
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

একশ’ রানও করতে পারলোনা বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জা

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার বিশাল জয়

বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে, হোয়াইটওয়াশ করলো আফগানিস্তান

নবীর ঝড়ে আফগানদের ২৯৩ রানের পাহাড়, চাপে বাংলাদেশ

গাজায় ফুটবল অবকাঠামো পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই
দুয়ো শুনে নেইমারের অবিশ্বাস্য গোল, উদযাপনে ফেরালেন রোনাল্ডোকে

সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই চলেছেন নেইমার। ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই চমকপ্রদ এক গোল করে বসেছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছেন তিনি।
নেইমার সেখানেই থামেননি। গোলটা করার পরই ব্রাজিলিয়ান এই তারকা উদযাপন করলেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর স্টাইলে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
প্রথমার্ধের প্রায় আধ ঘণ্টার পেরিয়ে যাচ্ছিল। নেইমার গোল পাচ্ছিলেন না। ঠিক সে মুহূর্তে কর্নার নিতে যান তিনি।
তবে তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা তাকে দুয়ো দিতে শুরু করেন। তাদের জবাবটাও তিনি দেন তৎক্ষণাৎ। আচরণ আর পারফর্ম্যান্স দুটো দিয়েই। কানে হাত দিয়ে ইশারা দেন, শুনতে
পাচ্ছি না, এরপর দুই হাত নিচ থেকে ওপরে করে জানান দেন, আওয়াজ আরও বাড়াও। এরপর তার জাদু দেখান নেইমার। সান্তোসের ৩৩ বছর বয়সী এই তারকা অসাধারণ এক কৌশলে বলকে জালে পাঠিয়ে দেন কর্নার থেকেই। একটু আগেও যে দর্শক দুয়ো দিচ্ছিল, তাদের স্তব্ধ করে দেন নেইমার। সে গোল করে তিনি ফিরে যান গ্যালারির পাশে, বিজ্ঞাপনের বোর্ডগুলোর দিকে। তার ওপরে বসে পড়েন তিনি। এ উদযাপনে তিনি ব্রাজিলের মাটিতে ফেরান রোনাল্ডোর স্মৃতি। এমন ভঙ্গিতে উদযাপন পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদে থাকাকালীন করতেন। নেইমারের এই গোল সান্তোসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। তবে তিনি এখানেই ক্ষান্ত হননি। এর ঠিক পাঁচ মিনিট পরই তিনি টিকিনহো সোয়ারেসকে আরও একটি গোলের
সুযোগ করে দেন। আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন এবং ইন্টার ডি লিমেইরার বিপক্ষে এসে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন আজ।
পাচ্ছি না, এরপর দুই হাত নিচ থেকে ওপরে করে জানান দেন, আওয়াজ আরও বাড়াও। এরপর তার জাদু দেখান নেইমার। সান্তোসের ৩৩ বছর বয়সী এই তারকা অসাধারণ এক কৌশলে বলকে জালে পাঠিয়ে দেন কর্নার থেকেই। একটু আগেও যে দর্শক দুয়ো দিচ্ছিল, তাদের স্তব্ধ করে দেন নেইমার। সে গোল করে তিনি ফিরে যান গ্যালারির পাশে, বিজ্ঞাপনের বোর্ডগুলোর দিকে। তার ওপরে বসে পড়েন তিনি। এ উদযাপনে তিনি ব্রাজিলের মাটিতে ফেরান রোনাল্ডোর স্মৃতি। এমন ভঙ্গিতে উদযাপন পর্তুগীজ তারকা রিয়াল মাদ্রিদে থাকাকালীন করতেন। নেইমারের এই গোল সান্তোসকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। তবে তিনি এখানেই ক্ষান্ত হননি। এর ঠিক পাঁচ মিনিট পরই তিনি টিকিনহো সোয়ারেসকে আরও একটি গোলের
সুযোগ করে দেন। আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেওয়ার পর প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন এবং ইন্টার ডি লিমেইরার বিপক্ষে এসে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন আজ।