ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ট্রাম্পের হুমকির জবাবে ইরানের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ৪:৫৮ 59 ভিউ
হুথি বিদ্রোহীদের লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যেকোনো আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার হোসেন সালামি রোববার এক বিবৃতিতে জানান, আমরা যুদ্ধ খুঁজছি না, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে হুমকি দেয়, আমরা উপযুক্ত, সিদ্ধান্তমূলক এবং চূড়ান্ত পদক্ষেপ নেব। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র শনিবার হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়, যাদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ অংশ, যার মধ্যে রাজধানী সানা। ট্রাম্প ইরানকে তাত্ক্ষণিকভাবে হুথি বিদ্রোহীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে ট্রাম্প তার সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, আমেরিকা আপনাকে সম্পূর্ণ দায়ী করবে এবং আমরা এতে কোমল হব

না! মার্কিন চাপ অস্বীকার করেছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের ইরানের পররাষ্ট্র নীতির উপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই। হুথি বিদ্রোহীরা, যারা ইরান থেকে আর্থিক এবং সামরিক সহায়তা পায়, ইরানের প্রতিরোধ অক্ষ-এর অংশ, যা ইসরাইলের বিরোধী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের অন্যতম দল। এই জোটের মধ্যে হামাস এবং হিজবুল্লাহও রয়েছে। তবে আইআরজিসি কমান্ডার সালামী দাবি করেছেন, হুথি বিদ্রোহীরা স্বাধীনভাবে তাদের কৌশলগত ও পরিচালনাগত সিদ্ধান্ত নেয় এবং তাদেরকে ইয়েমেনি জনগণের প্রতিনিধি বলে উল্লেখ করেছেন। মার্কিন হামলার নিন্দা মার্কিন বিমান হামলা থেকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অন্তত ৩১ জন নিহত হয়েছে এবং ১০১ জন আহত হয়েছে। ইরান হামলাটিকে বর্বর

বলে নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় ইয়েমেনি নারী ও শিশুদেরসহ বহু হতাহতের কারণ হয়েছে। পারমাণবিক আলোচনা ও উত্তেজনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা, ট্রাম্পের পারমাণবিক আলোচনা নিয়ে খোলামেলা মনোভাবের মধ্যেই ঘটছে। তবে তিনি একসঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সর্বোচ্চ চাপ কৌশলের অংশ হিসেবে সামরিক আক্রমণের হুমকি পুনর্ব্যক্ত করেছেন, যা তার প্রথম প্রশাসনে (২০১৭-২০২১) শুরু হয়েছিল। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলেইমানি নিহত হন, যিনি ইরানের আঞ্চলিক সামরিক অপারেশনগুলোর পরিকল্পনাকারী ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের গণমাধ্যমের বিরুদ্ধে ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে ইসরায়েল পুড়ছে রেকর্ড তাপমাত্রায় নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয় ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু ‘স্টার লিংকের’ সমান শুল্ক সুবিধা পাচ্ছে বিএসসিএল জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি সরকারকে এক মাসের আলটিমেটাম শিক্ষকদের ৩৩ ওষুধের দাম কমলো, ১১৬ কোটি টাকা সাশ্রয় যতীন সরকার মারা গেছেন ভারতকে পাক সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র এক সেঞ্চুরিতে ৮০ ধাপ উন্নতি ‘বেবি এবির’