‘টমাহক’ ক্ষেপণাস্ত্রের দাবি নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫
     ৮:৩১ অপরাহ্ণ

‘টমাহক’ ক্ষেপণাস্ত্রের দাবি নিয়ে হোয়াইট হাউসে যাচ্ছেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৫ | ৮:৩১ 29 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে রাশিয়ার ভেতরে গভীর পর্যন্ত আঘাত হানতে সক্ষম টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের দাবি তুলবেন বলে জানা গেছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। জেলেনস্কি-ট্রাম্প বৈঠকটি এমন এক সময় হচ্ছে, যখন একদিন আগেই ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে এবং তারা শিগগিরই হাঙ্গেরিতে সরাসরি সাক্ষাতে বসতে সম্মত হয়েছেন। ট্রাম্প বলেন, আগস্টের মাঝামাঝি পর এটি ছিল পুতিনের সঙ্গে তার প্রথম কথা, এবং আলোচনাটি ‘খুবই ফলপ্রসূ’ ছিল। তিনি আরও জানান, ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে বৈঠকে বসবেন। মার্কিন সফরে এসে জেলেনস্কি বলেন, ‘মস্কো

যতবার টমাহকের নাম শোনে, ততবারই দ্রুত আলোচনায় বসার আগ্রহ দেখায়।’ এটি চলতি বছরের জানুয়ারি থেকে তার তৃতীয় যুক্তরাষ্ট্র সফর। জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে ২,৫০০ কিলোমিটার পাল্লার উন্নত টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন। সপ্তাহের শুরুতে এক প্রশ্নে ট্রাম্প বলেন, ‘দেখা যাক… হয়তো দেব।’ তবে পুতিনের সঙ্গে ফোনালাপের পর তিনি মন্তব্য করেন, ‘আমরা আমাদের টমাহকের মজুত শেষ করে ফেলতে পারি না। এগুলোর প্রয়োজন আমাদেরও আছে, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।’ ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, পুতিনের সঙ্গে আলোচনায় তারা রাশিয়া-যুক্তরাষ্ট্র বাণিজ্য নিয়ে ‘বিশদ সময়’ আলোচনা করেছেন—যুদ্ধ শেষ হলে সেই বাণিজ্য বাড়ানোর বিষয়ে। তিনি জানান, আগামী সপ্তাহে উভয় দেশের ‘উচ্চ পর্যায়ের উপদেষ্টারা’ এক অনির্দিষ্ট স্থানে বৈঠক

করবেন, যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্ব দেবেন। ট্রাম্প বলেন, তিনি জেলেনস্কিকে পুতিনের সঙ্গে আলোচনার বিস্তারিত জানাবেন এবং দাবি করেন, ‘আজকের কথোপকথনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’ তিনি সাংবাদিকদের জানান, দুই সপ্তাহের মধ্যে তিনি পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। ট্রাম্প অতীতে রাশিয়ার প্রতি তুলনামূলক সহনশীল মনোভাব দেখালেও সাম্প্রতিক মাসগুলোতে পুতিনের প্রতি তার অবস্থান কঠোর হয়েছে। আগস্টে আলাস্কায় একটি সরাসরি সম্মেলনের মাধ্যমে যুদ্ধবিরতির দিকে পুতিনকে রাজি করানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প, তবে বৈঠকটি বড় কোনো অগ্রগতি আনতে পারেনি। কয়েক দিন পর ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালেই পুতিনকে ফোন করেন। শুক্রবার পুতিন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান-এর সঙ্গেও কথা বলেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান,

পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিস্তারিত অরবানকে অবহিত করেন, আর অরবান হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সম্ভাব্য ট্রাম্প-পুতিন বৈঠক আয়োজনের প্রস্তাব দেন। অরবান এক্স-এ লিখেছেন, ‘বিশ্বের শান্তিকামী মানুষদের জন্য এটি দারুণ খবর,’ এবং জানান তিনি ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন। অরবান রাষ্ট্রীয় রেডিওকে বলেন, রুবিওর বৈঠকের এক সপ্তাহ পর ট্রাম্প-পুতিনের আরেকটি আলোচনা হতে পারে। ‘যেহেতু ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধপন্থি, তাই এই শান্তি প্রক্রিয়া থেকে তারা বাদ পড়বে—এটা যৌক্তিক,’ তিনি যোগ করেন। ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টা আগেই রাশিয়া ইউক্রেনে বছরের অন্যতম বড় আক্রমণ চালায়—যেখানে অন্তত ২৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩২০টি ড্রোন ব্যবহৃত হয়, ইউক্রেনের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ওলগা স্তেফানিশিনা জানান। তিনি বলেন, ‘পুতিনের ফোনালাপের আগেই রাশিয়ার এই হামলা মস্কোর

শান্তি নিয়ে প্রকৃত মনোভাব প্রকাশ করে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
*জনগণের প্রত্যাশা থেকে বিচ্ছিন্ন জুলাই সনদ, প্রতিশ্রুতির স্থলে প্রতারণা* আইসিটি বন্ধ ও রাজবন্দীদের মুক্তির দাবি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর, ভারতের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস শেখ হাসিনার বিচার: গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে অভিযোগ ‘অবৈধ সরকারকে’ হটাতে চূড়ান্ত আল্টিমেটাম: ১৩ তারিখ ঢাকা অচল করে দেওয়ার ডাক সজীব ওয়াজেদ জয়ের রাজধানীতে সারাদিনে অন্তত সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন ঘুমানোর সময় ওয়াই-ফাই বন্ধ রাখলে শরীরে কী হয়, জানলে অবাক হবেন শিক্ষার্থী ভর্তি বন্ধ দুই মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের আসন কমাল স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতে একের পর এক বিস্ফোরণ, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে উচ্চ সতর্কতা জারি  মধ্যরাতে জারাকে নিয়ে সারজিসের ফেসবুক পোস্টে চমক মোহাম্মদপুরে চাপাতিসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ ‘সালমান শাহকে শেষ করার পেছনে আমরা সিনেমার মানুষেরাই দায়ী’ ইউটিউবে ‘রঙ্গনা’, শাবনূর ফিরলেই নতুনভাবে শুরু গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক অভদ্ররা ভাবে জবাব দেওয়ার ক্ষমতা নেই : প্রভা পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদ মামুন গুলিতে নিহত