ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী
                                হলিউডে নতুন প্রেমের গুঞ্জন
                                সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
                                এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর
                                সাংস্কৃতিক অঙ্গন ও রাজনীতির আলোকবর্তিকা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ
                                সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার
                                সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ
পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর
                             
                                               
                    
                         সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে অনেক সময় এই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যার জবাবে অভিনেত্রী তাকে সরাসরি থানার নম্বর দিয়ে দেন।
ঘটনাটি পিয়া জান্নাতুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে প্রেম নিবেদন করছেন এবং ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন।
ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার পাঠানো মেসেজগুলো ছিল চোখে পড়ার 
মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’ মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’ এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি
পাঠিয়ে দেন। বুধবার (৩ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
                    
                                                          
                    
                    
                                    মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’ মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’ এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি
পাঠিয়ে দেন। বুধবার (৩ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।



