প্রেমিকার জন্য শ্যালামের এলাহি কাণ্ড – ইউ এস বাংলা নিউজ




প্রেমিকার জন্য শ্যালামের এলাহি কাণ্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ১০:২৭ 99 ভিউ
টিমোথি শ্যালামে তার সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকা কাইলি জেনারকে এনগেজমেন্ট রিং দেওয়ার পরিকল্পনা করছেন। গুঞ্জন অনুযায়ী, এ অভিনেতা এরই মধ্যে এনগেজমেন্ট রিং দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এজন্য তিনি প্যারিসে তৈরি একটি কাস্টম এনগেজমেন্ট রিংয়ের জন্য প্রায় ৩ লাখ ডলার খরচ করেছেন। জানা গেছে, এই ঝলমলে আংটিতে রয়েছে চমকপ্রদ ১৫০টি হীরা। খবর: কইমই ‘ডিউন’ তারকাখ্যাত শ্যালামে কয়েক মাস ধরে এই এনগেজমেন্ট অনুষ্ঠানের পরিকল্পনা করছেন, কারণ তিনি কাইলির সঙ্গে তার সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে চান। আংটির খবর ছড়ানোর আগে, এই কাপল প্যারিস ও মিলানে বিলাসবহুল সম্পত্তি কেনার সন্ধান করছিলেন, যা তাদের সম্পর্কের ক্রমবর্ধমান প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। এদিকে গণমাধ্যম দ্য

মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্যালামে তার বন্ধুদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন কাইলির জন্য নিখুঁত আংটি বেছে নেওয়ার জন্য বিশেষ কারিগর খুঁজে পেতে। কারিগরের সন্ধানে তিনি ফ্রান্স ও নিউইয়র্ক সিটি পর্যন্ত গিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত একজন প্যারিসিয়ান ডিজাইনারকে বেছে নেন, যিনি কাইলির জন্য অনন্য এক আংটি তৈরি করবেন। অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু বলেছেন, ‘এই আংটি, যা প্যারিসিয়ান ডিজাইনার দ্বারা তৈরি করা হচ্ছে, এটি অত্যন্ত বিশেষ এবং এর কাজ সম্পূর্ণ হতে ছয় সপ্তাহ সময় লাগবে। শ্যালামে এনগেজমেন্টের জন্য প্রস্তুত এবং কাইলির সঙ্গে দীর্ঘ, সুখী ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে।’ এদিকে আংটিটি প্রস্তুত হওয়ার পর শ্যালামে এনগেজমেন্টের দিকে মনোযোগ দেবেন এবং অনুষ্ঠানটির জন্য বিশেষ স্থান

বাছাই করবেন। তাদের একে অন্যের ভালোবাসার কথা জানিয়ে অভিনেতার আরেক বন্ধু বলেন, ‘আমি তাকে কখনো এতটা খুশি দেখিনি। তারা একে অন্যকে প্রচণ্ড ভালোবাসে এবং যখনই তারা আলাদা থাকে, তখন গভীরভাবে একে অন্যকে মিস করে। তারা নিয়মিত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করে এবং একটি শক্তিশালী সম্পর্কের ভিত্তি গড়ার চেষ্টা করছে।’ যদিও এখনো আনুষ্ঠানিক কোনো সময়সীমা নিশ্চিত করা হয়নি, তবে শ্যালামের কাছের সূত্র থেকে জানা যায়, বছরের শেষদিকে এ অনুষ্ঠান হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কাইলি জেনার র‍্যাপার ট্র্যাভিস স্কটের (আসল নাম জ্যাক বারমোন ওয়েবস্টার) সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঘর আলো করে আসে কন্যা ও পুত্রসন্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শুধু ঘুম পায়? মধ্যরাতে ঢাবি-ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ট্রাম্প না পেলেও শান্তির নোবেল ‘আমেরিকার স্বার্থে’ আরেকটি ‘নাকবা’: গাজা পুনর্গঠনে লেগে যাবে প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান-আফগানিস্তানের সংঘাত ‘আপাতত’ স্থগিত মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা সম্পর্ক টিকিয়ে রাখার ৩ কৌশল মসজিদে ঢুকেই তাহিয়্যাতুল-মাসজিদ নামাজ আদায়ের গুরুত্ব উচ্চমূল্যের চাপে মধ্যবিত্ত হয়ে যাচ্ছে নিম্নবিত্ত নূতন-কাজলকে পেছনে ফেললেন আলিয়া! উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই: সামান্তা সোমবার থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ৯৫৩ প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক পাকিস্তানের সঙ্গে সংঘাত স্থগিতের ঘোষণা দিলেন আফগান মন্ত্রী আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য ও যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখল ও ৫৮ সেনা হত্যার দাবি আফগানিস্তানের ৬টি ফিল্মফেয়ার, অনন্য উচ্চতায় আলিয়া ভাট মাউশি ভেঙে হচ্ছে দুই অধিদপ্তর বাংলাদেশের ২৬ শতাংশ মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন