তালেবানকে স্বীকৃতির নেপথ্যে রাশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫
     ৮:১৫ অপরাহ্ণ

তালেবানকে স্বীকৃতির নেপথ্যে রাশিয়ার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৮:১৫ 73 ভিউ
রাশিয়ার মতো শক্তিশালী দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ায় দেশটির সামনে এখন নতুন কূটনৈতিক দ্বার খুলে গেছে। ভূরাজনৈতিক কৌশল হলেও মস্কোর এই পদক্ষেপ অন্যান্য দেশকে আফগানিস্তানকে স্বীকৃতি দিতে উৎসাহিত করতে পারে। একই কাতারে শামিল হতে পারে পাকিস্তান, ইরান ও তুরস্কসহ অন্যান্য মুসলিম দেশ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থেই কাবুলকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। প্রথম দেশ হিসেবে রাশিয়া কাবুল সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। ২০২১ সালে আশরাফ ঘানি সরকারের পতনের পর কাবুলের সঙ্গে মস্কোর সম্পর্ক ক্রমেই বৃদ্ধি পায়। তালেবানের প্রতি অতীত সমর্থন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশীদারিত্ব থাকায় দু’দেশকে কাছাকাছি আনতে সহায়তা করেছে। আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার একটি

জটিল ইতিহাস রয়েছে। সোভিয়েত-আফগান যুদ্ধ এই ইতিহাস সৃষ্টি করেছিল। তবে ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা পরিবর্তনের পর থেকে রাশিয়া তালেবান নেতৃত্বকে গুরুত্ব দিয়ে দেখছে। স্বীকৃতির পর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের সঙ্গে জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে তুলতে রাশিয়া ইতিবাচক। রাশিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দেওয়ায় চীন, পাকিস্তান, ইরান ও তুরস্কের মতো দেশ উৎসাহিত হতে পারে। দেশগুলো ইতোমধ্যে তালেবান সরকারের সঙ্গে কাজ করছে। কাবুলকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও এই দেশগুলোর ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। রাশিয়া আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী আইসিসকে নিয়ে বারবার নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে। এই হুমকি মোকাবিলায় দেশটি তালেবান শাসকদের একটি সম্ভাব্য অংশীদার

হিসেবে দেখে থাকে। বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাসহ অর্থনৈতিক স্বার্থও রয়েছে রাশিয়ার। রাশিয়ার স্বীকৃতিকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স পোস্টে তিনি বলেন, ‘আমরা রাশিয়ার সাহসী পদক্ষেপকে মূল্য দিই। আল্লাহর ইচ্ছায় এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’ নয়াদিল্লি-ভিত্তিক অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপ-পরিচালক কবির তানেজা আল জাজিরাকে বলেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কাছে কৌশলগত এবং নিরাপত্তা উভয় উদ্দেশ্যেই কাবুল সরকারের সঙ্গে জড়িত হওয়া ছাড়া খুব বেশি বিকল্প নেই। রাশিয়া স্বীকৃতি দেওয়ার পর অন্যান্য দেশও এটি অনুসরণ করতে পারে। এশিয়ার কিছু দেশের এই তালিকায় চীনও রয়েছে। তিনি বলেন, তালেবানকে রাশিয়ার স্বীকৃতি একটি ভূরাজনৈতিক খেলা। তবে স্বীকৃতির পদক্ষেপ কাবুলে মস্কোর অবস্থানকে দৃঢ়

করে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই স্বীকৃতি তালেবানদের জন্য একটি বড় বিজয়। কারণ আন্তর্জাতিক স্বীকৃতি তাদের মূল লক্ষ্য। মস্কো-কাবুল অর্থনৈতিক সম্পর্ক আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক বিকশিত হচ্ছে। এর মূল লক্ষ্য- জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামোগত সম্ভাব্য সহযোগিতা। রাশিয়া টিএপিআই (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত) গ্যাস পাইপলাইনসহ জ্বালানি প্রকল্পগুলোতে অংশগ্রহণ এবং সম্ভাব্য বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে। রাশিয়া আফগানিস্তানকে গ্যাস এবং অন্যান্য পণ্যের জন্য একটি সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে দেখছে। সম্ভবত এটিকে উত্তর-দক্ষিণ পরিবহন করিডোরে একীভূত করতে পারে। কৃষি পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং ভূমি পুনরুদ্ধার এবং কৃষি শিক্ষার মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাশিয়া আফগানিস্তানের রেলওয়ে উন্নয়নসহ অবকাঠামো প্রকল্পগুলোতে আগ্রহী, যা ট্রানজিট হাব হিসেবে আফগানিস্তানের

ভৌগোলিক অবস্থান থেকে উপকৃত হতে পারে। মস্কো আফগানিস্তানে নিরাপত্তা চ্যালেঞ্জ স্বীকার করলেও সন্ত্রাসবাদ ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে একটি সম্ভাব্য অংশীদার হিসেবেও দেখে। আফগানিস্তানের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি রাশিয়ার জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়। আঞ্চলিক নিরাপত্তা ও রাজনীতি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য গত জুলাইয়ে মস্কোতে পুতিন ও তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাহমন বৈঠক করেন। সেখানে দুই নেতা পরিবেশগত, আর্থিক এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে চুক্তি সই করেন। বৈঠকে পুতিন আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে চলমান নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, অবশ্যই আমরা মধ্য এশিয়ায় আফগানিস্তানকে একটি চ্যালেঞ্জ ও হুমকি হিসেবে

বিবেচনা করি। রাশিয়া এই উদ্বেগগুলো মোকাবিলার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ইউরোশিয়া রিভিউ বলছে, নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার উদ্বেগের নানা কারণ রয়েছে। তালেবানের সঙ্গে বিশ্বব্যাপী সশস্ত্র নেটওয়ার্কগুলোর সংযোগ রয়েছে। তাদের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইসলামিক মুভমেন্ট অফ উজবেকিস্তান (আইএমইউ), ইসলামিক স্টেট-খোরাসান প্রদেশ (আইএসকেপি) এবং আল-কায়েদার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ বিভিন্ন সময় ছিল। উজবেকিস্তানের সরকার ও তাজিকিস্তান আফগান ভূখণ্ড থেকে চরমপন্থি আন্দোলনের প্রবেশ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে। ইরান তার সীমান্তবর্তী এলাকায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছে। পাশাপাশি আফগান মাটি থেকে পরিচালিত টিটিপির চলমান সন্ত্রাসী হুমকির মুখোমুখি হচ্ছে পাকিস্তান। রাশিয়া মনে করে এসব নিরাপত্তা হুমকি মস্কোর জন্য হুমকিস্বরূপ। তবে ভূরাজনৈতিক কারণ ও পশ্চিমা শক্তির

সঙ্গে প্রতিযোগিতার কারণে রাশিয়া তালেবানকে তাদের দক্ষিণ সীমান্ত রক্ষার জন্য মিত্র হিসেবে দেখে। সূত্র: আলজাজিরা, ইউরেশিয়া রিভিউ, কাবুল নাউ অনলাইন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই ফাউন্ডেশনের ভেতরে ‘আয়নাঘর’ বানিয়ে নির্যাতন: স্বীকারোক্তি ভুক্তভোগী জুলাইযোদ্ধার আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন: জেনেভায় আইপিইউ অধিবেশনে ১০ দফা সিদ্ধান্ত শান্তিপূর্ণভাবে, গৌরবে, অবিচল থেকে দেশকে রক্ষা করি দিল্লি হামলাকে ‘ষড়যন্ত্র’ আখ্যা মোদির, তদন্তে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ ভারতীয় পুলিশের যে কোনো দেশের পারমাণবিক পরীক্ষা হলে রাশিয়া ‘সমানভাবে প্রতিক্রিয়া জানাবে’: ল্যাভরভ পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক বাংলাদেশী জঙ্গির মৃত্যু গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন “জঙ্গিবাদ মানবতার শত্রু”— দিল্লি হামলা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের বিবৃতি খোলা বাজার থেকে ডলার কিনে ‘রিজার্ভ বৃদ্ধির’ কৃত্রিম কারিশমা দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক শহিদ জননী জাহানার ইমামের বই কেজি দরে বিক্রি: বাংলা একাডেমির মুখে কালিমা চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বিক্রয় প্রতিনিধি নিহত আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচী: শান্তা-মরিয়ম, এআইইউবি’তে ১২-১৩ নভেম্বরের ক্লাস-পরীক্ষা বাতিল ইউনূস সরকারের আমলে বাড়ছে অপরাধ, বাড়ছে নিরাপত্তাহীনতাঃ অক্টোবরে ৫% বৃদ্ধি যে আওয়ামীলীগ তোমরা দেখো নাই, চেনো না… ছিলেন জুলাই আন্দোলনের সমর্থক, ধর্ষণের হুমকি পেয়ে তাকেই ছাড়তে হলো খেলা আগামী তিনমাসের মধ্যে খাদ্যসংকটে দেড় কোটিরও বেশি মানুষ ১০ই নভেম্বর, শহিদ নূর হোসেন দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি