পাশের মানুষটা কেমন চোখ দেখে বুঝে নিন – ইউ এস বাংলা নিউজ




পাশের মানুষটা কেমন চোখ দেখে বুঝে নিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৮ 55 ভিউ
চোখ নাকি মনের কথা বলে! চোখ কখনও মিথ্যা বলে না! আবার চোখের ভাষারও নাকি অনেক গভীরতা! আপনার খুশি, দুঃখ, টেনশন, স্ট্রেস, সবই ফুটে ওঠে আপনার চোখের মধ্যে। এই কারণেই চোখকে বলা হয় মনের আয়না। প্রেমিক মন চোখে চোখ রেখে হারিয়ে যায় অসীম সীমানায়। আপনি কি বোঝনে চোখের ভাষা বা আপনার পাশের মানুষটা কেমন? যেভাবে চোখ দেখে মানুষ চিনবেন- ১. ছোট ছোট চোখ: এরা প্রতিভাবান হন। অসাধারণ একাগ্রতা শক্তি থাকে। পরিস্থিতি যেমনই হোক, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন। সব কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। ২. গভীর চোখ: এরা খুব সাবধানী হন। যে কোনো কাজ করার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেন। এরা সন্দেহবাতিক হতে

পারেন। শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে সুনাম অর্জন করেন। ৩. সুন্দর ও কালো চোখ: যাদের চোখ সুন্দর ও কালো হয়, তারা ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারেন। জীবনে সুখী হন, শান্তিতে থাকেন, সবাই এদের প্রতি আকৃষ্ট হন। ৪. বড় ও টানা চোখ: যাদের চোখ বাইরের দিকে টানা টানা ও বড় হয়, তাদের মন দয়ায় পরিপূর্ণ হয়। এরা সবসময় আনন্দে থাকেন, সবার সঙ্গে বন্ধুত্ব পাতাতে পারেন। অন্যের দুঃসময়ে পাশে থাকেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এদের আত্মসম্মানবোধ প্রখর। ৫. লালচে চোখ: এরা খুব তাড়াতাড়ি রেগে যান। এদের মাথা খুব গরম হয়। ছোটচোখের মানুষরা ভালো নেতৃত্ব দিতে পারেন। যে কোনো পরিস্থিতিতে এরা স্থির থাকেন। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত

নেওয়ার ক্ষমতা থাকে এদের মধ্যে। ৬. বাদামী রঙের চোখ: এদের বিশ্বাস করলে ঠকতে হবে। এরা খুব চালাক হন এবং পরিকল্পনা করে সব কাজ করেন। এরা মিথ্যে বলতে পটু, চোখের পলকে প্রতারণা করতে পারেন, কথার খেলাপ করতে এদের বাঁধে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাম্পকে নিয়ে কথা বলতে অপারগ টম ক্রুজ কমতে পারে তাপমাত্রা, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না অবশেষে গ্রেফতার লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে ভারত-পাকিস্তানের পালটাপালটি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ পর্ষদ ও ব্যবস্থাপনা কর্মীদের বিদেশে বিলাসী ভ্রমণ নয় ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল পাকিস্তান পাক-ভারত যুদ্ধবিরতি হলেও স্থগিত থাকছে সিন্ধু পানি চুক্তি মিয়ানমারে আতঙ্কে তরুণরা যে দু’জনের ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান অভিনয় ছাড়ার বিষয়ে আমি কিছুই বলিনি: নিদ্রা নেহা পানিকেও ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল সারাদেশে চলছে তাপপ্রবাহ, রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ট্রাম্পের ঘোষণার পর অস্ত্রবিরতির কথা জানাল ভারত-পাকিস্তান এক চিঠিতে দুই ইউনিটে ১২০০ পুলিশ মোতায়েন আকাশপথ খুলে দিল পাকিস্তান অস্ত্রবিরতিতে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মোদির বৈঠক যুদ্ধের শঙ্কায় সীমান্তের বাসিন্দাদের রাত কাটছে বাংকারে, খাবার-ওষুধ মজুত নিয়ন্ত্রণ রেখার দুই প্রান্তে আতঙ্কে মানুষ, ঘরছাড়া অনেকে