গাজায় তীব্র ঠান্ডায় ৬ শিশুর মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




গাজায় তীব্র ঠান্ডায় ৬ শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:২৪ 49 ভিউ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ঠান্ডাজনিত রোগ হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা। খবর আলজাজিরার। হাইপোথার্মিয়া সাধারণত শরীরের নিম্ন তাপমাত্রা হিসেবে পরিচিত। এমনটি হলে মানুষের শরীরের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৬ ফারেনহাইট) নিচে নেমে যায়। শরীরের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৮.৬ ফারেনহাইট)। গাজা সিটির ফ্রেন্ডস অব দ্য পেশেন্ট চ্যারিটেবল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সাঈদ সালাহ বলেন, ‘এক থেকে দুদিন বয়সি তিন নবজাতক হাসপাতালে ভর্তি হওয়ার পরেই মারা যায়। মঙ্গলবার সকালে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দক্ষিণ গাজার খান ইউনিসে ছয় শিশুর মৃত্যু হলো। ’ গাজার সিভিল ডিফেন্স এজেন্সি

তীব্র হিমেল বাতাস ও গত এক সপ্তাহ ধরে চলা ঠান্ডায় ছয় নবজাতকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। ডা. সাঈদ সালাহ বলেন, তার হাসপাতালের ‘নার্সারি বিভাগ’ সম্প্রতি গুরুতর হাইপোথার্মিয়ার আটটি ঘটনা পেয়েছে, যাদের (নবজাতক) জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল। গাজার ওই হাসপাতাল থেকে আলজাজিরার হানি মাহমুদ বলেন, ‘চিকিৎসকরা নিশ্চিত করেছে, এই নবজাতক শিশুরা হাসপাতালে আসার সময় কোনো নির্দিষ্ট রোগে ভুগছিল না। তারা কেবল জন্ম নিয়েছিল। এসব নবজাতককে উষ্ণ রাখার কোনো উপায় ছিল না তাদের পরিবারের। ঠান্ডা আবহাওয়া এই অঞ্চলে আঘাত হানার পরে গত কয়েক দিন ধরে এটি হচ্ছে। ’ হামাস নবজাতকদের মৃত্যুকে ইসরাইলের ‘সন্ত্রাসী’ নীতিমালার ফলাফল বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র

গোষ্ঠীটি মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা উপত্যকায় আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় মানবিক সরবরাহের প্রবেশের বিষয়ে হস্তক্ষেপ ও নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ’ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুরু জেমসের সঙ্গে আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান দিল্লিতে ধসে পড়ল মোঘল সম্রাট হুমায়ুনের সমাধি, নিহত ৫ ‘চিরকুট লিখে না গেলে পুলিশ কাকে না কাকে ফাঁসিয়ে টাকা খাবে’ শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ শনিবার রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানাল ডিএমপি জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন জামায়াত-এনসিপি নির্বাচনে না গেলে ড. ইউনূস পদত্যাগ করতে পারেন: ফুয়াদ পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকে অংশ নিতে আলাস্কার পথে ট্রাম্প হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান: বুলু মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না