণ টিকে থাকেন। হাদির ক্ষেত্রে ইনজুরি এতটাই গভীর যে, তার সারভাইভ করার বা ফিরে আসার চান্স ‘ভেরি মিনিমাল’ (Very Minimal)।" চিকিৎসকদের এমন নেতিবাচক পূর্বাভাসের খবরে হাসপাতালে শোকের ছায়া নেমে এসেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার শরীরে জরুরি ভিত্তিতে ‘বি
নেগেটিভ’ (😎 রক্তের প্রয়োজন হচ্ছে। হাসপাতালের করিডোরে তার স্বজন ও অনুসারীদের আহাজারি থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা জোরদারে ঢামেক এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিজ্ঞানের দৃষ্টিতে হাদির ফিরে আসার পথ প্রায় বন্ধ।



