ঢাবিকে ৪ ঘণ্টার আলটিমেটাম, ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ঢাবিকে ৪ ঘণ্টার আলটিমেটাম, ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ৪:০৩ 17 ভিউ
চার ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে একদিনে মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষর্থীরা। ঢাকা কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে প্রতিষ্ঠানটির শহিদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন তারা। সোমবার বেলা ১২টার দিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটামের ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের একটি ঢাকা কলেজ। ঢাকা কলেজের শিক্ষার্থী সজিব বলেন, আমাদের ওপর আঘাত করা হয়েছে। এই আঘাতের দ্রুত বিচার করতে হবে। ৭ কলেজের সমস্যা নিরসনে যদি আরও কঠোর অবস্থানে যেতে হয়, আমরা তাতেও প্রস্তুত। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশ যেভাবে আমাদের ওপর হামলা করেছে, ঠিক একইভাবে গতকাল

রাতে আমাদের ওপর হামলা করা হয়েছে। এর দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার না করলে আমরা কঠোর আন্দোলনে যাব। সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বিকাল ৪টার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন তারা। সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। ২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি, ওসিসহ

জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। ৫. উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পার্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে। ৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের

রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। রোববার (২৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। জানা যায়, রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রো-ভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষাথীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বাড়িটা আর নেই’, ঘরে ফেরা ফিলিস্তিনির আর্তনাদ রেলের কর্মবিরতিতে সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি বরিশালে বাস টার্মিনালে সংঘর্ষ ভাংচুর, ধর্মঘটের ডাক শ্রমিকদের নায়িকাকে একনজর দেখতে আদালতে তলব! গুচ্ছ ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জবি মেলিন্ডার সঙ্গে বিবাহবিচ্ছেদ ছিল ভুল: বিল গেটস পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত পাকিস্তানে উচ্চশিক্ষার অনুমতি পেল আফগান নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথরা ৪১বার বাধা দিয়েছিল পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ৭ টিভি অভিনেত্রী চীনে হবে ম্যারাথন, দৌড়াবে মানুষ ও রোবট স্বজনের মুখটা শেষবারের মতো দেখতে দিলেন না বিমানের কর্তারা আলো থেকে অন্ধকারে আচ্ছন্ন বাংলাদেশ রুপা আসমা ফুসফুসে ক্যানসারের লক্ষণ বুঝবেন যেভাবে র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা স্থগিত পল্লবীর সাবরেজিস্ট্রার প্রদীপের অন্ধকার জীবন সেনাবাহিনী থেকে ‘ট্রান্সজেন্ডার মতাদর্শ’ বের করতে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের সেপ্টেম্বরেই পাওয়া যেতে পারে ক্যানসারের টিকা বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার