দলীয় নেতার যৌন কুপ্রস্তাবের পর এবার দুর্ণীতির অভিযোগে এনসিপি ছাড়লেন নীলা ইসরাফিল – ইউ এস বাংলা নিউজ




দলীয় নেতার যৌন কুপ্রস্তাবের পর এবার দুর্ণীতির অভিযোগে এনসিপি ছাড়লেন নীলা ইসরাফিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৫:৪৫ 72 ভিউ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী ও ধানমন্ডি থানার প্রতিনিধি নীলা ইসরাফিল। সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলটির বিরুদ্ধে নৈতিক সঙ্কট, অনৈতিক সিদ্ধান্ত ও বিচারহীনতার সংস্কৃতির অভিযোগ তুলে সংগঠন ছাড়ার ঘোষণা দেন। স্ট্যাটাসে নীলা লিখেছেন, “আমি নৈতিকতা বেছে নিয়েছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপির নেতৃত্বে আস্থার ঘাটতি, অপরাধীদের পুনর্বাসন এবং আদর্শচ্যুতি আমাকে সরে যেতে বাধ্য করেছে।” তিনি আরও অভিযোগ করেন, দলটির অভ্যন্তরে শৃঙ্খলার অভাব রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে একটি বিশেষ গোষ্ঠী কর্তৃত্ব বজায় রাখছে। তাঁর ভাষায়, “নেতৃত্বে যখন অনৈতিক ও দুর্নীতিগ্রস্তরা স্থান পায়, তখন রাজনৈতিক সংগঠন আদর্শ হারায়।” নীলা বলেন, “আমি এমন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে

চাই না, যারা অপরাধীদের আশ্রয় দেয় এবং ন্যায়ের বিপরীতে অবস্থান নেয়।” তবে তিনি রাজনীতি থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না জানিয়ে উল্লেখ করেন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রাখবেন। যৌন হয়রানির অভিযোগে দলের ভেতরে উত্তাপ পদত্যাগের আগে, ২৬ জুন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেন নীলা ইসরাফিল। দলের গঠিত তদন্ত কমিটির কাছে জমা দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, তুষার বারবার রাতে ফোন করে আপত্তিকর ভাষায় কথা বলতেন, ছবি ও ভিডিও কলে কথা বলার জন্য চাপ দিতেন। অভিযোগপত্রে নীলা জানান, “২০২৪ সালের ডিসেম্বরে সহিংসতার শিকার হওয়ার পর বাংলাদেশ ত্যাগ করে নেপালে যাই। তখন সারোয়ার তুষারসহ অনেকে মানবিক

সহায়তা করেছিলেন। সেই আস্থার জায়গা থেকেই রাজনৈতিক যোগাযোগ রাখি। কিন্তু পরবর্তীতে তুষার সেই সম্পর্ককে বিকৃত করে ব্যক্তিগত ও অনৈতিক রূপ দিতে চায়।” তিনি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে তুষারের সঙ্গে কয়েকটি ফোনালাপ রেকর্ড করেন। এর একটি ক্লিপ ১৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তুষার চাপ দিতে থাকেন যাতে তিনি ফেসবুকে লিখে দেন—“তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।” তখন আরও দুটি ফোনালাপ রেকর্ড করে তা মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মাধ্যমে প্রচারের সিদ্ধান্ত নেন নীলা। দলের নিরবতা ও ‘সহানুভূতির অভাব’ অভিযোগের পর এনসিপি নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নীলা ইসরাফিল। তাঁর অভিযোগ, “এই সংকটকালে দলের পক্ষ থেকে কোনো ধরনের সহানুভূতি, নিরাপত্তা বা লিখিত বিবৃতি

পাওয়া যায়নি। বরং ১৯ জুন শুধু একটি লিখিত অভিযোগ চাওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে কোনো দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া হয়নি।” তিনি দাবি করেন, সারোয়ার তুষারের বিরুদ্ধে নিরপেক্ষ, স্বাধীন ও নারীবান্ধব তদন্ত কমিটি গঠন করতে হবে। একইসঙ্গে, নারী কর্মীদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করার দাবিও জানান। নীলার এই পদত্যাগ এনসিপির ভেতরে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই এটিকে নেতৃত্বের প্রতি প্রকাশ্য অনাস্থা হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্ত ও কিছু বিতর্কিত ব্যক্তিকে দলে অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে এই পদত্যাগ দলটির ভাবমূর্তি ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে বড় প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ কী নিয়ে? বিসিবি নির্বাচনে জিতলে যে পরিবর্তন আনতে চান তামিম মেরুন টি-শার্ট পরা সেই ব্যক্তি ছিলেন পুলিশের কনস্টেবল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দ্রুতগতির প্রাইভেটকার কেড়ে নিল পথচারীর প্রাণ সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাঙচুর ইসরাইলের সঙ্গে সম্পর্ক নিয়ে মাইক্রোসফটে বিক্ষোভ, চাকরি হারালেন ৪ কর্মী জাপানের প্রধানমন্ত্রীকে কী উপহার দিলেন মোদি? বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক সম্পর্ক জোরদারে চার দিনের সফরে চীন যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী চীনে পৌঁছেছেন এরদোগান চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮ হাজার, বিচ্ছেদ সাড়ে ৫ হাজার লিটনের ফিফটিতে সিরিজে দাপুটে শুরু বাংলাদেশের নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর, অনিশ্চয়তায় প্রাবোও প্রশাসন এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর জরায়ুর বদলে লিভারে বেড়ে উঠছে ভ্রূণ