‘চা খাওয়ার বিল ১ লাখ’, হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে অনুসন্ধানে দুদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫
     ৭:৪২ অপরাহ্ণ

আরও খবর

দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’

হাসিনার বলিষ্ঠ বার্তা: দায় স্বীকারের সৎ সাহস ও প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

হেনস্তা ও আইফোন চুরির অভিযোগ, কিশোরগঞ্জ ছাড়ার ঘোষণা আইনজীবীর

ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে

ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে

চট্টগ্রাম ৮ আসনে রক্তাক্ত সংঘর্ষের ছায়া: নিহত সরোয়ার বাবলার রেখে যাওয়া অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন উত্তেজনা

‘চা খাওয়ার বিল ১ লাখ’, হাসনাতের ফেসবুক পোস্ট নিয়ে অনুসন্ধানে দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ | ৭:৪২ 90 ভিউ
‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা’- ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর লেখা এমন পোস্ট নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। এদিকে ওই পোস্টের প্রতিবাদ জানানোর পর এবার বিষয়টি নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক বলেন, ‘যে ঘটনা হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম তুলে এনেছেন- এ বিষয়ে আমরা অনুসন্ধান করছি। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আরও অনেক বিষয় এখানে আসবে।’ কোন বিষয়টি আপনারা অনুসন্ধান করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘যে ভিডিও ক্লিপস- ওই ভিডিও ক্লিপসের বিষয় নিয়ে আমরা অনুসন্ধানের

সিদ্ধান্ত নিয়েছি।’ এর আগে গত, ২৪ জুন ফেসবুক পেস্টে হাসনাত লিখেন, ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল এক লাখ টাকা। দুদকের এসব কাজকারবার এই প্রথম না। শেখ হাসিনার আমলে খালেদা জিয়াসহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে। অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম, ৫ আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য এক লাখ করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুস দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই।’ ওইদিনই হাসনাত আব্দুল্লাহর ওই পোস্টের প্রতিবাদ

জানায় দুদক। দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে দুদক মহাপরিচালক বলেন, ‘প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য আমরা অনেকবার বিজ্ঞপ্তি দিয়েছি। এরপরও আমরা দেখেছি এখনো অনেকেই প্রতারকদের ফাঁদে পড়ছেন। আমাদের কাছে ৪টা এমন জিডি রয়েছে। যারা প্রতারণার স্বীকার হয়েছেন, তারা জিডি করছেন।’ তিনি আরও বলেন, ‘একটা রাজনৈতিক দলের সংগঠক তার ভেরিফায়েড পেজে যে তথ্য পরিবেশন করেছেন সে বিষয়ে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘যিনি অভিযোগকারী ছিলেন তার নম্বরে যোগাযোগ করেছে যেই প্রতারক-

সেই প্রতারকের নম্বর থেকে এই ধরনের আরও ৪টা ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন।’ দুদক মহাপরিচালক বলেন, ‘যেগুলো এখন আমাদের টিমসহ সংশ্লিষ্ট থানা বিষয়গুলো তদন্ত করছে। এটা যে প্রতারকচক্রের কাজ সেটা আপনারা শিগগির জানতে পারবেন। সব তথ্য আমাদের হাতে এসেছে।’ প্রতারণার সঙ্গে দুদকের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে, যোগ করেন দুদক মহাপরিচালক। যারা প্রতারণা করেন তারা অনেক স্মার্ট জানিয়ে আক্তার হোসেন বলেন, ‘দুদকের চেয়ারম্যান পরিচয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খোলা হয়েছিল। নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ নেওয়া হয়েছিল। সেই ভুয়া দুদক চেয়ারম্যানসহ ৪ জনকে আমরা গ্রেফতার করেছি। তারা রিমান্ডে আছেন।’ এদিকে, এ ঘটনার অনুসন্ধান ও তদন্ত করতে

দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট নাদিম মাহমুদ, ইয়াছিন আলফাজ ও মুহাম্মদ শফিকুল ইসলাম। চিঠিতে বলা হয়, দুদক ভাবমূর্তি রক্ষার জন্য শুধুমাত্র প্রতিবাদলিপি দিয়েছে, যা আইনগত নয় এবং এই বিষয়টিতে দুদকের কোনো কর্মকর্তা জড়িত আছেন কি না আইনত খতিয়ে দেখা এবং গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা জরুরি। অভিযোগের বিষয়ে অনুসন্ধান না করে শুধুমাত্র দুদক কর্তৃক প্রতিবাদলিপি প্রদান করা আইনগত কোনো প্রসিডিওর নয়। এতে আরও বলা হয়, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুদক তার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য আগামী ৭ কার্যদিবসের মধ্যে কার্যকরী ও দৃশ্যমান এবং উচ্চপদস্থ কমিটি গঠন করে ঘটনার অনুসন্ধান শুরু করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জংলির পর সরব বুবলী, দিলেন নতুন ঘোষণা প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ আইসিসির সভায় এশিয়া কাপ চাইল ভারত মেয়ে মানুষের ‘গুড টাচ-ব্যাড টাচ’ বুঝতে পারার কথা: রুমানা পিতা-পুত্রের জুটি দেখল আন্তর্জাতিক ক্রিকেট নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি প্রসূন আজাদের অভিযোগের জবাব দিলেন পরীমণি টঙ্গীতে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে অ্যান্টার্কটিকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চীনের নৌবহরে যুক্ত হলো তৃতীয় রণতরী ফুজিয়ান চট্টগ্রামে এবার নিজ বাড়ির সামনে খুন হলেন ব‍্যবসায়ী দুই দিনের সফরে আজ পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি রাজনীতির মাঠে সক্রিয় চট্টগ্রামের সন্ত্রাসীরা ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন অনেক ঝক্কির ‘জ্যোতিই এখন সর্বেসর্বা’ ক্ষুদ্র প্রতিষ্ঠানের ব্যবসা দখলে সক্রিয় সিন্ডিকেট রমনায় গির্জা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ নির্বাচনে লড়ব, দুর্নীতির অভিযোগ ‘হাস্যকর’ সোনাদিয়া নিয়ে নতুন ভূরাজনীতি: রেয়ার অর্থ রিজার্ভের মিথ্যা প্রপাগাণ্ডার আড়ালে বিদেশীদের দখল দেওয়ার চক্রান্ত! দ্য উইক-এ শেখ হাসিনার বিস্ফোরক নিবন্ধ: ‘অনির্বাচিত শাসকদের আগেও মোকাবেলা করেছি, দেশ এখন বারুদের স্তূপে’