পুরান ঢাকায় সাকরাইন উৎসবের আড়ালে মাদক ও ডিজে পার্টির উন্মাদনা – ইউ এস বাংলা নিউজ




পুরান ঢাকায় সাকরাইন উৎসবের আড়ালে মাদক ও ডিজে পার্টির উন্মাদনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৫ | ৪:২৩ 31 ভিউ
ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবে মঙ্গলবার সারা দিন পুরান ঢাকার অলিগলিতে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেছিলেন। ঘুড়ি ও ফানুস উড়িয়ে এবং ফটকা ফাটিয়ে তারা সাকরাইন উদ্যাপন করেন। সূর্য ওঠার পর থেকে বাড়ির ছাদে বাহারি রংয়ের ঘুড়ি উড়তে দেখা যায়। সন্ধ্যা পর বাসা বাড়ির ছাদে ডিজে পার্টি ও হিন্দি গানের আসর বসে। এসব আয়োজনে অলিগলি মুখরিত হয়ে ওঠে। তবে এসব আয়োজন নিয়ে অনেক বাসিন্দাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ঘনবসতিপূর্ণ এলাকায় উচ্চ আওয়াজ অনেকে সমস্যায় পড়েন। এছাড়া শিশু-বৃদ্ধ ও অসুস্থদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। গেণ্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারী, শাঁখারী বাজার, চকবাজার, লালবাগ, হাজারীবাগসহ একাধিক এলাকায় বাড়ির ছাদে বাসিন্দারা ঘুড়ি উড়িয়ে উৎসব করেন। প্যারিদাস রোডে ৮ থেকে ১০টি

বাড়ির ছাদে ডিজে পার্টি ও গান-বাজনার আয়োজন দেখা যায়। এমনকি অনেক বাড়ির ছাদ ভাড়া নিয়ে ডিজে পার্টি ও মাদকের আসর বসায় তরুণরা। স্থানীয়দের অভিযোগ, ফানুস ও আতশবাজি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ হলেও এগুলোর অপব্যবহার জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় মাদকের ব্যবহার দিন দিন বাড়ছে। এ অপসংস্কৃতির চর্চা উৎসবের ঐতিহ্যবাহী চিত্রকে নষ্ট করছে। ফানুস ও আতশবাজি নিষিদ্ধ করার পাশাপাশি মাদক ও ডিজে পার্টি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম শান্ত বলেন, সাকরাইন শুধু একটি উৎসব নয়, এটি পুরান ঢাকার ঐতিহ্যের অংশ। কিন্তু ডিজে পার্টি, মাদক এবং অশ্লীলতার কারণে এর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। লালবাগ বিভাগের ডিসি

মো. জসিম উদ্দিন জানিয়েছেন, পুরান ঢাকার বিভিন্ন রেড জোন শনাক্ত করা হয়েছে। চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় শব্দযুক্ত সাউন্ড বক্সসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হচ্ছে। তিনি আরও জানান, সাকরাইন উৎসব উপলক্ষ্যে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসাবে পুরান ঢাকার শাঁখারী বাজারের ১১৩ নম্বর এলাকা, পান্নিটোলা জিতু টেইলার্সের সামনে থেকে ৩৫ কেজি বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন ধরনের আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রিজিক বৃদ্ধি ও সচ্ছলতা লাভের ১০ আমল পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি ‘অহংকারী’ ভারতের পতনের আশায় পাকিস্তানে হিন্দুদের প্রার্থনা কয়েদিদের সঙ্গে বসে পাক-ভারত ম্যাচ দেখছেন ইমরান খান যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা যে কারণে বিয়ে স্থগিত করলেন অভিনেত্রী সিডনি এবার সোনার দাম কমল বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শংকর হাসান নাসরুল্লাহকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক? লুট করা মোবাইল সেটের বিনিময়ে গাঁজা নেন তারা: পুলিশ তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায় নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী এস আলম পরিবারের আরও ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি’ উদ্যোগ অনেক, প্রকল্পের সুফল নিয়ে প্রশ্ন পরপর ফিরলেন শাকিল-রিজওয়ান হামাসের হাতে কত জিম্মি রয়ে গেছেন ফেডারেল কর্মীদের হুঁশিয়ারি মাস্কের, দ্বিমত এফবিআই-পররাষ্ট্র দপ্তরের পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সঙ্কটাপন্ন’