
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

অভিনেতা বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ভারত সফরে রানি মুখার্জির সঙ্গে সাক্ষাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীর, কেন?

কারিনা কাপুরের গোপন ফিটনেস রুটিন ফাঁস

টালিউড সিনেমায় শারমান যোশির সঙ্গে কে?

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের সঙ্গে শাকিব খানের চুক্তি

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন
ফের বাবা হচ্ছেন ফারহান, কী বললেন সৎমা শাবানা?

৫১ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা ফারহান আখতার। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। সেখানেই শিবানী দান্ডেকরের মা হওয়ার গুঞ্জন শুরু, ফের বাবা হতে চলেছেন অভিনেতা। চলতি বছরের শেষদিকে বাবা-মা হবেন এ দম্পতি— এমনটাই গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার সৎছেলেকে নিয়ে শাশুড়ি অভিনেত্রী শাবানা আজমি বললেন পুরোটাই গুজব।
এর আগে ২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন অভিনেতা ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। ২০১৭ সালে এসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অধুনা-ফারহানের দুই মেয়ে কৈশোর পার করে ফেলেছেন। তবে তারা দুজনেই বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন।
এদিকে ফারহানের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকর। দীর্ঘ তিন বছর সম্পর্কে
থাকার পর ২০২২ সালে শিবানীকে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা। বিয়ের দুই বছরের মাথায় ফের সন্তান আসছে তাদের ঘরে? অন্তঃসত্ত্বা শিবানী স্বামীর জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আনন্দ-উৎসবে শামিল হন। সেখানেও শিবানীর গোটা পরিবার হাজির ছিল। তবে শিবানী মা হচ্ছেন না- এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাশুড়ি শাবানা আজমি।
থাকার পর ২০২২ সালে শিবানীকে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা। বিয়ের দুই বছরের মাথায় ফের সন্তান আসছে তাদের ঘরে? অন্তঃসত্ত্বা শিবানী স্বামীর জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আনন্দ-উৎসবে শামিল হন। সেখানেও শিবানীর গোটা পরিবার হাজির ছিল। তবে শিবানী মা হচ্ছেন না- এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাশুড়ি শাবানা আজমি।