পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা – ইউ এস বাংলা নিউজ




পুতিনের যুদ্ধবিরতিতে সন্দিহান মস্কোর বাসিন্দারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৫:৪৯ 35 ভিউ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মস্কোর বাসিন্দারা একে শান্তির পথ বলে মনে করছেন না। শনিবার মস্কোর দক্ষিণাঞ্চলের এক শান্ত পাড়ায় বাসিন্দারা হতাশ ভঙ্গিতে জানালেন, এই সাময়িক বিরতি যুদ্ধের কোনও সমাধান আনবে না। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। ৬১ বছর বয়সি পেনশনপ্রাপ্ত স্বেতলানা বলেন, ‘আমার মনে হয় না এর কিছু হবে। ইউক্রেন এই চুক্তি মানবে না, তাই এ থেকে কিছুই আসবে না।’ ৮৫ বছর বয়সি মারিয়া গোরানিনা মনে করেন, ইউক্রেন এই বিরতিকে শুধু পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করবে। তিনি বলেন, ‘ওরা আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালাবে। আমি চাই চিরদিনের

জন্য ইউক্রেনের সঙ্গে শান্তি হোক।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, কিয়েভ এই যুদ্ধবিরতি মেনে চলবে, তবে একইসঙ্গে তিনি রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নতুন স্থল ও বিমান হামলার মাধ্যমে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তুলেছেন। পুতিন গত মাসে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন, যদিও কিয়েভ তখন সেই প্রস্তাবে সম্মত হয়েছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি দ্রুত ফলপ্রসূ অগ্রগতি না হয়, তবে তিনি আর এই মধ্যস্থতায় থাকবেন না। ৬১ বছর বয়সি স্বেতলানা হতাশ কণ্ঠে বলেন, ‘তিন বছর ধরে চলা যুদ্ধে এত মানুষ পঙ্গু, নিহত হয়েছে, আর আমরা এখন কিছু অংশ দখলে নিয়ে থেমে যাব? তাহলে এর মানে কী? সবই

বৃথা?’ রাশিয়ার সেনাবাহিনী শনিবার দাবি করেছে, তারা কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি গ্রাম পুনরায় দখল করেছে, যেখানে ইউক্রেন গত আগস্টে এক সাহসী অভিযান চালিয়ে বহু কিলোমিটার এলাকা দখল করেছিল। এখন সেখানে ইউক্রেনের নিয়ন্ত্রণ শুধু একটুকরো এলাকায় সীমাবদ্ধ। রাশিয়া আরও এগিয়ে উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলেও প্রবেশ করেছে। ৫৮ বছর বয়সি ইয়েভগেনি পাভলোভ মনে করেন না, ইউক্রেনকে এখন বিরতির সুযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ‘আমি ইউক্রেনকে বিশ্বাস করি না। যুদ্ধবিরতির নামে ওরা আবার হামলা চালাবে, বিরতি দেওয়ার প্রয়োজন নেই। য দি চাপ দিই, তবে শেষ অবধি চাপে রাখতে হবে।’ পুতিন এই যুদ্ধবিরতিকে ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করলেও সাধারণ মানুষের মধ্যে সন্দেহের জায়গা থেকেই গেছে। পরিস্থিতি যেখানে এখন

দাঁড়িয়েছে, সেখানে এই সাময়িক বিরতি শান্তির পথে বাস্তবিক কোনও অগ্রগতি আনবে—এমন আশা মস্কোর অনেকেরই নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপ বাছাইপর্বে কোথায় খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি ইসির আরও ৫২ কর্মকর্তাকে বদলি ওসমানীতে বিমানের চাকা ফেটে নিহত ১ ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, ভর্তি ২৭৮ নওগাঁয় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় দুজনের যাবজ্জীবন আমার স্ত্রী পুতিনকে পছন্দ করে: ট্রাম্প ট্রাম্পের মন্তব্য নিয়ে মোদির সমালোচনায় মুখর রাহুল গান্ধী নেতানিয়াহুর বাড়িতে গোপন ক্যামেরা লাগানো হয়েছে, দাবি ইরানি এমপির ‘জয় বাংলা’ স্লোগান শুনে রেগে গেলেন বিজেপি নেতা শুভেন্দু ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি, কানাডাকে যে হুমকি দিলেন ট্রাম্প মোদিকে দায়িত্বজ্ঞানহীন বললেন প্রিয়াংকা কপিলের লড়াইয়ের পেছনের রহস্য ফাঁস করলেন অর্চনা সিং নিজেকেই ট্রল করলেন উর্বশী দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী একযোগে ১০২ এসি ল্যান্ডকে প্রত্যাহার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পশ্চিমা ১৫ দেশের বড় পদক্ষেপ নির্যাতনসহ নানা অভিযোগে পুলিশের আরও ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত সেমিফাইনালে খেলবে না ভারত, ফাইনালে পাকিস্তান বাংলাদেশের আমদানির ঘোষণায় চালের দাম বাড়লো ভারতে কুমিল্লার মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: সাংবাদিকসহ আহত ৭১