ফের বাবা হচ্ছেন ফারহান, কী বললেন সৎমা শাবানা?

১০ জানুয়ারি, ২০২৫ | ১১:১১ অপরাহ্ণ
ডেস্ক নিউজ , ডোনেট বাংলাদেশ

৫১ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেতা ফারহান আখতার। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। সেখানেই শিবানী দান্ডেকরের মা হওয়ার গুঞ্জন শুরু, ফের বাবা হতে চলেছেন অভিনেতা। চলতি বছরের শেষদিকে বাবা-মা হবেন এ দম্পতি— এমনটাই গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার সৎছেলেকে নিয়ে শাশুড়ি অভিনেত্রী শাবানা আজমি বললেন পুরোটাই গুজব। এর আগে ২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীকে বিয়ে করেন অভিনেতা ফারহান আখতার। দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। ২০১৭ সালে এসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অধুনা-ফারহানের দুই মেয়ে কৈশোর পার করে ফেলেছেন। তবে তারা দুজনেই বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলেন। এদিকে ফারহানের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকর। দীর্ঘ তিন বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালে শিবানীকে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা। বিয়ের দুই বছরের মাথায় ফের সন্তান আসছে তাদের ঘরে? অন্তঃসত্ত্বা শিবানী স্বামীর জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে আনন্দ-উৎসবে শামিল হন। সেখানেও শিবানীর গোটা পরিবার হাজির ছিল। তবে শিবানী মা হচ্ছেন না- এটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শাশুড়ি শাবানা আজমি।