জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩, বন্ধ সড়ক যোগাযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫
     ১০:৩২ অপরাহ্ণ

জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত ৩, বন্ধ সড়ক যোগাযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ১০:৩২ 71 ভিউ
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার রামবান এলাকায় শনিবার রাতভর ভারি বৃষ্টিপাতের পর একটি বাড়ি ধসে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে ভূমিধসের ঘটনাও ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে রামবান জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এর পর সেখান থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে উভয় দিক থেকে যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়েছে। কারণ অবিরাম বৃষ্টিপাতের ফলে মহাসড়কের বেশ কয়েকটি জায়গায় ভূমিধস নেমেছে। কর্মকর্তারা পিটিআইকে জানিয়েছেন, বন্যায় অনেক যানবাহন ভেসে গেছে এবং ধরমকুণ্ড গ্রামের প্রায় ৪০টি আবাসিক বাড়ি ধ্বংস হয়ে গেছে। প্রবল বৃষ্টি উপেক্ষা

করে আটকে পড়া গ্রামবাসীদের উদ্ধার করেন পুলিশ সদস্যরা। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় ভারি বৃষ্টিপাত ও ভূমিধসের পর ধ্বংসাবশেষ ও কাদা জমে গেছে রাস্তায়। ওই এলাকায় ট্রাক ও প্রাইভেটকারসহ যানবাহন আটকা পড়েছে সেই কাদায়। মন্ত্রী জিতেন্দ্র সিং এক এক্স পোস্টে এ অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে বলেন, ‘বৃষ্টিপাত ও ভূমিধসে রামবন এলাকায় কিছু সম্পত্তির ক্ষতিসহ তিনজন হতাহত হয়েছে। রামবান শহরের আশেপাশের এলাকাসহ এই গোটা অঞ্চলে রাতভর ভারি শিলাবৃষ্টি, একাধিক ভূমিধস এবং দ্রুত বেগে বাতাস বয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি পরিবারের সম্পত্তির ক্ষতি হয়েছে। ডেপুটি কমিশনার বশির-উল-হক চৌধুরীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাৎক্ষণিক পদক্ষেপের জন্য জেলা

প্রশাসন প্রশংসা পাওয়ার যোগ্য। এর ফলে বহু মূল্যবান জীবন বেঁচে গেছে। আর্থিক ও অন্যান্য সব ধরনের ত্রাণ দেওয়া হচ্ছে। ডিসিকে জানানো হয়েছে, প্রয়োজনে আরও যা যা প্রয়োজন তা সংসদ সদস্যদের ব্যক্তিগত সম্পদ থেকেও দেওয়া যেতে পারে। আতঙ্কিত না হওয়ার অনুরোধ রইল। আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠব’। এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, তিনি রামবনে ত্রাণ ও মেরামত পরিকল্পনা পর্যালোচনা করবেন। পাশাপাশি তিনি নাগরিকদের ভ্রমণ পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। এক্সে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘রামবানের মর্মান্তিক ভূমিধস ও আকস্মিক বন্যায় অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল।

প্রয়োজনে তাৎক্ষণিক উদ্ধার নিশ্চিত করতে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আজ আমি পুনরুদ্ধার, ত্রাণ এবং মেরামতের পরিকল্পনাগুলো পর্যালোচনা করব। আপাতত সরেজমিনে পরিস্থিতি সামাল দেওয়ার দিকেই নজর রয়েছে। নাগরিকদের ভ্রমণ পরামর্শগুলো অনুসরণ করতে এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে অপ্রয়োজনীয় যাতায়ত এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী বিজয় দিবসে মোদির টুইট, একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম কুয়ালালামপুরে ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশিসহ ৯০ অবৈধ অভিবাসী আটক কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী