জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫
     ১১:৩৪ অপরাহ্ণ

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৫ | ১১:৩৪ 66 ভিউ
কাশ্মীরের রাজনীতিতে প্রবীণ নেতা ফারুক আবদুল্লাহর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে যেন এক যুগের ইতি ঘটল। এই উপত্যকা বহু দশক ধরে ফারুক নামের রাজনীতিককে দেখেছে কখনও মুখ্যমন্ত্রী, কখনও সংসদ সদস্য, কখনও সমঝোতার দূত হিসেবে। তার সরে যাওয়া মানে শুধু একটি আসন খালি হওয়া নয়, বরং এক রাজনৈতিক ধারা নতুন হাতের কাছে তুলে দেওয়া। ওমর আবদুল্লাহ সংবাদমাধ্যমে স্পষ্ট করেছেন, এটি তার পিতার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, দলে ঐক্য অটুট। কিন্তু রাজনৈতিক মহল বলছে, এই ঘোষণার মধ্যে দিয়ে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে নেতৃত্ব পরিবর্তনের সুর বেজে উঠেছে। ২০১৯ সালের পর থেকে কেন্দ্র–উপত্যকা সম্পর্কের যে নতুন কাঠামো তৈরি হয়েছে, তাতে ফারুকের নেতৃত্বে দলের কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে পড়েছিল। ওমর

বরাবরই অপেক্ষাকৃত প্রগতিশীল, তরুণ, এবং জনমুখী রাজনীতির প্রতীক হিসেবে উঠে এসেছেন। সেই দিক থেকেই দেখা যায়, উপনির্বাচনের আগে এই পরিবর্তন দলের অভ্যন্তরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত শুধু বয়সজনিত নয়। বরং রাজনৈতিক কৌশলগত। কারণ, ফারুক আবদুল্লাহ জানেন, এখন উপত্যকার রাজনীতি বদলেছে। মানুষের মধ্যে উন্নয়ন, কর্মসংস্থান এবং স্থিতিশীলতার চাহিদা প্রবল। এমন অবস্থায় তার সরে দাঁড়ানোকে ‘আত্মসমর্পণ’ বলা যাবে না। ওমরের রাজনৈতিক যাত্রা বরাবরই তার পিতার ছায়ায় থেকেছে। এবার হয়তো তিনি নিজেকে নতুন করে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। ন্যাশনাল কনফারেন্সের নীতি বরাবরই সংলাপ ও গণতন্ত্রকেন্দ্রিক, যা কাশ্মীরি রাজনীতিতে তুলনামূলক ভারসাম্য এনে দেয়। এই ধারাকে ধরে রেখে ওমর যদি মানুষের

আস্থা পুনরুদ্ধার করতে পারেন, তাহলে উপনির্বাচনে দলের পারফরম্যান্স এক নতুন দিক নির্দেশ করবে। অন্যদিকে, বিরোধী দলগুলো এখন এই সুযোগে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। বিজেপি উপত্যকার নতুন প্রশাসনিক কাঠামোয় উন্নয়নের স্লোগান তুলেছে, আর পিডিপি মানুষের আস্থার রাজনীতি ফেরানোর আহ্বান জানাচ্ছে। এই পরিস্থিতিতে ন্যাশনাল কনফারেন্সের জন্য ওমরের ভূমিকা নির্ধারণমূলক হবে। ফারুকের সরে যাওয়া রাজনীতির ইতিহাসে যেমন এক প্রজন্মের সমাপ্তি, তেমনই এটি নতুন সম্ভাবনার সূচনাও বটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক ও ইউটিউবে কথা বলবেন জননেত্রী শেখ হাসিনা ‘জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই হাদিকে সরিয়েছে’— মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত জামায়াত আমিরের ভিডিও প্রমাণ: ময়মনসিংহে গণপিটুনিতে নিহত হিন্দু যুবক পুলিশের হেফাজতেই ছিলেন, কারখানা থেকে ছিনিয়ে নেওয়া হয়নি পাকিস্তান সেনাবাহিনী ও শয়তানপুজার সংযোগ বাংলাদেশে হিংসার নেপথ্যে পাকিস্তানের ‘ঢাকা সেল’? ভারতের গোয়েন্দা রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৪০০ বছরের পুরনো গল্প, ঈদে মুক্তির দৌড়ে ‘রঙবাজার’ এপস্টেইনের ঘনিষ্ঠ নেতা, শিল্পী ও ব্যবসায়ীদের ছবি প্রকাশ মগবাজারে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে বিএসএফ সদস্যের প্রবেশ, বিজিবির হাতে আটক চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত আগুনে পুড়ে ছাই উদীচীর ৫৭ বছরের ইতিহাস ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা বার্সার লড়াকুকন্যা আইতানা বোনমাতি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বিপিএলের সময়সূচিতে পরিবর্তন দীর্ঘ নীরোগ জীবনের রহস্যভেদ ইসরায়েলের প্রশ্রয়ে গাজায় সশস্ত্র গোষ্ঠীর দৌরাত্ম্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের জাতীয় কবির সমাধির পাশে সমাহিত হাদি