তীব্র শীতেও হাফপ্যান্ট-জার্সি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের – ইউ এস বাংলা নিউজ




তীব্র শীতেও হাফপ্যান্ট-জার্সি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ | ৫:০৮ 5 ভিউ
যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল রোববার সকাল ১০টায়। টুর্নামেন্টে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভ্যেনুতে উপস্থিত হন বেশ আগেভাগেই। কিন্তু টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় তাদের হাফপ্যান্ট আর পাতলা জার্সি পরিয়ে সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখেন আয়োজকরা। এতে কোমলমতি এসব শিশুরা শীতে জবুথবু হন বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবক মহলে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে শিক্ষার্থীদের মাঠের আসার বিষয়টি স্বীকার করে বলেন, কিন্তু তাদের

খোলা মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়নি। কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ৮টার দিকে তারা মাঠে পৌঁছানোর পর উপজেলা দলের জার্সি পরে তাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। মাইকে কিছুক্ষণ পরপর শিক্ষকরা ঘোষণা দেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলা ১১টা ২০ মিনিটের দিকে মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফলে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে কাহিল হয়ে পড়েন শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের। টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ

হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে (বালক) মনিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মনিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাড়ি উৎপাদনে মানুষের জায়গা নিচ্ছে রোবট! খালেদা জিয়াকে নিয়ে উড়ার অপেক্ষায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তিন মোড়লের দুই স্তরের টেস্ট প্রস্তাবে বিরক্ত লয়েড তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ১০০ গাজায় ইসরাইলের যুদ্ধ-কুকুর, ফিলিস্তিনি নারীর বর্ণনায় প্রকাশ্যে এলো ভয়াবহতা ৫ মাসে ১৫ হাজার রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০ অভিযোগ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুতে আক্রান্ত রোগীর মৃত্যু আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান বিপাশা ও জনকে নিয়ে অমিতাভের রসাল মন্তব্য, বলিউডে হইচই ম্যানেজারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, মুখ খুললেন মোনালি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ফ্যাশন হাউস ‘সিগনেচার কালেকশন’-এর প্রথম শাখা উদ্বোধন খালেদা জিয়া আজ লন্ডন যাচ্ছেন দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়! টিউলিপের পাশে দাঁড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা ২২০ বাংলাদেশি ঘুম থেকে উঠে দেখি, রাতারাতি মেজর ডালিম হয়ে গেছি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বাজারে আসছে রয়্যাল এনফিল্ডের নতুন ৫ বাইক অস্থির চালের বাজার