ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হাসানের জোড়া আঘাতের পর বড় সংগ্রহের পথে উইন্ডিজ
প্রথম দিন : শুরুর মতো হলো না বাংলাদেশের শেষটা
বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান
ক্যারিবিয়ানে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জাকির খান এলেই কেঁপে উঠে আদালতপাড়া, ভয় পেতেন শামীম ওসমানও
বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর জাতীয় লিগে নিষিদ্ধ
রোনাল্ডো বক্সে, মেসি পুরো মাঠেই ভয়ঙ্কর: রদ্রি
চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তানের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আইসিসি
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্তানের প্রস্তুতিতে সন্তুষ্ট বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) তারা নিজেদের সন্তুষ্টির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছে বলে খবর দিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)।
আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা পাকিস্তানের। সেজন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম এবং পিন্ডি স্টেডিয়ামের সংস্কারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে দেশটি।
শুক্রবার টুর্নামেন্টের নিরাপত্তাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে আইসিসি প্রতিনিধিদল। বৈঠকের পর এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘করাচি এবং রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি দেখে সন্তুষ্ট আইসিসির প্রতিনিধিদল। এছাড়া এই দুই শহর এবং ইসলামাদের নিরাপত্তাব্যবস্থা দেখেও তারা সন্তোষ প্রকাশ করেছেন।’
তবে এত প্রস্তুতির পরও এখনো নির্বিঘ্নে চ্যাম্পিয়ন্স
ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অনীহা রয়েছে ভারতের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে তথা ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিষয়টিও ভাবনায় রয়েছে আইসিসির।
ট্রফি আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অনীহা রয়েছে ভারতের। সেক্ষেত্রে শেষ পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে তথা ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার বিষয়টিও ভাবনায় রয়েছে আইসিসির।