জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার – ইউ এস বাংলা নিউজ




জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ৫:১৭ 73 ভিউ
মনীষা কৈরালা দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবনকে রেখেছিলেন সমস্তধরনের লাইমলাইট থেকে দূরে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যাপারে, বিশেষ করে ‘ভালোবাসা’ নিয়ে কথা বললেন হীরামান্ডি অভিনেত্রী। জীবনে বর্তমানে কোনো সঙ্গী আছে কিনা, জিজ্ঞাসা করা হলে, মনীষার কাছ থেকে জবাব এল, তিনি অবাক হযন এটা ভেবে যে, লোকেরা কীভাবে ধরে নিতে পারে যে তার কোনো সঙ্গী নেই। পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মনীষা। জীবনে একজন সঙ্গীকে ‘মিস করা’র বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, যার পরে তিনি তার প্রেমের জীবন সম্পর্কে একটি ইঙ্গিত দিয়েছিলেন। মনীষা বলেন, ‘কে বলেছে আমার নেই (লাইফ পার্টনার)? হ্যাঁ এবং না, কারণ আমি কে এবং আমি

নিজে কীভাবে জীবন কাটাতে চাই, তা আমি জানি। যদি কোনো সঙ্গীকে আমার জীবনে আসতে হয়, তার জন্য নিজের জীবনযাত্রার সঙ্গে আপস করতে পারব না। আমার যে জীবনযাত্রার মান রয়েছে তা ছেড়ে দিতে চাই না। সঙ্গী যদি এর সঙ্গে ছন্দ মিলিয়ে আমার পাশে হাঁটতে পারে, আমি খুশি। তবে এই মুহূর্তে আমি যেরকম আছি, তাতে কোনো বদল চাই না। মনীষা আরও বলেন, ‘জীবনে যদি সঙ্গী আসার হয়, আসবেই। জীবন পরিপূর্ণ করার জন্য কাওকে খোঁজার দরকার নেই। বরং দুটো মানুষের মিল হলেই তারা একই সরলরেখায় চলবে। আমি এখন যে জীবন আমার আছে, তা নিয়ে খুশি। আমি এখানে নিজের স্বাধীনতা, ভালোলাগা এবং পরিপূর্ণতার অনুভূতি

পাই। আমি এভাবেই চালিয়ে যেতে চাই।’ ২০১০ সালের ১৯ জুন, মনীষা কৈরালা কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মাধ্যমে নেপালি ব্যবসায়ী সম্রাট দাহালকে বিয়ে করেন। ২ বছর পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই বছরই অভিনেত্রীর ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। তখন থেকেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রেখেই রেখেছেন তিনি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ছবিতে অভিনয় করে মন জয় করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রশাসনিক অব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার নগ্ন প্রতিচ্ছবি আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা মান বিধ্বস্ত: ছাত্রলীগের মানবিক ভূমিকায় প্রশংসা, চিকিৎসা বিঘ্নকারীদের বিরুদ্ধে জনরোষ মাইলস্টোনে প্রেস সচিবসহ দুই উপদেষ্টা অবরুদ্ধ, “ভুয়া ভুয়া স্লোগান ‘আমার বন্ধু আমার চোখের সামনে মারা গেল’ এ মুহূর্তে দগ্ধদের জন্য যা করণীয় ‘মা হাসপাতাল এত দূরে কেন’ পুড়ে যাওয়া খাতা ঘিরে জারার বেঁচে থাকা না থাকা নিয়ে সংশয় ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর মাইলস্টোনে উৎসুক মানুষের ভিড় রাষ্ট্রীয় শোক আজ, সারাদেশে বিশেষ প্রার্থনা গেট ভেঙে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীরা, আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করলেন সজীব ওয়াজেদ জয় ‘এদেশ অভিশপ্ত, আমরাই এই অভিশাপের কারণ’, উপলব্ধি সালমান মুক্তাদিরের কুর্মিটোলা হাসপাতালে রক্ত দিতে গিয়ে মবের শিকার ছাত্রলীগ নেতা, টাকা দিয়ে মুক্ত