ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চিয়া বীজের ফেসমাস্ক – ইউ এস বাংলা নিউজ




ত্বকের উজ্জ্বলতা বাড়াবে চিয়া বীজের ফেসমাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ | ৫:০২ 175 ভিউ
ত্বককে গ্লাসের মতো চকচকে, সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে রূপসচেতনদের চিন্তার শেষ নেই। ঘরোয়া বিভিন্ন উপাদান, ভেষজ থেকে শুরু করে বীজও নিরীক্ষা থেকে বাদ যায় না। সোস্যাল মিডিয়ায় বিউটি ইনফ্লুয়েন্সাররা এখন চিয়া বীজ দিয়ে রূপচর্চার উপায় বাতলে দিচ্ছেন। আর সে সব ফেসমাস্ক ইন্টারনেটে ব্যাপক ভাইরালও হয়েছে। চিয়া বীজের ফেসমাস্ক বর্তমানে কোরিয়ান গ্লাস স্কিন পাওয়ার জন্য সকলেই মরিয়া। এজন্য নানা কোরিয়ান বিউটি প্রোডাক্টও কেনেন। তবে চিয়া বীজের ফেসমাস্ক দিয়েই কাচের মতো ঝকঝকে ত্বক পাওয়া যায় বলে দাবি বিউটি ইনফ্লুয়েন্সারদের। চিয়া বীজের গুণাগুণ চিয়া বীজে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র্যা ডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে। ফলে ত্বকে বয়সের ছাপ সহজে পড়ে

না। দেখা যায় না রিঙ্কেলস ও বলিরেখা। অতিবেগুনি রশ্মির ক্ষতিও রুখে দিতে পারে এই বীজ। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই বীজ ত্বকের কোষে কোষে পুষ্টি জোগায়। এ কারণে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ত্বকে ময়শ্চার ধরে রাখতেও সাহায্য করে চিয়া বীজ। তাই এই বীজের ফেসমাস্ক লাগালে ঝকঝকে ত্বক পাওয়া কোনো ব্যাপারই নয়। ফেসমাস্ক বানানোর পদ্ধতি ফেসমাস্ক বানাতে লাগবে দেড় টেবিল চামচ চিয়া বীজ। এর সঙ্গে দিতে হবে অর্ধেক কাপ হুইপিং ক্রিম। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে। হুইপিং ক্রিমে ল্যাকটিক অ্যাসিড আছে। এই উপাদান প্রাকৃতিক এক্সফোলিয়েটরের কাজ করে। ফলে ত্বকের উপরের মৃত কোষ দূর হয়। ফ্যাট সমৃদ্ধ

হুইপিং ক্রিম ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়। তাই এই ফেসপ্যাক মাখলে ত্বকের বলিরেখা, কুঁচকে যাওয়া চামড়াও মিলিয়ে যায়। ১ ঘণ্টা পর ওই মিশ্রণ ফ্রিজ থেকে বের করে নিন। এরপর মিক্সারে ১-২ টেবিল দুধ বা দই দিয়ে পেস্ট বানিয়ে নিন। তাতে ১ টেবিল চামচ মধু দিন। এ মিশ্রণটি পুরো মুখে ভালো করে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিন। ভালো ফলাফল পেতে সপ্তাহে ১-২ দিন এই মাস্ক ব্যবহার করুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সত্যের পক্ষে দুগ্ধপোষ্য শিশুর সাক্ষ্য দিনভর খেলা, ফুটবলপ্রেমীদের আবার রাত না জেগে উপায় নেই দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, বিভ্রান্ত না হবার আহ্বান ছেলে জয়ের ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া মাচাদো শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ টর্নেডোর আঘাত অক্টোবরে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, হতে পারে বন্যাও ভারতের ৯ প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় প্রবেশ করেছে ১৫৩টি ত্রাণবাহী ট্রাক: রেড ক্রিসেন্ট সাভারে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার ১ ১০ মিনিটে মানসিক চাপ কমাতে পারে ৬ অভ্যাস বাংলাদেশের জন্য দুঃসংবাদ: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই আসছে বাজারে সবজির সেঞ্চুরি: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই রাজনৈতিক অস্থিরতায় রপ্তানিতে ধাক্কা, বিনিয়োগে স্থবিরতা, উচ্চ মূল্যস্ফীতি: ভয়াবহ সংকটে অর্থনীতি পুলিশি বাধায় চারুকলার পর গেণ্ডারিয়াতেও পণ্ড ‘শরৎ উৎসব’: ১৯ বছরের ধারাবাহিকতায় ছেদ তালেবান মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাবুলে দূতাবাস চালুর ঘোষণা ভারতের, ভারতকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ আখ্যা আওয়ামী লীগ কি সশস্ত্র সংগ্রাম করবে? কারাবন্দীদের উপর নির্যাতন: সংবিধান ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি বেবিচকের