
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

পাকিস্তান সফর করা হচ্ছে না মোস্তাফিজের, বদলির নাম জানাল বিসিবি

মডরিচের জায়গায় মেসির বিশ্বকাপজয়ী সতীর্থকে চায় রিয়াল

আব্বাসের সঙ্গে ‘অন্যায়’ করেছে পিসিবি

বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ

ছিটকে গেলেন সৌম্য, পাকিস্তান যাচ্ছেন মিরাজ

সেই আমিরাতের কাছে এবার সিরিজ হার বাংলাদেশের
পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরতে চেয়েছিলেন মেসি

একটা সময় ভাবা হচ্ছিল, হয়ত বার্সেলোনার হয়েই ক্লাব ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি। ‘ওয়ান ক্লাব ম্যান’ হয়ে দৃষ্টান্ত গড়বেন। তবে সে ভাবনা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। নানা নাটকীয়তার জেরে লিওনেল মেসির বার্সেলোনা অধ্যায় শেষ হয়েছে ২০২১ সালের আগস্টেই। পরে তিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন।
তবে প্যারিসে মেসির সময়টা খুব স্বাচ্ছন্দ্যে গোল-অ্যাসিস্টের পসরা সাজালেও কোথাও গিয়ে সুর মিলছিল না। তাই প্যারিসে বছর দুয়েক কাটিয়ে মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। এখন খেলছেন মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, পিএসজি ছাড়ার পর বার্সায় ফিরে যেতে আগ্রহী ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব
না হওয়াতেই ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টানতে হয় তাকে। ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’ ‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম’-যোগ করেন বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসি। ইন্টার মায়ামিতে সময়টা মন্দ কাটছে না মেসির। ২০২৩ সালের জুলাইয়ে যোগ
দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লিগ কাপ ও সাপোর্টাস শিল্ড।
না হওয়াতেই ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টানতে হয় তাকে। ‘সিম্পলি ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমার বার্সেলোনায় আবার যাওয়ার আগ্রহ ছিল। আমি অবশ্য সবসময় এই ক্লাব থেকে যা আশা করেছি তাই পেতাম। কিন্তু এটা (বার্সায় পুনরায় যাওয়া) সম্ভব ছিল না তখন। ’ ‘এরপর এটার (নতুন ক্লাবে যোগ দেওয়া) সিদ্ধান্ত আমার পরিবারের কাছে চলে যায়। তাছাড়া সেসময় বিশ্বকাপ জেতাটাও এই সিদ্ধান্তে বড় অবদান রেখেছিল। আমি ইউরোপের ক্লাবে আর যাব না, এই বিষয়ে পরিষ্কার ছিলাম তখন। এমনকি সেখানকার কোনো ক্লাবেই যাব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম’-যোগ করেন বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপা জয় করা মেসি। ইন্টার মায়ামিতে সময়টা মন্দ কাটছে না মেসির। ২০২৩ সালের জুলাইয়ে যোগ
দিয়ে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লিগ কাপ ও সাপোর্টাস শিল্ড।