নিয়োগই যদি অসাংবিধানিক হয়, রায়ের বৈধতা কোথায়? বিচারপতিদের স্থায়ী নিয়োগ: ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫
     ৮:৩৮ পূর্বাহ্ণ

নিয়োগই যদি অসাংবিধানিক হয়, রায়ের বৈধতা কোথায়? বিচারপতিদের স্থায়ী নিয়োগ: ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ৮:৩৮ 50 ভিউ
হাইকোর্ট বিভাগে ২২ জন অতিরিক্ত বিচারপতিকে এক বছরের মাথায় স্থায়ী নিয়োগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আইন অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুজন বিচারপতির এখতিয়ার নিয়েও সাংবিধানিক প্রশ্ন উঠেছে, যা বিচারাধীন মামলার ভবিষ্যতকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে। আইনজীবীদের একাংশ ল্যাটিন প্রবাদ "Coram non judice"-এর কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন। এই প্রবাদটির অর্থ হলো, এমন কোনো বিচারক কর্তৃক রায় প্রদান করা, যার ওই বিষয়ে বিচার করার আইনগত এখতিয়ারই নেই। এ ধরনের রায় আইনগতভাবে শুরু থেকেই বাতিল (void ab initio) বলে গণ্য হয়। আলোচনার কেন্দ্রে রয়েছে এক বছর আগে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ২২ জন অতিরিক্ত

বিচারপতির বিষয়টি। সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য ব্যক্তিদের দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিতে পারেন। এই সময়কালে তাদের কর্মদক্ষতা সন্তোষজনক বিবেচিত হলে রাষ্ট্রপতি তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে। কিন্তু সম্প্রতি মাত্র এক বছর দায়িত্ব পালনের পরই এই ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। সমালোচকদের প্রশ্ন, কোন বিশেষ যোগ্যতা বা ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে তাদের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই স্থায়ী করা হলো? এই বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল। স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারপতির মধ্যে দুজন—বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার (চেয়ারম্যান) এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ

(সদস্য)—বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত আছেন। এক বছর আগে অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পাওয়ার কিছুদিন পরই তাদের ট্রাইব্যুনালে নিযুক্ত করা হয়। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, এখানেই সাংবিধানিক ও আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। তাদের যুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ৬ নম্বর ধারায় ট্রাইব্যুনালের বিচারক হওয়ার জন্য যে যোগ্যতার কথা বলা হয়েছে, তাতে ভাবে সংবিধানের ৯৪ ও ৯৫ অনুচ্ছেদের অধীনে নিযুক্ত বিচারকদের কথা উল্লেখ রয়েছে। এই অনুচ্ছেদগুলো সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বা স্থায়ী বিচারপতিদের বিষয়ে প্রযোজ্য। তাদের মতে, সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত "অতিরিক্ত বিচারপতি" পদের কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ করে চেয়ারম্যান পদে আসীন হতে পারেন না। এটি কেবল আইনের লঙ্ঘনই

নয়, বরং অসাংবিধানিক। এই যুক্তিতে, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এবং বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের ট্রাইব্যুনালে নিয়োগ শুরু থেকেই আইনগতভাবে বৈধ ছিল না। সমালোচকরা আরও বলছেন, এখন তাদের স্থায়ী নিয়োগ দিলেও তা তাদের পূর্বের কার্যক্রমকে বৈধতা দিতে পারে না। কারণ, যে সময়ে তারা ট্রাইব্যুনালে বিচারকার্য পরিচালনা করেছেন, তখন তাদের পদবি ছিল "অতিরিক্ত বিচারপতি", যা ট্রাইব্যুনাল আইনের শর্ত পূরণ করে না। এই আইনি বিতর্কের ফলে ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায় এবং চলমান বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি আদালত এই যুক্তি গ্রহণ করে যে তাদের নিয়োগ অসাংবিধানিক ছিল, তবে তাদের দেওয়া রায়গুলো "Coram non judice" নীতির আওতায় পড়ে যেতে পারে, যা বিচারিক

ক্ষেত্রে এক বড় ধরনের সংকট তৈরি করার আশঙ্কা রাখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ‘আই হ্যাভ আ প্ল্যান’: অতীত সন্ত্রাসের ‘ট্রমা’ আর ধোঁকাবাজির নতুন মোড়ক! সৌদি আরবকে কি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেবেন ট্রাম্প নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২ যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের আটবার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৭ মাদক ও নারী সংক্রান্ত দ্বন্দ্বে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ মাথাব্যথা সারাতে মাথা কাটার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা, মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় হিন্দুদের জ্যান্ত পোড়ানোর পরিকল্পনা, জামায়াত-শিবিরের আগুনে তটস্থ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেস প্রশাসনের সর্বত্র আদর্শের ছায়া,একদলীয় দখলের অভিযোগ দলীয় পরিচয় থাকলে আইন দরকার হয় না কাজ হয়ে যায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার শুভ বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ইউএস বাংলা 24.কম পরিবারের পক্ষ থেকে সবাইকে বড় দিনের শুভেচ্ছার । বাংলাদেশে রাজনৈতিক বন্দি ও মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ ও প্রস্তাব উত্থাপন “বিএনপির ভয়ে এলাকার কেউ সাক্ষী দিতে পারে না, থানার ওসিও ভয়ে নিরব থাকে” — জনতার কথা বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা