নিহতের পাকস্থলীতে বিষ, শরীরে ধর্ষণ-আঘাতের চিহ্ন – ইউ এস বাংলা নিউজ




নিহতের পাকস্থলীতে বিষ, শরীরে ধর্ষণ-আঘাতের চিহ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৭ 7 ভিউ
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাসনা মল্লিকের পাকস্থলীতে বিষের উপস্থিতি পাওয়া গেছে। শরীরে ধর্ষণ বা আঘাতের চিহ্নও রয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসক সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য বাসনা মাইজপাড়া ইউপি কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন। এখান থেকে বাড়ি ফেরার পথে মোবাইল ফোনে দৌলতপুর গ্রামের রাজিবুল ইসলামের কল পান। পাওনা ১০ হাজার টাকা আনতে যান। সন্ধ্যার দিকে রাজিবুল ও তার এক সহযোগী ওই গ্রামের মোক্তার মোল্যার বাড়ির পাশে দলবদ্ধ যৌন নির্যাতন করে। এ সময় তারা

ভিডিও ধারণ করে। দুই লাখ টাকা চাঁদা দাবি করে। বাসনা ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে অভিযুক্তরা তাঁর মুখে বিষ ঢেলে দেয়। রাত ৮টার দিকে তিনি বাড়িতে ফিরে রাতের খাবার খান। কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়েন। এর পর কয়েকবার বমি করেন। বুধবার তাঁর অবস্থার অবনতি হলে দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মৃত্যু হয়। সেখানে ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে পোড়াডাঙ্গা গ্রামের শ্মশানে সমাধিস্থ করা হয়। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ বলেন, ‘ভিকটিমের পাকস্থলীতে বিষের উপস্থিতি পাওয়া গেছে। শরীরে ধর্ষণ বা আঘাতের চিহ্নও রয়েছে। তাঁকে ধর্ষণের পর

বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত করা হয়েছে। ঢাকা থেকে প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ কী ছিল।’ এ বিষয়ে বাসনার ছেলে রিংকু মল্লিক জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজিবুল মোবাইল ফোনে তাঁর মাকে দৌলতপুর গ্রামে একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কয়েকজন শ্লীলতাহানি করে মুখে বিষ ঢেলে দেয়। তাঁর মায়ের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চান তিনি। রিংকুর স্ত্রী সুফলা মল্লিক বলেন, ‘মঙ্গলবার রাতে বাড়িতে এসে শাশুড়ি রাতের খাবার খান। পরে বমি করেন। অবস্থা খারাপ হলে বুধবার দুপুরে যশোর হাসপাতালে ভর্তি করি।’ এ ঘটনায় মাইজপাড়া ইউপি চেয়ারম্যান সফুরা খাতুন বলেন, ‘গত মঙ্গলবার ইউপি কার্যালয়ে

আমাদের সঙ্গে দাপ্তরিক কাজ করেন বাসনা মল্লিক। পরদিন পরিষদে না আসায় খোঁজ নিয়ে জানতে পারি তাঁর জ্বর হয়েছে। বৃহস্পতিবার রাতে জানতে পারি, তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে আশা করছি।’ নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম গতকাল সন্ধ্যা ৭টায় বলেন, ‘বাসনা রানীর মৃত্যুর বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে দৌলতপুর গ্রামের ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এখনও হাতে আসেনি। হাতে পেলে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা এখনও হয়নি। তবে মৃতের ছেলে মামলার জন্য থানায় এসেছেন। আজ

রাতেই মামলা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পিএসি চেয়ারম্যানশিপ নিয়ে ইমরান খানের হুংকার দুবাইতে আরও ৮৫০ বাংলাদেশির সম্পদের সন্ধান দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪৭ সাশ্রয়ী আবাসনের অভাবে যুক্তরাষ্ট্রে গৃহহীনতার রেকর্ড ৭৩৩ দিন পর হাসল বাবরের ব্যাট ৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ, যুক্ত হচ্ছে নতুন নিয়ম গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি জিম্মি মুক্তির দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষের বিক্ষোভ একটি কমলা বিক্রি হলো ২ লাখ টাকা! নওয়াপাড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে যে নারীর কাছ থেকে মানুষই এখন অতিমানব বিশ্বকাপের সুখবর দিয়েছে হকি সাইবার অধিকার ফিরে পাওয়ার বছর শীত হোক আল্লাহকে খুশি করার উপায় বাংলাদেশের মানুষ কাজের জন্য কোন কোন দেশে যাচ্ছে? বছরের প্রথম ছবি ‘মধ্যবিত্ত’ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : এসএসসি ২০২৫-এর প্রস্তুতি বিশ্ব প্রযুক্তি বাজার ওলটপালট সবার আগে হাউজে কাউসারের পানি পাবেন যাঁরা