চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




চট্টগ্রামে জয়ের খোঁজে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ৬:৫২ 53 ভিউ
সিলেট টেস্টের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দলকে। চারদিনে শেষ হওয়া ম্যাচের শেষ ঘণ্টা ছাড়া বাকিটা সময় টেস্টের নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের হাতে। সিরিজ জিততে ভুলে যাওয়া জিম্বাবুয়ের সামনে দারুণ সম্ভাবনার হাতছানি। স্বাগতিকরা রয়েছে মহা চাপে। বিরক্তিকর ক্রিকেট খেলে সমালোচনার মুখে নাজমুল হোসেন শান্তরা। গত বছর থেকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্টে ভালো করলেও ঘরের মাটিতে ব্যর্থতা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। আজ চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ দলের জন্য অনেকটাই সম্মান রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে হেরে গেলে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবে না বাংলাদেশ। দাপুটে জয়ে সিরিজ সমতায় শেষ করতে মরিয়া স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (আগের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। খেলা সরাসরি দেখা যাবে বিটিভিতে। একে তো মাঠের পারফরম্যান্সে হতাশা, তার ওপর যোগ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে বিতর্কের ঘনঘটা। গত কয়েক দিন ধরে দেশের ক্রিকেটে এসবই চলছে। সেসব পারিপার্শ্বিকতা সঙ্গী করেই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। যদিও এদেশের ক্রিকেটে সুসময় আসে মাঝে মধ্যেই। বেশিরভাগ সময়ই মাঠের বাইরের আলোচনায় থাকে বেশি। বেতন কাঠামো, ম্যাচ ফি থেকে সুযোগ-সুবিধার কোনো অভাব নেই জাতীয় দলের ক্রিকেটারদের। অথচ পারফরম্যান্সের বেলায় থাকে না ধারাবাহিকতা। সিলেটে বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে বিব্রতকর হারের পর চট্টগ্রামে

দুদিন অনুশীলনের সুযোগ পেয়েছে বাংলাদেশ। শনিবার পুরো দল মাঠে এলেও, ম্যাচের আগের দিন বিশ্রামে থাকেন তিন পেসার হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান। নাহিদ রানা না থাকায় তানজিমের অভিষেক হয়ে যেতে পারে আজ। বোলিং নিয়ে তেমন দুর্ভাবনার কারণ নেই বাংলাদেশের। গত কয়েক ম্যাচ ধরে বাজে ব্যাটিংয়ের কারণে ভুগছে তারা। উদ্বোধনী জুটিতে নেই রানের দেখা। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত পারেননি ইনিংস বড় করতে। দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে হাসি উধাও অনেক দিন ধরেই। ২১ বছর ধরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারেনি বাংলাদেশ। সেই ধারা বজায় রাখতে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইতিবাচক ক্রিকেট খেলতে ব্যাটারদের

জন্য সহায়ক হতে পারে চট্টগ্রামের উইকেট। ওপেনাররা রান না পাওয়ায় হুট করে ডাক পাওয়া এনামুল হক বিজয়ের আজ একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বরাবরই রানপ্রসবা এই ভেন্যু। তবুও এখানে সবশেষ টেস্টে ভালো ব্যাটিং হয়নি বাংলাদেশের। কাল কোচ ফিল সিমন্স বলেন, ‘প্রথম টেস্টে আমরা ভালো ব্যাটিং করতে পরিনি। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের ইতিবাচক ব্র্যান্ডের ব্যাটিং করতে হবে।’ এদিকে চার বছর পর টেস্ট জেতার পর এখন সিরিজ জেতার হাতছানি জিম্বাবুয়ের সামনে। ২০০১ সালের পর আর দেশের বাইরে সিরিজ জেতেনি তারা। আর বাংলাদেশের বিপক্ষে তাদের সবশেষ সিরিজ জয় ২০০৪ সালে। দীর্ঘ অপেক্ষা ঘোচানোর সামনে দাঁড়িয়ে অধিনায়ক ক্রেগ আরভিন বলেন, ‘প্রথম ম্যাচ জেতার

প্রক্রিয়া বোঝা গুরুত্বপূর্ণ। এমন নয় যে, ১-০তে এগিয়ে থাকায় আমরা নিজেদের ওপর চাপ নিয়ে নেব। অবশ্যই সিরিজ জয়ের একটা প্রত্যাশা থাকবে। ছোট ছোট ধাপে ভাগ করতে হবে এবং প্রক্রিয়া ঠিক রাখতে হবে। এখনই ম্যাচের ফল নিয়ে ভাবলে হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি ইতিহাস গড়ল দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ পোশাক রপ্তানিতে আমেরিকার বাজার ধরে রাখতে বাংলাদেশকে মাঝে রেখে এগোতে চাইছে ভারত চীনে ‘কুৎসিত পণ্যের’ প্রদর্শনী, তরুণদের ভিড় বাংলায় কথা বললেই বাংলাদেশে পুশ ব্যাক অনলাইনে পণ্য কেনা: লিংকে ক্লিক করতেই অ্যাকাউন্টের পুরো টাকা গায়েব! বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির নতুন সিনেমায় রুনা খান ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার