গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:১১ 32 ভিউ
গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শনিবার ইসরাইলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। সিএনএন, এপি, রয়টার্স। শনিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে। অথবা অন্যান্য ফ্রন্টে, যমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে। যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভ‚ত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায়

নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরাইলি সরকার জানিয়েছে, ২০২৫ সালকে ‘যুদ্ধের বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে, এই পদক্ষেপের ফলে দেশটির শ্রমবাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু ৭ থেকে ১১ মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর, নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় নতুন করে কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণের

খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় ছয়জন নিহত হন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সি দুই শিশু নিহত হয়েছে। পরে একই এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় আরও ১০ জন নিহত হন। যাদের মধ্যে ছিল একজন শিশু ও সাতজন নারী। সোমবার সকালে ইসরাইলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত দুই দিনে তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে, ইসরাইলি বাহিনী রিজার্ভ সেনাদের ডেকে আনার মাধ্যমে তাদের আক্রমণ আরও তীব্র করতে চায়। তবে, দীর্ঘ যুদ্ধের কারণে অনেক সেনার মনোবল কমে গেছে এবং তারা নতুন করে ডিউটিতে যোগ দিতে

অনিচ্ছুক। এমনকি কিছু সেনা রিজার্ভ ডিউটি এড়িয়ে চলার চেষ্টাও করছে। ১৮ মার্চ ২ মাসের যুদ্ধবিরতির পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইল। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইল যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে মোট ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন। এদিকে গাজায় মানবিক সহায়তাও বন্ধ করে দিয়েছে ইসরাইল। দেশটি বলেছে, এই অবরোধের মাধ্যমে তারা হামাসকে চাপ প্রয়োগ করে বন্দি মুক্তিতে বাধ্য করতে চায়। তবে জাতিসংঘের সংস্থাগুলো ইসরাইলকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা

বলেছে, গাজায় মানবিক বিপর্যয় চলছে এবং অবিলম্বে খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকার স্বাস্থ্যব্যবস্থা অসহায়! বিধ্বস্তের আগে কন্ট্রোল রুমে কী বলেছিলেন পাইলট তৌকির মধ্যপ্রাচ্য : বড় পরিবর্তনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র টঙ্গীতে ৪ ছিনতাইকারীকে গণপিটুনি বিভিন্ন বিলে অবাধে পোনাসহ মাছ নিধন জাপানের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তির দাবি ট্রাম্পের ভারতে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে আগুন চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির সোমবার মাইলস্টোনে ‘অনভিপ্রেত’ ঘটনা নিয়ে যা বলছে আইএসপিআর স্কুলে উড়োজাহাজ বিধ্বস্তের কিছু ঘটনা স্কুলে বিমান দুর্ঘটনা কি এবারই প্রথম? তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয় বাসায় ফিরেছেন ফরিদা পারভীন টিকটকে ভাইরাল ‘পার্ল ইয়াররিং থিওরি’ আসলে কী, জানেন? নিউইয়র্কে ‘আমরা মুজিব’র পুনর্মিলনী সমাবেশ গোপালগঞ্জে সৃষ্টি হলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের শর্তে জাতীয় নিরাপত্তা হুমকিতে, সমালোচনার ঝড় সচিবালয়ের সামনে লাঠিপেটায় আহত ৪৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে বিমান বিধ্বস্তে হতাহতদের চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার প্রস্তাব ভারতের আই ডোন্ট কেয়ার ইয়োর প্রোপাগান্ডা, আই ডোন্ট গিভ আ ফাক টু ইয়োর ফ্রেমড ন্যারেটিভ