
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা

আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আজ এইচএসসি পরীক্ষা স্থগিত

ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই

শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতার বৃত্ত ভরাট, ব্যবস্থা নিচ্ছে বোর্ড

শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

এসএসসি পরীক্ষায় পাসের দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ
তীব্র শীতেও হাফপ্যান্ট-জার্সি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হলো শিক্ষার্থীদের

যশোর জেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল রোববার সকাল ১০টায়। টুর্নামেন্টে অংশ নিতে বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভ্যেনুতে উপস্থিত হন বেশ আগেভাগেই। কিন্তু টুর্নামেন্টের প্রধান অতিথি জেলা প্রশাসকের আসতে দেরি হওয়ায় তাদের হাফপ্যান্ট আর পাতলা জার্সি পরিয়ে সদরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখেন আয়োজকরা।
এতে কোমলমতি এসব শিশুরা শীতে জবুথবু হন বলে প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে শিক্ষক ও অভিভাবক মহলে।
তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে শিক্ষার্থীদের মাঠের আসার বিষয়টি স্বীকার করে বলেন, কিন্তু তাদের
খোলা মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়নি। কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ৮টার দিকে তারা মাঠে পৌঁছানোর পর উপজেলা দলের জার্সি পরে তাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। মাইকে কিছুক্ষণ পরপর শিক্ষকরা ঘোষণা দেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলা ১১টা ২০ মিনিটের দিকে মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফলে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে কাহিল হয়ে পড়েন শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের। টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ
হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে (বালক) মনিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মনিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।
খোলা মাঠে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হয়নি। কয়েকজন শিক্ষার্থী জানান, সকাল ৮টার দিকে তারা মাঠে পৌঁছানোর পর উপজেলা দলের জার্সি পরে তাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হয়। মাইকে কিছুক্ষণ পরপর শিক্ষকরা ঘোষণা দেন, আর একটু পরই ডিসি স্যার আসবেন, তিনি এসে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। কিন্তু জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলা ১১টা ২০ মিনিটের দিকে মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফলে দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে কাহিল হয়ে পড়েন শিক্ষার্থীরা। শীতে কাঁপুনিও দিতে দেখা গেছে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের। টুর্নামেন্টের উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ
হাসান টুকুন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে (বালক) মনিরামপুর উপজেলাকে তিন গোলে হারায় শার্শা উপজেলা আর বালিকা বিভাগে মনিরামপুর উপজেলাকে চার গোলে হারিয়েছে শার্শা উপজেলা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৮ জানুয়ারি।