ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো
নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি
স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের
সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি
নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত
ক্রস বর্ডারে ১৮৯৪ এয়ার টিকিট বিক্রির অর্থ পাচারের অভিযোগ
গাজায় ২৪ ঘণ্টায় হত্যার শিকার আরও ৩৯ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫০,১৮৩-এ পৌঁছেছে।
বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
এদিন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বর্বর ইসরাইলি হামলায় ৩৯ জন নিহতের পাশাপাশি ১২৪ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে আহতের মোট সংখ্যা ১,১৩,৮২৮-এ দাঁড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এছাড়াও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না’।
গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে
গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান।
গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এ ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান।



