টেলিগ্রাম লীগ: আশীর্বাদ নাকি সর্ববৃহৎ দায়ভার? – ইউ এস বাংলা নিউজ




টেলিগ্রাম লীগ: আশীর্বাদ নাকি সর্ববৃহৎ দায়ভার?

আনোয়ার সাদাত জিহান
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৫:৪৫ 24 ভিউ
আবহাওয়া যখন সবচেয়ে প্রতিকূল থাকে, তখন সমুদ্রপথে জাহাজ চালানোর দায়িত্বে থাকা নাবিক ও তার দলের সবচেয়ে শান্ত, তীক্ষ্ণ এবং ধৈর্যশীল অবস্থানে থাকা প্রয়োজন। উত্তাল সাগর যখন নৌকাটিকে প্রচণ্ডভাবে কাঁপিয়ে দেয়, তখন উৎকণ্ঠা, বিশৃঙ্খলা ও ক্রমবৃদ্ধিমান অনিশ্চয়তাকে দক্ষতার সঙ্গে, নির্ভীক চিত্তে এবং স্পষ্ট লক্ষ্য ও মনোযোগ দিয়ে মোকাবিলা করতে হয়। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ১৯৭৫ সালে জাতির পিতা ও তার পরিবারের অধিকাংশ সদস্যের নির্মমভাবে হত্যার পর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। মৌলিক নিরাপত্তা, সুরক্ষা ও জীবনের উপর হুমকির মুখে দলের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগ্রহণকারী অজ্ঞাত নিরাপদ স্থানে থেকে কাজ করছেন, অন্যরা বাংলাদেশের অসাংবিধানিক অন্তর্বর্তী সরকারের দ্বারা অবৈধভাবে কারারুদ্ধ। এমন

এক সংকটপূর্ণ সময়ে, যে প্ল্যাটফর্মটি আশীর্বাদ না হয়ে দলের জন্য সবচেয়ে বড় দায়ে পরিণত হয়েছে, সেটি হলো টেলিগ্রাম। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে নিরাপদভাবে তথ্য পাঠানোর জন্য ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম টেলিগ্রাম, সুবিধাজনক হাতিয়ার না হয়ে রাজনৈতিক কর্মী ও নেতাদের নিরাপত্তা বিপন্ন করছে এবং কিছু নীতিহীন ব্যক্তি এটি ব্যক্তিগত অনৈতিক লাভের জন্য অপব্যবহার করছে। সংগঠিত হওয়া, পরিকল্পনা করা ও বাস্তবায়নের হাতিয়ার না হয়ে এটি কিছু রাজনৈতিক কর্মীর কাছে অবসরের আড্ডার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, যা দলে বিভাজনও বাড়াচ্ছে। রক্তাক্ত জুলাই মাসে, যখন আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করলো, তখন এক চমকপ্রদ বাস্তবতা প্রকাশ পেল। দলের ভেতরে অনেকেই হতভম্ব হয়ে

যান যখন জানা গেল যে বাংলাদেশ ছাত্রলীগের কিছু ছাত্রনেতা আসলে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সদস্য। শান্ত পরিবেশেও যদি এই দেশের শত্রুরা ছাত্রলীগের ভেতরে ঢুকে যেতে পারে, তবে দলের সবচেয়ে কঠিন সময়ে কী হতে পারে? টেলিগ্রাম প্ল্যাটফর্মে অসংখ্য গ্রুপ তৈরি হয়েছে, যা অনেকে বিদ্রুপ করে “টেলিগ্রাম লীগ” বলে ডাকছে, যেখানে সারা দেশের কর্মী ও রাজনৈতিক নেতা যোগ দিচ্ছেন। শুনতে আশাব্যঞ্জক মনে হলেও, সবুজ সংকেত দেওয়ার আগে পাঠকদের নিরাপত্তা ও সুরক্ষার দৃষ্টিকোণ থেকে বিষয়টি মূল্যায়ন করতে হবে। এই রাষ্ট্রশত্রুরা, ছাত্রশিবির কর্মীরা বসে নেই। তারা পূর্ণ শক্তিতে আওয়ামী লীগে অনুপ্রবেশের চেষ্টা করছে, যাতে একদিকে অন্তর্বর্তী সরকার তথাকথিত “আইন” ব্যবহার করে আওয়ামী লীগ কর্মীদের দমন

করতে পারে এবং অন্যদিকে এই গুপ্তচররা আওয়ামী লীগের পরিকল্পনার খবর সংগ্রহ করতে পারে। সম্প্রতি টেলিগ্রাম গ্রুপ থেকে আওয়ামী লীগ কর্মীদের কিছু অভ্যন্তরীণ আলাপ ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাষ্ট্রবিরোধী, আওয়ামী লীগবিরোধী ও বাংলাদেশবিরোধী জোটগুলো একত্রিত হয়ে এসব আলাপচারিতা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগের সুনাম নষ্টের চেষ্টা করে। ছদ্মবেশে এই অবৈধ অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী ও ছাত্রশিবির সহজেই এসব গ্রুপে প্রবেশ করে, যেখানে খুবই সীমিত রিসোর্স নিয়ে গ্রুপ অ্যাডমিনদের পক্ষে প্রতিটি সদস্যকে শনাক্ত করা প্রায় অসম্ভব। ফলে আওয়ামী লীগের সেই কর্মীদের পরিচয়, অবস্থান ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে, যারা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে এবং

আইনশৃঙ্খলা বাহিনীর দমননীতির শিকার হচ্ছে। এদিকে অভিযোগ উঠেছে যে কিছু ব্যক্তি ব্যক্তিগত অনৈতিক স্বার্থে এসব গ্রুপ ব্যবহার করছে। গ্রুপগুলো পরিচালনাকারী কিছু মানুষ রাজনীতির জন্য প্রয়োজনীয় মৌলিক সততা বিসর্জন দিচ্ছে। তারা কম অভিজ্ঞ কর্মীদের মিথ্যা তথ্য দিচ্ছে, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছে এবং তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে — যা শুধু অনৈতিকই নয়, বরং বাংলাদেশের বৃহত্তম দলের নীতির সম্পূর্ণ পরিপন্থী। এরা বঙ্গবন্ধুর মূল্যবোধ বহন করে না এবং কোনোভাবেই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে না। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৮ কোটি বাংলাদেশির নেতা, কেবলমাত্র কয়েকজনের নয়। তাই কর্মীদের বিচক্ষণতা ব্যবহার করতে হবে এবং নীতিহীন মানুষের ফাঁদে

পড়া থেকে বিরত থাকতে হবে। এসব বিবেচনায়, এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সব কর্মীকে টেলিগ্রাম গ্রুপগুলো ছেড়ে শুধুমাত্র আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেলে যোগ দিতে পরামর্শ দিয়েছিল। তবে কেন্দ্রীয় কমান্ডের নির্দিষ্ট একজনের হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্তটি বদলে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- দলটির ঐক্য, দৃঢ় সমন্বয় এবং কার্যকর পরিকল্পনা। কেবল আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই হয়তো নিরাপত্তা নিশ্চিত করা, গোপনীয়তা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। হাজারো ভিন্ন গ্রুপ, ভিন্ন ভিন্ন মানুষ, হাজারো ভিন্ন দিকনির্দেশনা— দলের পক্ষে এসব কিছুর দায়ভার বহন অসম্ভব না হলেও মারাত্মক চ্যালেঞ্জিং। মাঠপর্যায়ের কর্মী ও কেন্দ্রীয় কমান্ডের মধ্যে এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে মতবিভেদ আরও

বাড়বে। কেন্দ্রীয় কমান্ডকে বুঝতে হবে, মাঠপর্যায়ের কর্মীদের কল্যাণের জন্য কিছু দায়িত্ব তাদের কারণ মাঠপর্যায়ের কর্মীদের সময়, নিষ্ঠা ও ত্যাগেই আওয়ামী লীগ শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আর এই টেলিগ্রাম গ্রুপগুলো এখন তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পথে সবচেয়ে বড় বাধা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিষেধাজ্ঞার মধ্যেও চীনে হুয়াওয়ের উত্থান সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণে ২২ সদস্যের কমিশন গঠন দেশে বিরাজমান পরিস্থিতিতে রাজধানীর গুলশানে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে একটি সংঘবদ্ধ দলের বিরুদ্ধে। গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় মামলায় পাঁচজনকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদনে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক (বহিষ্কৃত) ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য (বহিষ্কৃত) আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য (বহিষ্কৃত) ১৩ বছর বয়সী এক কিশোরকে আদালতে পাঠানো হয়। তাদের মধ্যে প্রথম চারজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপরজনকে আটক রাখার আবেদন করা হয় পৃথক আবেদনে। দুটি আবেদনেই তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, উল্লেখিত আসামিসহ তাঁদের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে গুলশান এলাকায় বিভিন্ন বাসায় গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায় করে আসছে বলে তথ্য পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা আবেদনে আরও উল্লেখ করেন, এই সংঘবদ্ধ দলের সদস্যরা দেশে বিরাজমান পরিস্থিতিতে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে। তারা আরও কিছু মানুষের কাছ থেকে চাঁদা নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তদন্ত করতে এবং এই সংঘবদ্ধ দলের সঙ্গে আর কারা জড়িত তা জানার জন্য চারজনকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। তিনি আবেদনে লেখেন, মামলার এজাহারে দেখা যায়, গ্রেপ্তারকৃতরা ইতিমধ্যে মামলার বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা উদ্ধারের জন্যও রিমান্ডে নেওয়া প্রয়োজন। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান চারজনকে ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। ‘গুলশানে সমন্বয়ক পরিচয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে একটি গ্রুপ’ চিত্রনায়ক জসীমের ছেলে কণ্ঠশিল্পী রাতুল আর নেই সারাদেশে ইসির ৭১ কর্মকর্তা বদলি ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ: নেতানিয়াহু চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে যা বললেন আসামিরা গ্রিসজুড়ে ভয়াবহ দাবানল ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা ফের অস্থির হয়ে উঠছে ভোজ্যতেলের বাজার তাইওয়ানে চীনপন্থী রাজনীতিবিদদের সরানোর প্রচেষ্টা ব্যর্থ, সবাই আসনে বহাল আবারও কারা হেফাজতে মৃত্যু: মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা নান্নুর মৃত্যু, নির্যাতনের অভিযোগ স্বজনদের টেলিগ্রাম লীগ: আশীর্বাদ নাকি সর্ববৃহৎ দায়ভার? সেনা সদস্য পরিচয়ে ৩৭তম বিয়ের চেষ্টা, দুই প্রতারক জেলহাজতে যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতা তুষারের বাবাসহ আটক ৬, বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার মাস্ক-হেলমেটে মুখ ঢেকে আওয়ামী লীগের মিছিলে কী করছিলেন জামায়াতকর্মী ও বৈছা নেতা? বৈছা নেতা রিয়াদের আঙুল ফুলে বটগাছ: বাবা-দাদা রিকশাচালক, উঠছে আলিশান বাড়ি এমপির বাড়িতে কোটি টাকা চাঁদাবাজিতে গিয়ে গ্রেপ্তার রিয়াদ পুলিশ সংস্কার কমিশনের সদস্য