
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত

ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান

ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো

আমেরিকার উপকূলেও সুনামি শুরু!
ট্রাম্পের ঘটনাবহুল ১০০ দিন, আলোচিত যত মন্তব্য

দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এরইমধ্যে ১০০ দিন অতিবাহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সময়ের প্রতিটিদিনই নানা মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প, হয়েছেন বিশ্ব মিডিয়ায় খবরের শিরোনাম। তার এসব মন্তব্যে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল যেমন ছিল তেমনি এসব মন্তব্য অনেক সময় বিনোদনের খোরাকও জুগিয়েছে।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের কিছু স্মরণীয় উক্তি নিয়ে এই প্রতিবেদন-
‘আমেরিকাকে আবার সেরা বানাতে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন'
ট্রাম্প তার ক্ষমতায় ফিরে আসার প্রথমদিনেই নিজেকে একজন মহীয়সী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করেন। গত বছর পেনসিলভানিয়ায় একটি নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার কথা বর্ণনা করতে গিয়ে বলেন-আমেরিকাকে আবার সেরা
বানাতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। ‘নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে সহযোগিতা করলেও ট্রাম্প তা থেকে সরে আসেন। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক। দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তিনি। অবশ্য পরে ফেব্রুয়ারিতে ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্যটি প্রত্যাহার করে এক সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ‘আমি কি এটা বলেছিলাম?’ ‘এই দেশগুলো আমাদের ডাকছে, আমার নিতম্বে চুম্বন করছে’ এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে উচ্চ শুল্কারোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় বিশ্ব নেতারা ট্রাম্পকে শুল্কারোপ ইস্যুতে নমনীয় হতে বললে তিনি তাদের উপহাস করে বলেন, এই দেশগুলি আমাদের ডাকছে, আমার নিতম্বে চুম্বন করছে। ‘মধ্যপ্রাচ্যের
রিভেরা’ যুদ্ধবিধ্বস্ত গাজাকে একটি বিলাসবহুল রিসোর্টে রূপান্তরের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। ‘কানাডা আমাদের ৫১তম রাজ্য হওয়া উচিত’ আমেরিকার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ কানাডা নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রাজ্যটির মেয়র হওয়ার যোগ্য বলে মন্তব্য করেন। যা তখন কানাডিয়ানদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছিল। ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল’ ফেব্রুয়ারিতে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইইউর সঙ্গে বৈরী বাণিজ্য সম্পর্কের সুর তৈরি করেন, ২৭টি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লকের প্রতি মার্কিন সমর্থনের দশকের
দীর্ঘ রেকর্ডের বিপরীতে গিয়ে মন্তব্য করেন- মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ‘এই বিচারক, অনেক কুটিল বিচারকের মতো যাদের সামনে আমাকে হাজির হতে বাধ্য করা হয়েছে, তাদেরও অভিযুক্ত করা উচিত’ প্রথম দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প, মার্চ মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে বিচারক জেমস বোসবার্গের অভিশংসনের আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন।
বানাতে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন। ‘নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেন যুদ্ধে সহযোগিতা করলেও ট্রাম্প তা থেকে সরে আসেন। সেই সঙ্গে ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচন ছাড়াই একজন স্বৈরশাসক। দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তিনি। অবশ্য পরে ফেব্রুয়ারিতে ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে মন্তব্যটি প্রত্যাহার করে এক সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ‘আমি কি এটা বলেছিলাম?’ ‘এই দেশগুলো আমাদের ডাকছে, আমার নিতম্বে চুম্বন করছে’ এপ্রিল মাসে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য আমদানিতে উচ্চ শুল্কারোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় বিশ্ব নেতারা ট্রাম্পকে শুল্কারোপ ইস্যুতে নমনীয় হতে বললে তিনি তাদের উপহাস করে বলেন, এই দেশগুলি আমাদের ডাকছে, আমার নিতম্বে চুম্বন করছে। ‘মধ্যপ্রাচ্যের
রিভেরা’ যুদ্ধবিধ্বস্ত গাজাকে একটি বিলাসবহুল রিসোর্টে রূপান্তরের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফেব্রুয়ারিতে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প। ‘কানাডা আমাদের ৫১তম রাজ্য হওয়া উচিত’ আমেরিকার উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশ কানাডা নিয়ে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। সেই সঙ্গে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রাজ্যটির মেয়র হওয়ার যোগ্য বলে মন্তব্য করেন। যা তখন কানাডিয়ানদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছিল। ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল’ ফেব্রুয়ারিতে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ইইউর সঙ্গে বৈরী বাণিজ্য সম্পর্কের সুর তৈরি করেন, ২৭টি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লকের প্রতি মার্কিন সমর্থনের দশকের
দীর্ঘ রেকর্ডের বিপরীতে গিয়ে মন্তব্য করেন- মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্যই ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল। ‘এই বিচারক, অনেক কুটিল বিচারকের মতো যাদের সামনে আমাকে হাজির হতে বাধ্য করা হয়েছে, তাদেরও অভিযুক্ত করা উচিত’ প্রথম দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প, মার্চ মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে বিচারক জেমস বোসবার্গের অভিশংসনের আহ্বান জানিয়ে এমন মন্তব্য করেন।