ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
*নির্বাচনী চাপে দায়িত্ব পালনের ফলে চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যু: ইউএনও ফেরদৌস আরার মৃত্যু ঘিরে গুরুতর প্রশ্ন
চবি ল্যাবরেটরি কলেজে উপেক্ষিত যোগ্যতা, প্রশ্নের মুখে নিয়োগ বোর্ড লবিংয়ের কাছে হার মানল যোগ্যতা চবি ল্যাবরেটরি কলেজে নিয়োগবঞ্চিত উচ্চশিক্ষিত প্রার্থী
আত্মশুদ্ধি, মানবপ্রেম ও ঐতিহ্যের মহামিলন
রাজধানীতে আজ কোথায় কী
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিতর্কিত নিয়োগ নয়জন জুলাই সন্ত্রাসীকে প্রভাব খাটিয়ে নিয়োগ
কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে
চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশফেরত দুই যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল ও প্রসাধনী জব্দ করা হয়েছে। এসব পণ্য আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বুধবার (১৮ জুন) জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিমান চলাচল নিরাপত্তা (এভসেক) টিম ও বিমানবাহিনী টাস্কফোর্সের আলাদা অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়।
জব্দ সামগ্রীর মধ্যে আছে- ১৬০ কার্টন বিদেশি ইজি লাইট সিগারেট, ১০টি মোবাইল ও ১৪০টি দেশে ব্যবহার নিষিদ্ধ গৌরি বিউটি ক্রিম। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক দুই যাত্রী হলেন, মোহাম্মদ আবু নাসের ও মিন্টু দেবনাথ। আবু নাসের ফটিকছড়ি উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা আহমেদ
কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। ঘটনার পর মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫
কার্টুন জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।
কবীরের ছেলে। আর মিন্টু দেবনাথ নগরের চান্দগাঁও থানার বাসিন্দা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যে বিমানবন্দর সিকিউরিটি (এভসেক) ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে সকাল ৯টা ২০ মিনিটে মাস্কট থেকে ওভি-৪০১ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আবু নাসেরকে আটক করা হয়। তার কাছ থেকে ১৬০ কার্টুন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন এবং ১৪০টি নিষিদ্ধ গৌরী বিউটি ক্রিম জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা। ঘটনার পর মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে করে আবুধাবি থেকে আসা মিন্টু দেবনাথকে আটক করা হয়। তার কাছ ১ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের ৩৫
কার্টুন জব্দ করা হয়। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, উদ্ধার করা পণ্যসমূহ বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্যাগেজ নীতিমালার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য জব্দ করা হয়েছে।



