নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত – ইউ এস বাংলা নিউজ




নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৪:৩৬ 26 ভিউ
গতি দিয়ে পরিচিতি পেয়েছেন, গতিতেই রাজ করছেন নাহিদ রানা। প্রতিপক্ষের পরিকল্পনার বড় একটা অংশও থাকে তাকে ঘিরে। টেস্ট খেলতে আসা জিম্বাবুয়েও শুনেছিল স্পিডস্টারকে নিয়ে প্রশ্ন। তারা দিয়েছেন উড়িয়ে। সেই খোঁচার জবাবে হুংকারই দিয়ে রেখেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল লাক্কাতুরার চা বাগান ঘেরা স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে আজ সংবাদ সম্মেলনে শান্তর কাছেও নাহিদের প্রসঙ্গটি যায়। গতকাল জিম্বাবুয়ের তারকা ব্যাটার শন উইলিয়ামস বলেছেন, নাহিদের গতি নিয়ে তারা চিন্তিত নয়। ওসব আগেও খেলেছেন, বোলিং মেশিনও নাকি বেশি গতিতে বল করে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে বোলিং করেন নাহিদ। প্রতিপক্ষের ব্যাটারের নাকের জলে চোখের জলে করে দেন। শান্ত সেই

বিষয়টিই সামনে এনেছেন। টাইগার অধিনায়ক বলেছেন, ‘ম্যাচে যখন নাহিদ বল করবে আর প্রতিপক্ষ যখন ব্যাট করবে তখন তাদের শরীরী ভাষা দেখলে বুঝতে পারবেন—নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং কতটা এক্সট্রাডিনারি।’ প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে তখন একটা ঘুরেফিরে আসছে একটি শব্দ, ‘ছোট দল’। শান্তর দৃষ্টিতে প্রতিপক্ষ বড় না ছোট—এই বিভাজন অপ্রাসঙ্গিক, ‘প্রতিপক্ষ আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ে, এই ধরনের চিন্তা না করে ভালো ক্রিকেট খেলতে হবে। জিম্বাবুয়ের সঙ্গে যেভাবে খেলব, দক্ষিণ আফ্রিকার সঙ্গেও যেন সেই মন মানসিকতা থাকে।’ নতুন বছরে নতুনভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও শুনিয়েছেন টাইগার কাপ্তান, ‘আমি আশা করব সামনে যেই পাঁচটা ছয়টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ।’ সাদা পোশাকের

লড়াইয়ে সিলেট টেস্টে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর জিম্বাবুয়ে। টাইগারদের চেনাজানা মাঠ হলেও, সমীহ করছেন না। নিজ দেশেই সেরে এসেছেন প্রস্তুতির সিংহভাগ। এবার মাঠে সেসব বাস্তবায়নের অপেক্ষায় সফরকারীরা। তার আগে গতকাল প্রচ্ছ্বন্ন হুমকি ছুঁড়েই গেছেন উইলিয়ামস। টাইগাররাও নাছোড়বান্দা। আগামীকাল সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সাদা পোশাকের লড়াই। দুই টেস্টের দ্বিতীয়টি চট্টগ্রামে খেলবে দুদল্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচন ৩০ জুনের ওই পারে যাবে না : প্রেস সচিব ‘রাতের ঘুম হয় কীভাবে?’ নেতানিয়াহুকে জিম্মি স্বজনদের প্রশ্ন বঙ্গবন্ধু বইমেলায় তসলিমা নাসরিন বললেন- ঝোপঝাড়ে কঙ্কাল, পাশে থাকা টুপি-লুঙ্গিতে শনাক্ত নিখোঁজ বৃদ্ধ চট্টগ্রামে কারখানায় তৈরি হচ্ছিল কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম পাকিস্তান সফর করা হচ্ছে না মোস্তাফিজের, বদলির নাম জানাল বিসিবি পাকিস্তানে ভারত-সমর্থিত ৯ সন্ত্রাসী নিহত ড. ইউনূস ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের এক জায়গায় করেছেন: গয়েশ্বর চন্দ্র ইউনূস জমানায় জঙ্গিবাদের অবাধ বিচরণ, বাংলাদেশকে আফগানিস্তান বানানোই লক্ষ্য? ইউক্রেনে সর্ববৃহৎ ড্রোন হামলা রাশিয়ার পাকিস্তানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে ওয়াইসির পালটা হুঁশিয়ারি হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে আইভী অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ ‘যারা মসজিদে বোমা ফেলে মানুষ হত্যা করে, তারা ভারতের অনুসারী-সন্ত্রাসী’ দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ ৮২ বছরে বিশ্বরেকর্ড বৃদ্ধার বড্ড তাড়াতাড়ি চলে গেলে: সালমান কাছ থেকে মৃত্যুকে দেখেছি: মুকুল বিয়ে ছাড়াই ১৩ বছর, আরও ১৩ কেটে যাবে: ঐন্দ্রিলা