চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট – ইউ এস বাংলা নিউজ




চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুন, ২০২৫ | ১১:৫৬ 42 ভিউ
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ লাখ টাকার মাল লুটে নিয়েছে একদল ডাকাত। শনিবার (২১ জুন) ভোর রাত ৩টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। চিকিৎসক মোর্শেদুল হক শরীফ বলেন, রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। আনুমানিক ৩টার দিকে ঘরে কারো ডাকে ঘুম ভাঙে আমার। এসময় দেখি ৭-৮ জনের একটি একদল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেঁধে ফেলে। তিনি বলেন, ডাকাতদল মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। বাড়ির বাইরেও কয়েকজন ছিল। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।

এসময় আমার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১০-১১ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।' তিনি আরও বলেন, 'ডাকাতেরা ওই বাড়ীতে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যমকর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।' শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের

অভিযান চলমান। ইতোমধ্যে অন্য এক ঘটনায় ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক নজরে ডাকসুর ফলাফল ট্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ভিভো ভি৬০ ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ বুধবার কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট স্থগিত বিএফআইইউ প্রধান শাহীনুলের নিয়োগের চুক্তি বাতিল আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাব বাতিল নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা চিরচেনা রূপ ভেঙে নতুন লুকে অ্যাঞ্জেলিনা জোলি হামাসের দাবি, দোহায় ইসরাইলি হামলা থেকে নেতারা অক্ষত স্বর্ণের দাম আরও বাড়ল দেশব্যাপী লোডশেডিং হতে পারে, থাকবে যতদিন নেপাল পরিস্থিতির ওপর নজর রাখছে ঢাকা কাতারে ইসরাইলের প্রধান টার্গেট কে এই খলিল আল-হাইয়া এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল হোটেলে নেতা খুঁজতে এসে বাংলাদেশি ফুটবলার দেখে শান্ত বিক্ষুব্ধরা এক মাসে ছয় আরব দেশে ইসরাইলের বোমা হামলা ‘নেপালে অভ্যুত্থানের অন্যতম কারণ পিআর পদ্ধতির নির্বাচন’ বিক্ষোভের মোড় ঘুরিয়ে দিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী জেন-জিকে সামনে রেখে বিক্ষোভের নেপথ্যে কারা