জোট সরকারে থাকছেন না বিলাওয়াল – ইউ এস বাংলা নিউজ




জোট সরকারে থাকছেন না বিলাওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ৯:৩১ 5 ভিউ
জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানিয়েছেন, বিতর্কিত খাল প্রকল্প নিয়ে আলোচনা বা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর কারণে তার দল আর ফেডারেল সরকারকে সমর্থন করতে পারবে না। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল নিউজ। খাল প্রকল্পের বিরুদ্ধে হায়দ্রাবাদের হাত্রি বাইপাসে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, (ফেডারেল সরকার) তাদের জোট শরিকদের কথা শুনছে না এবং নতুন খাল নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারও করছে না। পিপিপি চেয়ারম্যান বলেন, বেনজির ভুট্টো যখন বিতর্কিত বাঁধের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তখন মুলতান এবং খাইবার পাখতুনখোয়াসহ পাকিস্তানজুড়ে শ্রমিকরা প্রতিবাদ করেছিলেন। সবসময়ের মতো, ইসলামাবাদের লোকেরা এবারও

অন্ধ এবং বধির। কিন্তু নীতিগতভাবে আমরা এর বিরোধিতা করছি কারণ আমার ফেডারেশন ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা আপনাদের (ফেডারেল কর্তৃপক্ষ) ওপর আক্রমণ করছে। যখন দেশজুড়ে সন্ত্রাসবাদের আগুন জ্বলছে, তখন আপনারা এমন একটি ইস্যু তৈরি করেছেন যা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে পারে। বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘আমরা সকলেই তৃষ্ণায় মারা যেতে পারি। যদি পিপিপি কথা না বলে, তাহলে কে এটা থামাবে?’ বিলাওয়াল বলেন, ‘যদি আজ শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী হন, তাহলে তার হায়দ্রাবাদের জনগণকে ধন্যবাদ জানানো উচিত, কিন্তু যেহেতু তিনি তা করছেন না, তাই পিপিপি তাদের মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করে। ‘ তিনি উল্লেখ করেন, ইসলামাবাদ থেকে প্রকল্পগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এখনও নড়তে রাজি নন, এবং আমরাও পিছু হটতে প্রস্তুত নই।। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের জনগণের দাবি পূরণ করতে হবে, এবং যদি ফেডারেল সরকার এই প্রকল্প বন্ধ করতে প্রস্তুত না হয়, তাহলে আমরা পিছু হটতে প্রস্তুত। ’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ আরএসএস প্রচারকরা বিয়ে করেন না, সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও ‘ফিক্সিং হলে ক্রিকেটার তৈরি হবে না’ – উদ্বেগ বিসিবি সভাপতির আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের প্রলোভনে পড়ে রাশিয়ার হয়ে যুদ্ধ, ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে প্রাণ গেল বাংলাদেশির ভূমিকম্পে কাঁপল পাকিস্তান নাহিদকে নিয়ে জিম্বাবুয়ের খোঁচা, জবাবে যা বললেন শান্ত ‘দাগি’ শুধু একটি সিনেমাই নয়, একটি অভিজ্ঞতা: মেহজাবীন হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, চীন থেকে ছড়িয়েছে কোভিড শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারকরা’ কেন বিয়ে করতে পারেন না? আজকের খেলা: ১৯ এপ্রিল ২০২৫ আফগানিস্তানে পরিত্যক্ত মার্কিন অস্ত্র এখন জঙ্গিদের হাতে গাজার যুদ্ধাহত শিশুর ছবি বিশ্বসেরা জোট সরকারে থাকছেন না বিলাওয়াল আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি টানা ৫ দিন বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস