চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রী আটক – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ৯:৪৫ 38 ভিউ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল ও প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা (এভসেক) টিম ও বিমানবাহিনী টাস্কফোর্সের আলাদা অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়। জব্দ সামগ্রীর মধ্যে আছে- ১৬০ কার্টন বিদেশি ইজি লাইট সিগারেট, ১০টি মোবাইল ও ১৪০টি দেশে ব্যবহার নিষিদ্ধ গৌরি বিউটি ক্রিম। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক দুই যাত্রী হলেন, মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা আহমেদ

কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। ঘটনার পর মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫

কার্টুন জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার ভুয়া থানার সন্ধান! আইসিসি থেকে ফের দুঃসংবাদ পেলো বাংলাদেশ রাজধানীতে পার্কিং করা প্রাইভেটকারে দুই লাশ ১৫ শতাংশ রাজস্বের বিনিময়ে চীনে চিপ রপ্তানির অনুমতি পেল এনভিডিয়া ও এএমডি ইতালিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ত্রুটি, আটকা ২৬২ যাত্রী আবারও পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন, এ নিয়ে ১২০ বার ট্রাম্পের শুল্কের প্রতিবাদ: ভারতে মার্কিন পণ্য বয়কটের ডাক সাত মাসে ‘মব সন্ত্রাসের’ শিকার হয়ে ১১১ জন নিহত : আসক পাক সেনাপ্রধানের হুমকির জবাবে যা বলল ভারত ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিশ্ব দরবারে লুকিয়ে রাখতেই সাংবাদিকদের হত্যা : শিফা পরিচালক ছেলে সন্তান না থাকায় স্বামীর চাপে নবজাতক চুরি, তরুণী গ্রেপ্তার আরব সাগরে ‘মুখোমুখি’ ভারত-পাক, মিসাইল লঞ্চ নৌসেনার দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২, আহত ১৭ সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা! গাজায় যেন ‘স্কুইড গেম’র মৃত্যুখেলা খেলছে ইসরাইল! গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকায় নেই বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা ‘কাজ শেষ করা ছাড়া কোনো উপায় নেই’, গাজা দখল পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু সিন্ডিকেটের থাবায় আবার অস্থির পেঁয়াজের বাজার খুলনা মৎস্য বীজ খামার দখল খুবি শিক্ষার্থীদের