খামেনিকে ‘হত্যার পরিকল্পনা’র কথা স্বীকার ইসরাইলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুন, ২০২৫
     ৮:৩৩ পূর্বাহ্ণ

খামেনিকে ‘হত্যার পরিকল্পনা’র কথা স্বীকার ইসরাইলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ৮:৩৩ 73 ভিউ
ইরানে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে খামেনিকে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি স্বীকার করেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সক্রিয়ভাবে হত্যা করতে চেয়েছিল ইসরাইলের সেনাবাহিনী। কিন্তু তাকে খুঁজে না পেয়ে পরিকল্পনা ভেস্তে যায়। যুদ্ধবিরতি চলার মাঝে ইসরাইলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কাটজ ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ কৌশল এবং খামেনিকে মারার পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। গত ১৩ জুন থেকে ইসরাইল এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। দুই দেশের যুদ্ধ চালাকালে ইসরায়েলের নিশানা ছিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে খামেনিও ছিলেন ইসরায়েলের নিশানা। ইসরাইলের ‘চ্যানেল ১৩’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘তিনি (খামেনি) আমাদের নজরে পড়লে তাকে মেরে ফেলতাম।

আমরা তাকে অনেক খুঁজেছি।’ কিন্তু খামেনি আত্মগোপনে চলে যাওয়ায় তাকে হত্যার পরিকল্পনা বাদ দেওয়া হয় বলে স্বীকার করেন কাটজ। খামেনিকে হত্যা করার সুযোগ মেলেনি জানিয়ে ইসরাইলের সরকারি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে কাটজ বলেন, ‘আমাদের পরিকল্পনার কথা বুঝতে পেরেছিলেন খামেনি। সেকারণে তিনি মাটির নিচের গভীর বাঙ্কারে গা ঢাকা দেন।’ তিনি বলেন, ‘কেবল তা-ই নয়, খামেনি তার দেশের শীর্ষস্থানীয় কমান্ডদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন...এরপর তাকে নিশানা করা আর সম্ভব ছিল না।’ কাৎজ বলেন, ‘তবে তাই বলে তিনি (খামেনি) সুস্থির থাকবেন এমন কথা আমি বলব না। তার নাসরাল্লাহর (হিজবুল্লাহ নেতা) মৃত্যু থেকে শিক্ষা নেওয়া উচিত। যিনি দীর্ঘদিন ধরে বাঙ্কারে লুকিয়ে ছিলেন। খামেনিও একই কাজ করছেন।’ নাসরাল্লাহকে গতবছর ২৭

সেপ্টেম্বরে বৈরুতে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরাইল। আর এবারে ইরানে ইসরাইল বিমান হামলা চালিয়ে বেশ কয়েকজন ইরানি কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। খামেনির জীবন ঝুঁকিতে পড়তে পারে বলেও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দুইজনই হুঁশিয়ার করেছিলেন। যুদ্ধের পরিণতিতে ইরানে শাসব্যবস্থা পরিবর্তন হতে পারে বলে আভাস দিয়েছিলেন তারা। গত ১৭ জুন খামেনিকে হুঁশিয়ার করেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, ‘আমরা জানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন। তবে আমরা তাকে এখন হত্যা করব না।’ পরে অবশ্য ট্রাম্প সেই হুমকি থেকে সরে আসেন এবং জানান, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কোনো ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। শেষে ইসরাইল কাটজও জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরাইল

খামেনিকে হত্যার পরিকল্পনা থেকে সরে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত ঝলমলে চুল পেতে জাপানিরা যেভাবে যত্ন নেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো নোবেল পুরস্কার ‘হস্তান্তরযোগ্য নয়’, বলল নোবেল পিস সেন্টার আধিপত্য নিয়ে তালেবানের শীর্ষ পর্যায়ের কোন্দল প্রকাশ্যে সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা- সন্দেহ দেবপ্রিয়র পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির বাংলাদেশে সহিংসতা বাড়ছে, রাজনীতিতে উপেক্ষিত নারী বাংলাদেশের প্রধান ঝুঁকি অপরাধমূলক কর্মকাণ্ড বিশ্বের প্রধান ঝুঁকি ভূ-অর্থনৈতিক সংঘাত স্থগিত হয়ে যেতে পারে বিপিএল