পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর – ইউ এস বাংলা নিউজ




পিয়াকে ঘনিষ্ঠ সম্পর্কের প্রস্তাব, অতঃপর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৮ 191 ভিউ
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের প্রতি ভক্তদের ভালোবাসা প্রকাশ নতুন কিছু নয়। তবে অনেক সময় এই ভালোবাসা সীমা ছাড়িয়ে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর অভিজ্ঞতার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। এক অনুরাগী তাকে ইনবক্সে মেসেজ পাঠিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন, যার জবাবে অভিনেত্রী তাকে সরাসরি থানার নম্বর দিয়ে দেন। ঘটনাটি পিয়া জান্নাতুল নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ্যে এনেছেন। তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ পাঠিয়ে প্রেম নিবেদন করছেন এবং ব্যক্তিগত ফোন নম্বর চাইছেন। ওই ব্যক্তির নাম প্রকাশ না করলেও তার পাঠানো মেসেজগুলো ছিল চোখে পড়ার

মতো। সেখানে লেখা ছিল, ‘আমি কোনো বেইমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’ মেসেজগুলোতে ওই ব্যক্তি আরও লেখেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’ এত মেসেজের পরও কোনো উত্তর না পেয়ে ওই ব্যক্তি অভিনেত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে বসেন। এরপরই আসে পিয়ার চতুর জবাব। তিনি কোনো কথা না বাড়িয়ে সরাসরি গুলশান থানার অফিসিয়াল মোবাইল নম্বরটি

পাঠিয়ে দেন। বুধবার (৩ আগস্ট) পিয়া এ স্ক্রিনশটটি পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিনেত্রীর এমন বুদ্ধিদীপ্ত জবাবে তার অনুরাগীরা বেশ প্রশংসা করছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘সরাসরি শ্বশুরবাড়ির ঠিকানা।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সে তো চেয়েছিল পৃথিবীর কেউ জানবে না, আর আপনি সবাইকে জানিয়ে দিলেন!’ অনেকেই পিয়ার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের এ কেমন সংস্কার! দুদকের মামলার একদিন পরই আসামী উল্টো পুরস্কৃত, পেলেন আরও বড় দায়িত্ব নৃশংস বর্বরতা আর নরকীয়তার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপিত হল – নূরুল মজিদ হুমায়ূনের নিথর দেহে হাতকড়া লাগিয়ে। ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ ট্রাম্প নয় শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া ট্রাম্পকে হারিয়ে নোবেল জেতা কে এই মাচাদো? শিশুদের ‘নোবেল’ শান্তি পুরস্কারের জন্য মনোনীত সাতক্ষীরার তরুণ সুদীপ্ত শাহজালাল বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ২ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ ১৯ বছর ধরে ইসরায়েলে বন্দি কে এই ‘দ্বিতীয় ইয়াহিয়া সিনওয়ার’? হংকংয়ের কাছে হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ মিরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণ, শিশু আহত শাহবাগ এলাকা থেকে ৩ লাশ উদ্ধার