জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার – ইউ এস বাংলা নিউজ




জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:১৭ 37 ভিউ
মনীষা কৈরালা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন সমস্তধরনের লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যাপারে, বিশেষ করে ‘ভালোবাসা’ নিয়ে কথা বললেন হীরামান্ডি অভিনেত্রী। জীবনে বর্তমানে কোনো সঙ্গী আছে কিনা, জিজ্ঞাসা করা হলে, মনীষার কাছ থেকে জবাব এল, তিনি অবাক হযন এটা ভেবে যে, লোকেরা কীভাবে ধরে নিতে পারে যে তার কোনো সঙ্গী নেই। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মনীষা। জীবনে একজন সঙ্গীকে ‘মিস করা’র বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যার পরে তিনি তার প্রেমের জীবন সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছিলেন। মনীষা বলেন, ‘কে বলেছে আমার নেই (লাইফ পার্টনার)? হ্যাঁ এবং না, কারণ আমি কে এবং আমি

নিজে কীভাবে জীবন কাটাতে চাই, তা আমি জানি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না। মনীষা আরও বলেন, ‘জীবনে যদি সঙ্গী আসার হয়, আসবেই। জীবন পরিপূর্ণ করার জন্য কাওকে খোঁজার দরকার নেই। বরং দুটো মানুষের মিল হলেই তারা একই সরলরেখায় চলবে। আমি এখন যে জীবন আমার আছে, তা নিয়ে খুশি। আমি এখানে নিজের স্বাধীনতা, ভালোলাগা এবং পরিপূর্ণতার অনুভূতি

পাই। আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’ ২০১০ সালের ১৯ জুন, মনীষা কৈরালা কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। ২ বছর পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই বছরই অভিনেত্রীর ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে অভিনয় করে মন জয় করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইনস্টাগ্রামে লাইভস্ট্রিমিং নিষিদ্ধ হচ্ছে ১৬ বছরের নিচে, লাগবে পিতামাতার অনুমতি গাজায় অভিযানে আপত্তি, পাইলটসহ বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরাইলের গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলা, নিহত ৩৫ আজকের খেলা: ১০ এপ্রিল ২০২৫ এসএসসি-সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী, মানতে হবে ১৪ নির্দেশনা কাদের হাতে আমরা তুলে দিচ্ছি দেশের পতাকা? এবার চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জেলেনস্কি পিছু হটলেন ট্রাম্প, চীন বাদে সব দেশের ওপর শুল্ক স্থগিত ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ফিক্সিংয়ের বিষবাষ্প! ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স ৯০ লাখ টাকা নিয়ে উধাও ম্যানেজার অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিৎ সুহানার মা হচ্ছেন না দীপিকা? শান্তি ও সাফল্যের জন্য যে দোয়া পড়বেন গাজায় গণহত্যার প্রতিবাদে কিরগিজ মেডিকেল শিক্ষার্থীদের সংহতি র‍্যালি পুরুষের ‘রেট্রোগ্রেড ইজাকুলেশন’ সমাধানের উপায় বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ ট্রাক যুক্তরাষ্ট্রে কোম্পানি স্থানান্তরের এটাই দুর্দান্ত সময়: ট্রাম্প শুল্ক আরোপের পর বিশ্বনেতারা আমার পশ্চাদ্দেশে চুমু খাচ্ছেন: ট্রাম্প বেপরোয়া নিরীক্ষা, ট্রাম্প বৈশ্বিক বিভাজনকারী